আমার সারাদিন
আমার সারাদিন
আমার সকালটা শুরু হয় এলার্মের শব্দে। এলার্ম ছাড়া নিজ থেকে উঠার চেষ্টা করেছি অনেক বার কিন্তু সঠিক সময়ে উঠতে পারি না। আর সঠিক সময়ে উঠার জন্য আমি মনে করি মোবাইলের এলার্মটা বেশ কার্যকর। সকাল পাঁচটায় এলার্ম দেয়া থাকলেও কোনোদিন উঠতে পারি আমার কোনোদিন উঠতে পারি না। সকালে উঠতে পারলে ফজরের নামাজটা সঠিক সময়ে পড়া যায় আর সকালের ঠান্ডা ফ্রেস বাতাসটা আমার বেশ ভালো লাগে। তবে বেশিক্ষন জেগে থাকতে পারিনা সেই সময়টা। নামাজ পরে আবার ঘুমিয়ে যায়। উঠতে উঠতে সকাল নয়টা বেজে যায়।
নয়টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে বিছানা ঘুচিয়ে এক কাপ গরম চা সাথে দুইটা বিস্কিট হলেই সকালের নাস্তা হয়ে যায়। এরপর ঘরের টুকটাক কাজ ও অনলাইনের কিছু কাজ শেষ করে দুপুরের রান্নাবান্না করতে করতে প্রায় একটার কাছাকাছি বেজে যায়। এরপর গোসল, নামাজ, খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় আড়াইটা থেকে তিনটা বেজে যায়। এরপর নিজের পোস্ট লেখা ও অনলাইনের বেশ কিছু কাজ শেষ করে বিকেলের কিছুটা সময় ঘুমানোর অভ্যাসটা আমার অনেক আগে থেকে। একদিন বিকেলে কিছুটা সময় না ঘুমাতে পারলে যেন আমি উঠে দাঁড়াতে পারিনা ও কোনো কিছুতেই আমার ভালোলাগেনা।
এরপর উঠে নামার পড়ে ফোন হাতে নিয়ে কিছুটা সময় অনলাইনে থাকতে থাকতে মুক্ত আকাশের নিচে কিছুটা সময় নিজের মতো করে কাটায়। পড়ন্ত বিকেলের সুন্দর আকাশ ও আস্তে আস্তে দিনের আলো থেকে অন্ধকার নেমে আসার দৃশ্যটা নিজের মতো করে উপভোগ করতে থাকি। এরই মধ্যে মাগরিবের নামাজ শেষ করে কিছু একটা খেয়ে লেপটপ নিয়ে অনলাইনের বেশ কিছু কাজ করি আর এভাবেই চলে যায় আমার সারাদিনের অনেক বড় একটা অংশ। এশার পর রাতের খাবার শেষ করে ফোনে কিংবা লেপটপে থাকি। মাঝে মাঝে নিজের কোনো কাজ থাকলে কিংবা ঘরের কোনো কাজ থাকলে সেটাও শেষ করি।
এরপর নিজের বিছানায় বসে অনলাইনে কাজ থাকলে সেটা করি কিংবা কোনোদিন মুভি, নাটক কিংবা ইসলামিক কিছু ভিডিও দেখি আর এভাবেই রাত প্রায় বারোটা কোনোদিন একটাও বেজে যায়। যদিও আরো আগে ঘুমানোর চেষ্টা করি তবে কোনো দিন ঘুম একটু আগে আসলেও আবার কোনোদিন আসেনা। আর এভাবেই আমার সারাদিনের সময় গুলো খুব দ্রুত চলে যায়।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_

আপনার সারাদিনের গল্প পড়ে বেশ ভাল লাগলো আপু। আমিও আপনার মত মোবাইলে এলার্ম দেই।ছেলেকে নিয়ে ৭.৩০ টায় স্কুলে যেতে হয়, তাই ৬ টায় উঠি।এখন এমন হয়েছে এলার্ম ছাড়াই উঠে যাই।আর বন্ধের দিনেও ঘুম হয়না,এমন অভ্যাস হয়ে গেছে। 😂 খুব ভাল লাগলো পোস্টটি পড়ে।
সারাদিনের ব্যস্ত তম দিনগুলি তো বেশ সুন্দর করে উপস্থাপনা করলেন ৷ আসলে ব্যক্তি জীবনে সবারই সারাদিন নানা কর্মকাণ্ডে কেটে যায় ৷ আর আপনার মতো আমিও এলার্ম দিয়ে রাখি নয়তো অলসতা করতে করতে উঠতে দেরি হয়ে ৷ কোনো দিন মা বকা খেয়ে উঠতে হয়৷ যা হোক ভালো সারাদিনের আপনার করা কাজ গুলো ৷
আসলে আমাদের মেয়েদের জীবনে কাজের শেষ নেই। সকাল থেকে যে শুরু হয় রাত অব্দি চলে। আর অবসর বলতে এই একটু মোবাইল ফোন ঘাটাঘাটি। আপু আপনার সারা দিনের কাজকর্ম সম্পর্কে এত সুন্দর ভাবে বর্ণনা করেছেন পড়ে অনেক ভালো লাগলো। আমি তো এলাম বন্ধ করে আবার ঘুমাই আপু 😅।
আপনার সারাদিনের রুটিন শুনে ভালো লাগলো। ফজরের নামাজ আদায় করতে পারলে ভেতরে আলাদা একটা প্রশান্তি অনুভব হয়। তবে বিকেলে ঘুমানোর অভ্যাস কিছুটা সমস্যার কারন হতে পারে। আর রাতে যদি আর একটু আগে ঘুমানোর অভ্যাস গড়ে তোলা যায় তাহলে এটা শরীরের জন্য উপকার হবে।
ধন্যবাদ আপু সারাদিনের কাজগুলোর বিস্তারিত তুলে ধরার জন্য।
দোয়া রইল আপু।
আপনার সারাদিনের গল্পটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি মনে করি সবাই সবার জায়গা থেকে অনেক ব্যস্ত সময় পার করছে আপু। সকালের ঠান্ডা ফ্রেস বাতাসটা সবার কাছে বেশ ভালো লাগে আপু। আমি মনে করি আমার বাংলা ব্লগের প্রত্যেক ইউজার অনলাইনের বেশ কিছু কাজ করে আর এভাবেই চলে যায় সারাদিনের অনেক বড় একটা অংশের সময়। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
খুবই ব্যস্ততম দিন অতিবাহিত করেন আপনি। তবে ঘুম থেকে উঠে গরম গরম এক কাপ চায়ের সাথে বিস্কুট খাওয়ার বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ এই অভ্যাসটি আমারও আছে কিন্তু আমি খুবই সকাল সকাল ঘুম থেকে উঠি। আর রাতে ঘুমাতো যায় খুবই সকাল সকাল। বেশিরভাগ দিন রাত দশটার উপরে যায় না।
আমারও আপনার মতো অ্যালার্ম না বাজলে সকালে ঘুম ভাঙ্গে না। আমারও বিকেলের একটু সময় না ঘুমালে সন্ধ্যা থেকে অনেক খারাপ লাগে। আপনার সারাদিনের রুটিন জেনে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে আপনার সারাদিন শেয়ার করার জন্য।