Being self-respect is most important.

in #life8 years ago

মানুষের মধ্যে আত্মসন্মানবোধ থাকাটা সব থেকে গুরুত্বপূর্ণ। একজন আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ কখনও নিজের আদর্শের সাথে আপোষ করে না। যে তোমার সবথেকে কাছের কিংবা সবচেয়ে যাকে ভালবাসো কিংবা যার উপর তুমি মানসিকভাবে নির্ভরশীল সেও যদি তোমার সৎ উদ্দ্যেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে, বারবার অপমান করে এবং তোমার আদর্শের সাথে আপোষ করতে বলে নয়তো ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় তবে মনে রেখ দিজ ইজ হাই টাইম টু টেক দ্যা রাইট ডিসিশান।


( Image source pixabay.com)

এমন লোকের সাথে বাকি জীবন কাটানোর চাইতে যত দ্রুত সম্ভব এই সম্পর্ক থেকে বের হয়ে আসা জরুরী। হুম হয়তো কষ্ট হবে, কারণ স্মৃতি জিনিসটা তো এমন না যে কম্পিউটারের ডিলিট বাটন ক্লিক করলাম আর ডিলিট হয়ে গেল। তবে বাকি জীবন পঁচতানোর থেকে এই সাময়িক কষ্ট মেনে নিয়ে সামনে আগানোই বুদ্ধিমানের কাজ।জীবন কারও জন্য থেমে থাকে না। সময়ের সাথেসাথে সব কষ্টই ফিকে হয়ে যায়, সব ক্ষতই একদিন শুকায়। আমার মনে হয় এমন কারও সাথেই জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়া উচিত যে তোমার আদর্শকে সন্মান দিতে জানবে, তোমাকে একজন মানুষ হিসেবে পূর্ণ সন্মান করবে।

Sort:  

You got a 1.77% upvote from @postpromoter courtesy of @fitlifefashion!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!