কে আমি ? কি আমার পরিচয় ?
কে আমি ? কি আমার পরিচয় ?
আচ্ছা কে আমি ? কি আমার পরিচয় ? কিসের এত অহংকার আমার? কিসের এতো গরিমা আমার ? কোথা থেকে এসেছি আমি ? আবার কোথায় ফিরে যাবো? এভাবে কি নিজেকে নিয়ে কখনো ভেবেছেন? এভাবে জীবনের একটা সময় সকলেই ভাবে। তবে কখন এই ভাবনা গুলো অন্যের মধ্যে আসে জানেন ? যখন অনেক বেশি একাকিত্ব অনুভব হয়, অনেক বেশি অসহায় হয়ে পড়ি, অনেক গুলো জমানো কষ্ট মনের মধ্যে উঁকি দেয়। যখন চারপাশে একটা মানুষ পাওয়া যায়না তার মনের কথাগুলো শুনার কিংবা তাকে সঙ্গ দেয়ার। ঠিক তখন নিজেকে এতটা তুচ্ছ কিংবা নিজেকে এতটা ছোট মনে হতে থাকে যেন আমি এই পৃথিবীর সবার থেকে আলাদা ও অসহায় একটা মানুষ।
আমি মনে করি প্রতিটা মানুষ জীবনে একবার হলেও নিজেকে নিয়ে এই কথা গুলো ভাবা উচিৎ। কারণ টাকা কিংবা ক্ষমতার জোরে মানুষ কখনো কখনো নিজেকে ভুলে যায়। সেই ভুলেই যায় সে কে ? সে কথা থেকে এসেছে আবার কোথায় ফিরে যাবে। তার মনের মধ্যে তার ফিরে যাওয়ার দিনের কথা একটা বারের জন্যও মনেপড়ে না। আর অহংকার করা, দেমাক দেখিয়ে কিংবা ধমক দিয়ে কথা বলা সেটাতো নিত্য দিনের সঙ্গী হয়ে যায়।
কিছু কিছু মানুষ সময়ের পরিবর্তনে ক্ষমতার অপব্যাবহার করে কিংবা টাকার জোরে নিজেকে এমন ভাবে বদলে ফেলে যেন সে জন্মের পর থেকে এই অবস্থায় ছিল আর এই রকম ভাবেই সবার সাথে ব্যবহার করেছে। আসলে বর্তমান সমাজ আমাদের কখনো কখনো এমনটাই শিক্ষা দিয়ে থাকে। আমরা আমাদের প্রতিটা সমাজে এমন কিছু মানুষের সম্মুখীন হয়ে থাকি। তাদেরকে দেখলে বড়োই আফসোস হয় মাঝে মাঝে, যে এই ক্ষমতা কিংবা এই অহংকার কি তোমার চিরদিন থাকবে, নাকি একদিন এই সব কিছু মাটির সাথে মিশে যাবে।
সময় গতিশীল আর সময়ের এই পরিবর্তনে যখন একটা ক্ষমতাবান ব্যাক্তির সবকিছু নিঃশেষ হয়ে যায়, ঠিক তখন সে তার আসল পরিচয়টা খুঁজে পায়। তখন সে নিজেই বুঝতে পারে, সে যাদের মাধ্যমে এত ক্ষমতা দেখাতে পেরেছে, এত অহংকার নিয়ে জীবন যাপন করেছে তারা কেউ এখন তার সঙ্গে নেই। ঠিক তখন তার মনের মধ্যে এই অনুভূতি গুলো নাড়া দিতে থাকে প্রতিনিয়ত। তখন সে ব্যাক্তিটি বলতে থাকে কে আমি ? কি আমার পরিচয় ? কোথা থেকে এসেছি আমি আর কোথায় ফিরে যাবো?
তাই আমি বলবো সময় থাকতে নিজেকে বদলাতে হবে। নিজেকে চিনতে হবে। নিজের অহংকারকে মাটি চাপা দিয়ে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ক্ষমতার অপব্যাবহার না করে সঠিক ব্যবহার করতে হবে। একটা ভালোমানুষ কখনো মরেনা। ভালোমানুষরা সারাজীবন এই পৃথিবীতে বেঁচে থাকে অমর হয়ে মানুষের মনে।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_

আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আপু আমরা কখনো নিজেকে নিয়ে ভাবিনি। আসলে কে আমি?আমরা তো নিজেকে নিয়ে কখনো এভাবে ভাবিনিআপনি ঠিক বলেছেন আমরা একা থাকলে নিজেকে নিয়ে একটু ভাবা হয় আরকি । সত্যি আপু ভালো মানুষেরা সারাজীবন অমর হয়ে পৃথিবীতে বেঁচে থাকে। ধন্যবাদ আপু।
সময় পরিবর্তনশীল। সময়ের সঙ্গে বদলে যায় আমাদের চারপাশের মানুষ গুলো। একটা সময় ক্ষমতার বড়াই করা লোকগুলো ক্ষমতাশূণ্য হয়ে পড়ে। নিজের ক্ষমতা থাকার সময় কেউ এগুলো চিন্তাই করে না আমি কে কেন কীভাবে। কিন্তু পরবর্তীতে সে যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। তখন আফসোস করা ছাড়া উপায় থাকে না। এদিক থেকে প্রকৃতি দারুণভাবে সেটা বুঝিয়ে দিয়ে থাকে। সুন্দর লিখেছেন আপু।
আমরা এই পৃথিবীতে দুই দিনের অতিথি। হয়তো হঠাৎ করে আপন মানুষগুলোর কাছ থেকে হারিয়ে যাব কিংবা আমাদের আপন মানুষগুলো হারিয়ে যাবে। তাই আমার কাছে মনে হয় নিজেকে চেনা উচিত। সবকিছু থেকে বেরিয়ে এসে নিজেকে নিয়ে ভাবা উচিত। আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে।
অহংকার শব্দটার সাথে এখনকার অনেক মানুষের মিল আছে।আমি যেন পোস্টটা পড়ে এমন কিছু মানুষের চেহারা দেখছি চোখের সামনে।আসলে মানুষ পরিবর্তিত হয় অহংকার আসলে,নিজেদের তখন অনেক কিছুই মনে করে। তবে আসলেই কি তারা এসবের যোগ্য,তাদের কি এই ক্ষমতা পূর্বেই ছিল,ভাবতে অবাক লাগে।খুব সুন্দর লিখেছেন আপু।
চমৎকার লিখেছেন আপু।সবগুলো লেখাই বাস্তব।আমাদের সমাজে এমন মানুষ অনেক অনেক আছে।যারা ক্ষমতার বলে মানুষকে মানুষ বলে মনেই করে না।এক সময় এই মানুষ গুলোর পাশে কোন মানুষকেই সে পায় না।তখন নিঃস্ব হয়ে ভাবে, আমি কে,কি আমার পরিচয়। দারুন লিখেছেন আপু।অনেক ভালো লাগলো লেখাগুলো পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু, ভালো মানুষেরা নিজের ভালো ভালো কর্ম দ্বারা, মৃত্যুর পরেও বেঁচে থাকে এই পৃথিবীতে। বর্তমানে বেশিরভাগ মানুষই টাকা পয়সা থাকলে প্রচুর অহংকার করে। মানুষকে মানুষ বলে গণ্য করে না। এটা মোটেই উচিত নয়,কারণ আল্লাহ চাইলে যেকোনো সময় ধনীকে এক নিমিষেই পথের ভিখারি করে দিতে পারে। সুতরাং অহংকার নয়,বরং সবার সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতে হবে। দারুণ লিখেছেন আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।