গ্রাম ছেড়ে ঢাকা শহরের উদ্দেশ্যে।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৬ ই অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি বাড়ি থেকে ঢাকাতে এসেছি সেই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।
পূজার ছুটিতে আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাকে ভীষণ আনন্দ দেয়। শহরের ব্যস্ততা থেকে দূরে থাকতে পারা এক ধরনের স্বস্তি দেয় যা শহরে পাওয়া যায় না।
গ্রামে অনেক দিন কাটানোর পর ঢাকায় ফিরে আসতে মনটা চাইছিল না। তবে লেখাপড়ার কারণে শেষ পর্যন্ত ঢাকায় আসতেই হলো। কয়েকদিন আগে আমি ঠিক করেছিলাম কখন ঢাকায় আসব, তাই আজকের সকালে ঘুম থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে রওনা দিই।
সকাল সাড়ে ছয়টার দিকে বাইক চালানো সত্যিই আনন্দদায়ক ছিল। সকালে বাতাস, রাস্তা আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাত্রা আরও মধুর হয়ে ওঠে। তবে বাড়ি থেকে ঢাকায় আসার দিন মনটা একটু খারাপ থাকতেই হয়।
রওনা দেয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যে আমি পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছাই। নদী পার হওয়া এবং ফেরিতে ভেসে আসা এক অন্যরকম অনুভূতি। নদীর নীরব স্রোত এবং চারপাশের সবুজ পরিবেশ সত্যিই মনকে শান্তি দেয়।
প্রায় ১১টার মধ্যে আমি ঢাকায় আমার বাসায় পৌঁছাই। সুস্থ এবং নিরাপদে বাসায় পৌঁছানোর আনন্দ আলাদা। গ্রামের সৌন্দর্য আর শহরের ব্যস্ত জীবনের মধ্যে এই যাত্রা আমাকে নতুন অনুভূতি দেয়। যদি কখনো সম্ভব হয়, সারাজীবন গ্রামে থাকা আমার স্বপ্নের পথ।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৬ ই অক্টোবর ২০২৫ খ্রিঃ
লোকেশন: ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon












Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1979044429097812221?t=4jIy9a7_GabT0nNs45eKWQ&s=19
https://x.com/aongkonbd/status/1979043704850538949?t=RVIWsLsV_OgTb0m7mCdzWQ&s=19
@aongkon, what a fantastic post! Your vibrant photography really captures the essence of everyday life, and it's a joy to see your world through your lens. I especially love how you've woven in details about your equipment and location, adding a layer of depth to your storytelling.
It's clear you're passionate about the "Amar Bangla Blog" community, and your dedication to sharing creative content is truly inspiring. Keep up the excellent work, and I look forward to seeing more of your posts! What inspires you most about sharing your photography on the Steemit platform? I'm sure many others are curious too!