জীবনের গল্প || সমাধানের আসল রহস্য যেখানে

in আমার বাংলা ব্লগ4 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতার আড়ালে অস্থিরতাগুলোকে ঢেকে রাখার চেষ্টা করছি। অবশ্য শীতের সিজনে এটা আমার জন্য একদমই সহজ, কারণ অস্থিরতাগুলো বের হয়ে আসার সুযোগ খুব একটা পায় না, কারণ একদিন পর পর গোসল করি তো, হা হা হা। একটু মজা করলাম আরকি। অন্য কিছু মনে করিয়েন না আবার, গরমের সিজনে মাঝে মাঝে দুইবার করে গোসল করতাম তো, তাই বেশী হয়ে যাওয়া দিনগুলোকে এখন সমান করে নিচ্ছি হি হি হি।

মূল কথায় ফিরে আসি, আমাদের জীবনে পরস্পর সমস্যাগুলো যেমন একই রকম হয় না, ঠিক তেমনি আবার সমাধানগুলোও একইভাবে আসে না। অবশ্য ব্যক্তি যেমন ভিন্ন ঠিক তেমনি আমাদের সমস্যাগুলোও ভিন্ন। তবে মাঝে মাঝে সমস্যাগুলো একই ধরণেরও হয়ে থাকে। তাই প্রশ্ন আসতে পারে তখন কি একই ধরণের পদ্ধতিতে সেটা সমাধানযোগ্য? আমরা বাস্তব জীবনে দেখে থাকি, রাষ্ট্র বা সমাজের একই ধরণের সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করা হয়, ভিন্ন ভিন্ন সংস্থায় যাতায়াত করা হয়, অভিজ্ঞতাগুলোকে ভাগ করে নেয়ার জন্য।

question-mark-5213397_1280.jpg

যাতে তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমাদের সমস্যাগুলোকে খুব সহজেই সমাধান করতে পারি। এখন এই বিষয়ের অতীত রেকর্ড কি বলে, সেটা যদি আমরা একটু যাচাই করি তাহলে পুরো বিষয়টি পরিস্কার হয়ে যাবে আমাদের কাছে। অতীত রেকর্ড অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রে অন্যের দেয়া ধার করা সমাধান সঠিকভাবে কাজ করে না। কারণ অবস্থান ও সংস্কৃতির ভিন্নতা আমরা কখনো বিবেচনায় আনি না। আমার এলাকার সমস্যা আর ইতালির একটা শহরের সমস্যা হয়তো একই ধরণের কিন্তু সেটার সমাধান একই পদ্ধতিতে আসবে না, আসতে পারে না।

কারণ তাদের সেই শহরের মানুষদের মানসিকতা এবং সংস্কৃতি এক ধরণের আর আমার শহরের মানুষদের মানসিকতা এবং সংস্কৃতি ভিন্ন ধরণের। সুতরাং জোর করে তাদের পদ্ধতিটি যদি চাপিয়ে দেয়ার চেষ্টা করি তাহলে সেখান হতে কখনোই সুখকর কিছু আসবে না। অভিজ্ঞতা দিয়ে সব কিছু হয় না, বরং সঠিক মানসিকতার উপস্থিতি জরুরী, আপনি কিংবা আমি যেখানে আছি, সে সংস্কৃতির মাঝে রয়েছি, আপনার আর আমার মাঝে যে মানসিকতা বিদ্যমান আছে, সবার আগে সেটাকে বিবেচনায় নিতে হবে এবং তারপর সেমতে সমাধান খোঁজতে হবে।

সুতরাং যে কথাটি আমি এখানে বলতে চেয়েছি সেটা হলো অভিজ্ঞতা কিংবা অন্যের থেকে কিছু ধার করে সব কিছুর সমাধান খোঁজা আদতে বোকামী ছাড়া অন্য কিছু নয়। আমাদের মানসিকতা সব সময় বড় ভূমিকা পালন করে, যে কোন সমস্যার সমাধানের ক্ষেত্রে কিংবা যে কোন বিষয়ে কাংখিত ফলাফলের ক্ষেত্রে। একটা চরম উদাহরণ দেই, আমাদের ট্রাফিক ব্যবস্থায় কত কিছুর সংযোজন করা হয়েছে কিন্ত ফলাফল আগের মতোই রয়ে গেছে শুধুমাত্র আমাদের গাড়ি চালকদের মানসিকতার পরিবর্তন না হওয়ার কারণে, এটাই মুখ্য ভূমিকা পালন করেছে এখানে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png