শীর্ষস্থান হারালো রিয়াল মাদ্রিদ!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
রিয়াল মাদ্রিদের কোচ হওয়া বেশ ঝামেলার। কারণ ইতিহাসে সেরা ক্লাব এইটা। খেলোয়ার গিয়েছে কোচ গিয়েছে কিন্তু রিয়াল মাদ্রিদে ঐতিহ্যের কখনও ঘাটতি হয়নি। সবসময় সেটা চলমান ছিল। এখন যখন কোন সময় রিয়াল মাদ্রিদের খারাপ সময় যায় তখন সেটা ভক্তরা মোটেই মেনে নিতে পারে না। সেটা রিয়াল মাদ্রিদের সাথে একেবারেই যায় না। গতরাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল জিরোনার সাথে। জিরোনা বতর্মানে রেলিগেশন জোনে আছে। সেই দলের সাথে রিয়াল মাদ্রিদ ড্র করেছে পয়েন্ট হারিয়েছে। এতোটুকু তেই শেষ না। রাইভাল বার্সেলোনার কাছে হারিয়েছে শীর্ষস্থান। এখানেই ক্ষেপে গিয়েছে মাদ্রিদ ফ্যানরা। গত সিজেনে লীগ আমরা জিততে পারিনি। চ্যাম্পিয়ন লীগেও বাজেভাবে হেরেছি আর্সেনালের কাছে।
তখন মাদ্রিদ ফ্যানরা সহ অনেক ফুটবল বোদ্ধা বলেছিল কার্লো ফিনিশড। কিন্তু সত্যি বলতে কার্লোর কাছে সেই একাদশ ছিল না। দলের অধিকাংশ খেলোয়ার ছিল ইঞ্জুরিতে। কোনরকম ভাবে দলটাকে টেনে নিয়ে গিয়েছে। অবশেষে সিজেন শেষে হতাশার দায় নিয়ে ক্লাব ছাড়ে কার্লো আনচেলওি। পরবর্তীতে এই সিজেনের শুরুতেই রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে নিয়ে আসে শাবি আলানচো কে। তিনজন খেলোয়ার সাইন করায়। এরমধ্যে রয়েছে বর্তমানের সেরা রাইটব্যাক আর্নল্ড। কিন্তু তারপরও ফলাফল শূণ্য। শাবি এখন পযর্ন্ত ব্যর্থ। যে দলে এমবাপ্পে ভিনিসিয়াস বেলিংহাম এর মতো খেলোয়ার রয়েছে সেই দল এভাবে ধুকছে। এটা একেবারেই মেনে নেওয়ার মতো না। এখন রিয়াল মাদ্রিদ ফ্যানরা বুঝতে পারছে ঐ কার্লো আনচেলওি কি ছিল। দলে অতোগুলো ইঞ্জুরি নিয়েও সে কীভাবে দলটাকে নিয়ে এগিয়েছে। কার্লোর মতো মাস্টারমাইন্ড কে এখন মিস করছে মাদ্রিদ।
শাবিও ভালো কোচ। তবে তার স্ট্রাটাজি ঠিক কাজে লাগছে না। অথবা খেলোয়ার রা কাজে লাগাতে পারছে না। একটা দলের সবচাইতে সুন্দর বিষয় তাদের নাম্বার নাইন। যে হবে পুরোপুরি সুযোগ সন্ধানী। প্রতিপক্ষের ডিবক্সে থেকে তাদের আতঙ্কে রাখবে। কিন্তু বতর্মানে সেগুলোর কিছুই দেখা যায়। রিয়াল মাদ্রিদের প্রোপার কোন নাম্বার নাইন নেই। নাম্বার নাইন পজিশনে খেলে কিলিয়ান এমবাপ্পে। তবে সে মূলত লেফট উইংঙ্গার। ডিবক্সের ভেতরে তাকে পাওয়া যায় খুব কম। অধিকাংশ সময় সে লেফট উইং এ থাকে অথবা থাকে ডিবক্সের বাইরে। ফলে ডিবক্সের ভেতরে কেউ থাকে না। এখানে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে যায়। ২০২৩-২৪ সিজেনে বেনজেমা যাওয়ার পরেও রিয়াল মাদ্রিদে কোন নামকরা নাম্বার নাইন ছিল না। কার্লো বুদ্ধি করে বেলিংহাম কে ফলস নাইন পজিশনে খেলায়। দারুণ ফলাফল আসে এতে। কোন নামকরা নাম্বার নাইন ছাড়াই ঐ সিজেনে লা লীগা চ্যাম্পিয়ন লীগ সবকিছুই জিতে নেয়।
কিন্তু এখন তাহলে এমন সমস্যা কেন?? এর উওর একমাত্র শাবি দিতে পারবে। এন্ড্রিক ছেলেটার বয়স কম। ফিনিশিং অসাধারণ। শুধুমাত্র ছোট বলে অভিজ্ঞতা কম। একেবারে প্রোপার নাম্বার নাইন। কিন্তু শাবি এই সিজেনে তাকে গেম টাইম একেবারেই দেয়নি। ফলাফল সে উইন্টার ট্রান্সফারে কোন একটা দলে লোনে যাবে শুধুমাত্র গেইম টাইমের জন্য। মাঝে মাঝে প্রচণ্ড রাগ হয় শাবির উপর। এভাবে চলতে থাকলে এই সিজেনেও আমাদের খালি হাতে ফিরতে হবে। কোন ট্রফির আশা করা হবে একেবারেই বোকামি। আশাকরি খুব দ্রুতই সেরা কম্বিনেশন খুজে পাবে শাবি। দলের ছন্দ ফিরে আসলে দারুণ কিছু হবে সেই আশা রাখি। তবে যে ধরনের খেলা তারা দেখাই সেটা সত্যি হতাশার।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।













.png)



Daily taskş
https://x.com/Emon423/status/1995402626075439457?t=OiKzONNLxPU8BdK0_wepyg&s=19
https://x.com/Emon423/status/1995402835413062085?t=i-oJ8GqMB7zlz4J8nPbv4g&s=19