কুমিরsteemCreated with Sketch.

in #lifelast year

আমরা কম বেশি সবাই কুমির দেখেছি। আমাদের রংপুর চিড়িয়াখানায় দুইটি কুমির রয়েছে। কুমির সাধারণত নদীতে থাকে। লোনা পানির কুমিরগুলা বিপদজনক হয়ে থাকে এরা অনেক হিংস্র হয়ে থাকে। আমাদের দেশে কুমিরের মাংস খায় না কিন্তু বিশ্বে কুমিরের মাংস খাওয়া হয়। বিভিন্ন দেশে কুমিরের মাংস বাজারে বিক্রি করা হয়। কুমিরের মাংস খাওয়ার জন্য বিভিন্ন দেশে কুমিরের চাষ করা হয়। কুমিরের মাংস নাকি অনেক সুস্বাদু হয়ে থাকে। যারা কুমিরের মাংস পছন্দ করেন তারা বাজার থেকে কুমির কিনে এনে খায়। কুমিরের মাংস কেমন লাগে আমার জানা নেই কারণ আমি কখনো কোনদিন খাই নি। আমি কখনো নদীতে বা পুকুরে কুমির দেখিনি আমি জীবনে প্রথম চিড়িয়াখানায় গিয়ে কুমির দেখেছিলাম। পনির নদী এবং গভীর জলাশয়ে থেকে থাকে। পানিতে কুমির বেশিদিন বাঁচতে পারে না। কুমির একাকী থাকতে পারে না। একটা প্রাণীর জন্য সঙ্গিনী প্রয়োজন। বংশ বিস্তার করার জন্য প্রত্যেকটি প্রাণী সঙ্গে প্রয়োজন। এতে কুমিরের ওজন ১০০ থেকে ১০০০ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। ছোট বাচ্চা কুমির কিছুটা গুই সাপের মতো দেখতে। ঘুমিয়ে ছোট অবস্থায় কুমিরের বাচ্চা যে কোন সাপ খেয়ে থাকে। বাচ্চা থেকে পূর্ণবয়স্ক হতে একটি কুমিরকে তিন থেকে চার বছর হতে হয়। একটি কুমির ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কুমিরের গায়ের রং ধূসর বন্ধের হয়ে থাকে। কুমিরের ধারালো দাঁত থাকে। কুমিরের হাত নেই বলে তারা খুঁজে প্রাণীর ঘরে থাকে তাকে সে ঘুরায় পেচায় খেয়ে ফেলে।


Pixabay

New to Steemit?