লক্ষ্য নির্ধারণ

ChatGPT Image Nov 14, 2025, 04_19_33 AM.png

Image Created by OpenAI

মানুষের জীবনের সফলতার প্রথম ধাপ হলো লক্ষ্য। কারণ লক্ষ্য না থাকলে কখনো সামনের দিকে অগ্রসর হওয়া যায় না। জীবনে কোনো কিছু পাওয়ার জন্য যদি লক্ষ্য নির্ধারণ করা থাকে, তাহলে সহজেই সেই লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া যায়। কিন্তু যদি আমার কোনো লক্ষ্যই না জানা থাকে, তাহলে কখনো সফলতা পাবো না। উদাহরণস্বরূপ আমি একটা জায়গায় যাবো, ফলে সেই জায়গায় যাওয়ার জন্য যে পথগুলো অতিক্রম করতে হবে, সেগুলোই যদি জানা না থাকে, তাহলে সেই গন্তব্যে পৌঁছাতে পারবো না।

ফলে আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে-সেটা শিক্ষা হোক, কর্মজীবনে হোক বা যেকোনো ক্ষেত্রেই হোক না কেনো, সবকিছুরই একটা সঠিক লক্ষ্য থাকা অতি গুরুত্বপূর্ণ। মূলত এই লক্ষ্য শব্দটা ছোট হলেও এর গভীরতা অনেক। একটি নির্দিষ্ট লক্ষ্য আমাদের জীবনের সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। লক্ষ্য বিষয়টা আমাদের জীবনের এমন একটা হাতিয়ার যে, আমাদের প্রতিদিন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে বেরোলে সেটাকে সহজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

কোনো কাজে লক্ষ্য স্থির থাকলে একদিকে সময় অপচয়ও কম হয় অর্থাৎ সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখায়। কোনকিছুতে মনোযোগ বাড়াতেও সাহায্য করে। আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্যপথ আলাদা আলাদা হয়ে থাকে। ফলে অনেকের এমন কিছু কিছু লক্ষ্যপথ থাকে, যেখানে বাধা আসতে পারে। তবে এই বাধাকে একটা শিক্ষা হিসেবে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। কারণ ধৌর্য ধরে শেষ পর্যন্ত চেষ্টা করলে তবেই লক্ষ্য পূরণ করা সম্ভব।