মহারোদ্দুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পর্ব-৪২

in #life7 years ago

মধুসূদনের প্রায় সমগ্র সৃষ্টি হিন্দু পুরাণ আশ্রিত। তিনি কখনও নামে শ্রী ব্যবহার করেছেন, তার অর্থ এই নয় যে, তিনি হিন্দুধর্মের আবর্তে শেষ পর্যন্ত আবর্তিত হয়েছেন। তিনি বাঙালি, বাঙালির চিরায়ত ঐতিহ্য-পুরাণকে তিনি আত্নস্থ করেছেন। উপমহাদেশের এমন কি পৃথিবীর অন্যতম দুটো মহাকাব্য রামায়ণ, মহাভারতের লোক পুরাণকে তিনি পরিহার করবেন কি করে? মহাকাব্য রচনার মতো সমস্ত উপাদানই যে এর ভেতর নিহিত! মধুসূদন হিন্দু পুরাণকে সাহিত্যে স্থান দিলেও, সর্বপ্রথম তাঁর হাতেই আমাদের সাহিত্য দেবনির্ভরতা থেকে মুক্ত হয়ে মানব নির্ভরতায় আশ্রিত হয়েছে।

মধুসূদন দত্ত বলেছে আমি মনুষ্য-নির্মিত গির্জার সংস্রব গ্রাহ্য করি না, আমার কাহারও সাহায্যের প্রয়োজন নেই।