পরিছন্নতা কর্মী
হ্যালো ভাই ও বোনেরা
আপনাদের মাঝে আমি পরিছন্নতা কর্মীর কথা বলবো।পরিছন্নতা কর্মী কত কষ্ট করে আমাদের আশেপাশের সমস্ত পরিবেশ পরিষ্কার করে রাখে। রাস্তাঘাট অফিস আদালত হাট- বাজার, রেল স্টেশন বাস টার্মিনাল থেকে শুরু করে আমাদের আশেপাশের সমস্ত পরিবেশকে সাজিয়ে গুছিয়ে রাখতে পরিচ্ছন্নতা কর্মীর ভূমিকা অপরিসীম । আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ, আর এই পরিবেশ সাজিয়ে গুছিয়ে রাখে, সে হচ্ছে প্রকৃত হিরো। তাদেরকে আমরা পরিছন্নতা কর্মী বলে থাকি। তারা অনেক কষ্ট করে তাদের জীবন জীবিকা পরিচালনা করে। সামান্য কিছু বেতনে চলে তাদের জীবন সংসার। রাস্তাঘাটের গন্ধ মাখা আবর্জনা পরিষ্কার করে হয়ে ওঠে তারা আসল হিরো। অথচ তারা প্রাপ্য সম্মানটুকু পায় না। সবাই এদের ঘৃণা করে, কিন্তু এরা না থাকলে চারপাশ গন্ধময় হয়ে যেতো। সেটা কেউ একবারের জন্য চিন্তা করে না। অনেকে এদের ময়লা আলা বলে ডাকে। কিন্তু এটা ঠিক নয় তাদের একটি নাম রয়েছে, তাদের নাম দিয়ে ডাকেন। দেখবেন কতটা খুশি হয় তারা। সব সময় দোয়া করি ভাল থাকুক এ সব মানুষেরা। এদের মনে কষ্ট দিয়ে কেউ কখনো কথা বলবেন না। কারণ এরাও মানুষ। সবাই ভাল থাকবেন।