লাইফ জ্যাকেট দিয়ে বাচ্চাদের সাঁতার শিখানো
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
লাইফ জ্যাকেট দিয়ে বাচ্চাদের সাঁতার শিখানো
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে এখনকার বেশির ভাগ বাচ্চারা চার দেওয়ালে বন্ধী থাকে। তারা নদী বা পুকুরে গোসল করতে যেতে পারে না বলেই চলে। আসলে সব জায়গায় নদী বা পুকুর নেই। তবে আমরা যারা গ্রাম থাকি তাদের কিন্তু অনেক সুবিধা থাকে। আসলে বর্তমান গ্রাম ও শহরের মতো। কোন বাচ্চারা বাইরে গোসল করে না।তবে আমাদের বাড়ির পাশেই নদী আর নদীতে এখন কোন স্রোত নেই তাই ভাবলাম বাচ্চাদের একটু সাঁতার শিখায়। আসলে আমার মেয়ে দুটি অন্য বাচ্চাদের মতো নয় বলেই চলে। তারা সব কিছুতেই ভয় পায়।

আমরা গিয়ে দেখি অনেক নদীতে অনেক বাচ্চারা গোসল করছে। আসলে এরা একা একাই নদীতে গোসল করতে যায়। কিন্তু আমার বাচ্চাদের সাথে নিয়ে যেতে হয়। আমি গিয়ে কাছে বসে থাকি, তারপরে ও বাচ্চারা ভয় পায়। আসলে আমার মনে হয় যার বাচ্চা যত আদর করে তারা বেশি পেয়ে বসে। আসলে আমার মেয়ের সমবয়সী অনেকেই অনেক কিছু করে কিন্তু তাকে এখনো আমাকে খাওয়া দিতে হয়।সত্যি বলতে বয়সের তুলনায় বুদ্ধি অনেক কম।


যাইহোক বাচ্চাদের দেখে তারা দুই বোন লাইফ জ্যাকেট পরে নেমে গিয়েছিল। সত্যি বলতে আমার বড় মেয়ে অনেক ভয় পায় সে দূরে যেতে পারে না বলেই চলে। তবে ছোট জন বেশ দূরে নিজের মতো করে যেতে পারে। যাইহোক আমি দাঁড়িয়ে ছিলাম দুই বোন অনেক আনন্দ করে নদীতে সাঁতার কাটছে।

আবার নদীতে জাল দিয়ে মাছ ধরছে। যদিও দুপুর বেলা জেলে ভাই ছিল না। তবে বাচ্চারা তার জাল ধরে সাঁতার কাটছে। যাইহোক মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে গেলে ভালো মাছ ও পাওয়া যায়। তবে এভাবে সাঁতার কাটতে তারা অনেক আনন্দ অনুভব করে।আসলে আমরা যুগের সাথে সব পরিবর্তন হচ্ছে। যাইহোক এভাবে যেন তারাতাড়ি বাচ্চাদের সাঁতার শিখাতে পারি। সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।






https://x.com/MimiRimi1683671/status/1981718289861497094?t=XXVOFRDGNJzMfmyoJePOlw&s=19