দায়িত্ব, সময় ও মানুষের পরিবর্তন।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন।
মানুষের জীবনটা এক অদ্ভুত পরিবর্তনের পথ। ছোটবেলায় আমরা অনেক বেশি জেদি, একরোখা হয়। নিজের ইচ্ছেটাকেই সবচেয়ে বড় মনে করি। তখন পৃথিবীটাকে অনেক ছোট, নিজের খেলনা আর রঙিন মনে হতো। নিজের ভালো লাগা আর নিজের আবদারের মধ্যেই সীমাবদ্ধ মনে করতাম। কেউ কোন কিছুতে না বললে মনে হয়, কান্না করে ভাসিয়ে দিতাম, অনেক অভিমান করতাম। কারণ তখন দায়িত্ব নামের শব্দটা আমাদের অভিধানে থাকেে না। আমরা শুধু চাই, আমাদের ইচ্ছা পূরণ হোক। এ সময়টায় মানুষ ঠিক মানুষ হয়ে ওঠে না বরং মানুষ হওয়ার প্রস্তুতি নিতে থাকে।
কিন্তু বয়স যত বাড়ে, জীবনের হিসাব-নিকাশ পাল্টে যেতে থাকে। যখন কাঁধে দায়িত্ব নামে, তখনই বোঝা যায় জীবনের আসল রূপটা কী। তখন বুঝতে পারি, মানুষ হওয়া মানেই শুধু নিজের ইচ্ছা পূরণ নয় বরং অন্যের জন্য নিজেকে বদলে নেওয়া, ত্যাগ করা, এবং মেনে নেওয়া। ছোটবেলায় যে জেদ ছিল, তা ধীরে ধীরে জায়গা ছাড়তে থাকে সেক্রিফাইসের কাছে। তখন ধীরে ধীরে সেক্রিফাইস নামের শব্দটির সাথে আমাদের পরিচয় ঘটে।
দায়িত্বের সঙ্গে সঙ্গে জীবনযাত্রাও বদলে যায়। আগে যেখানে প্রতি মাসে বা দুই মাস পর পর নতুন কাপড়, জুতা, মোবাইল বা ছোটখাটো শখের জিনিস কিনতাম, ঘুরতে যেতাম, দায়িত্ব এসে পড়লে সেসব বিলাসিতা হারিয়ে যায়। তখন নিজের জন্য কেনাকাটার সময় বছরে একবারও আসে না। কেউ কেউ দুই-তিন বছরেও নিজের জন্য কিছু কিনতে পারে না। কারণ তখন পরিবারের চাহিদা, সন্তানের ভবিষ্যৎ, বাসার খরচ, ও নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোই জীবনের বড় অংশ দখল করে নেয়।
এই সেক্রিফাইস বা ত্যাগের চর্চাটা এতটাই গভীর হয়ে যায় যে মানুষ নিজেকে সেকেলে মনে করে, উপেক্ষিত মনে করে, কখনো কখনো মনেই হয় জীবনটা কি শুধু দায়িত্বের মধ্যেই হারিয়ে যাবে? কিন্তু করার কিছু থাকে না। শহরের অলিগলিতে এমন হাজারো মানুষ আছে যারা প্রতিদিন নিজের স্বপ্ন গুটিয়ে রেখে পরিবারের জন্য সংগ্রাম করছে। বাইরে থেকে তাদের দেখে বোঝা যায় না, কিন্তু ভেতরে তারা কত ঝড় সামাল দিয়ে চলছে শুধু দায়িত্বের কারণে। এ বিষয়গুলো দেখা যায় না কিন্তু অনুভব করে বুঝে নিতে হয়। মানুষের চেহারা অনেক কিছু বলে দেয়।
অনেকেই ভোরে বের হয়, রাত করে বাসায় ফেরে। সারাদিন শুধু ভাবে কখন দিন যাবে, রাত আসবে আবার কখন রাত যাবে, নতুন দিন আসবে। তাদের মনে হয়, সময় যেন শুধু ঘুরছে, কিন্তু অবস্থার কোন পরিবর্তন হচ্ছে না। হাজার চেষ্টা করেও অর্থনৈতিক বা সামাজিক অবস্থার উন্নতি হয় না। কিন্তু তবুও তারা থেমে যায় না। কারণ দায়িত্ব পালনের কঠিন সংকল্পই মানুষকে সবসময় এগিয়ে নিয়ে যায়, যতই কষ্ট হোক।
পৃথিবীটা কোটি কোটি মানুষের সমন্বয়ে তৈরি, আর প্রতিটি মানুষের কাছে পৃথিবীর ব্যাখ্যা আলাদা। কারো কাছে পৃথিবী মানে স্বাধীনতা, কারো কাছে সংগ্রাম, কারো কাছে দায়িত্বের বোঝা। কেউ দায়িত্বকে ভালোবাসা দিয়ে মেনে নেয়, কেউ বোঝা ভেবে টেনে নিয়ে যায়। তবে শেষে সবাই এক কথায় একমত জীবন মানেই পরিবর্তন, মানিয়ে চলা এবং প্রয়োজন হলে নিজেকে ত্যাগ করা।
মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে জেদ কমে যায়, তা হয়তো খারাপের জন্য নয় বরং জীবনকে বুঝতে শেখার জন্য। ত্যাগ মানুষকে ছোট করে না বরং তার ভেতরে লুকিয়ে থাকা মানবিকতাটাকে আরও বড় করে তোলে। যারা নিরবে দায়িত্ব পালন করে যায়, তারাই হয়তো প্রকৃত অর্থে জীবনকে স্পর্শ করতে পারে। কারণ জীবন মানে শুধু নিজের জন্য বাঁচা নয় বরং চারপাশের মানুষের মুখে হাসি ফোটানো।
শেষ পর্যন্ত মানুষ তখনই সত্যিকার অর্থে মানুষ হয়ে ওঠে, যখন সে নিজের ইচ্ছার চেয়ে অন্যের প্রয়োজনকে বড় করে দেখতে শেখে। দায়িত্বের কঠিন পথটা হয়তো কষ্টের, কিন্তু এই পথেই রয়েছে মানুষের আসল শক্তি, আসল সৌন্দর্য, আর আসল মানুষ হয়ে ওঠার গল্প। এই গল্প অনেক মানুষ শুরু করে কিন্তু কখন শেষ হবে কেউ জানে না।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server


















এটা একটা চরম সত্যি কথা যে মানুষ যখন আস্তে আস্তে বড় হতে থাকে তার কাঁধে অনেক দায়িত্ব পড়ে যায়। তখন মনে নানান রকম টেনশন করে। পরিবারের টেনশন সংসারে টেনশন। মানুষ আসলে ছোটবেলায় একরকম থাকে বড় হয়ে দায়িত্বের চাপে অন্যরকম হয়ে যায়। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।