জীবনের গল্প || বাস্তবতার এপিঠ-ওপিঠ

in আমার বাংলা ব্লগ21 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে শীতের আমেজের সাথে হৃদয়ের দারুণ একটা সংযোগ ধরে রাখার চেষ্টা করছি। যদিও অতি ঠান্ডা কিংবা শৈত্য প্রবাহের একটা ভয় যথারীতি চোখ রাঙানী উপেক্ষা করার চেষ্টা করছি। কারণ কর্মজীবী মানুষদের কোন কিছুই থামাতে পারে না, কারণ শীত কিংবা বর্ষা উভয় অবস্থায় আমাদের অফিস ছুটতে হয়। আর এই কারণেই কিছুটা ভয়ে ভয়ে জীবনকে গতিশীল রাখার চেষ্টা করতে হয়। এখন পর্যন্ত অবশ্য আমি গতিশীল আছি।

দেখুন, আমরা সবাই সফলতাকে কল্পনা করতে পারি কিন্তু সেটাকে সব সময় বাস্তবে রূপ দিতে পারি না। কারণ হলো সব কিছুই আমাদের কাছে নেই, সব কিছুর নিয়ন্ত্রণও আমরা করতে পারি না। হ্যা, আমরা হয়তো সেটার একটা কাংখিত পরিবেশ তৈরী করতে পারি, কিন্তু চূড়ান্ত ফলাফল আমরা তৈরী করতে পারি না। আমাদের মাঝে অনেকেই হয়তো কথা প্রসঙ্গে বলে থাকেন, ভাগ্য তোমার হাতের মুঠোয়, তুমি চাইলেই তোমার ভাগ্যকে বদলাতে পারো। আদৌ কি আমরা আমাদের ভাগ্যকে হাতের মুঠোয় নিয়ে ঘুরি, আমরা চাইলেই কিন্তু আমাদের ভাগ্যের চাকাকে গতিশীল করতে পারি?

silhouettes-812125_1280.jpg

এমন প্রশ্নগুলো আমার মাঝে ভীষণভাবে ঘুরতে থাকে আর ঘুরতে ঘুরতে মাঝে মাঝে আমাকেও ঘুরিয়ে দেয় হি হি হি। একটা সময় আমিও আপনাদের মতো সুন্দর স্বপ্ন দেখতাম, স্বপ্নের গভীরতায় হারিয়ে যেতাম। আহ! কত সুন্দর ছিলো সেই স্বপ্নগুলো, কতটা আনন্দময় ছিলো সেই স্বপ্নের অনুভূতিগুলো, কিন্তু এখন বাস্তবতা ভিন্ন! আপনি চেষ্টা করুন, যত বেশী ধারাবাহিকতা বজায় রাখুন, এই সমাজে এবং এই বাস্তবতায় নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারবেন না। কারণ আপনাকে কারো না কারো সহযোগিতায় কিংবা ছায়ায় থাকতে হবে।

আসলে বাস্তবতা পাল্টে গেছে, তার সাথে সাথে পাল্টে গেছে মানুষের মানসিকতা, তাই আজকাল বিনা স্বার্থে কেউ কাউকে সহযোগিতা করতে প্রস্তুত নয়। আপনি যতই চেষ্টা করুন না কেন, এই পরিবেশে থেকে আপনি একা একা উপরের দিকে যেতে পারবেন না। আপনি একটু সফল হলেও পর মুহুর্তে আপনাকে আপনার চারজন টেনে নামিয়ে দিবে, অথবা পরিবেশটা এমন করবে যাতে আপনি সেখান হতে পিছু হাঁটতে বাধ্য হন। আমার বাস্তব জীবনে আমি এমন অনেক উদাহরণ দিতে পারবো। আপনি শুনলে নিজেও হয়তো অবাক হবেন কিন্তু বাস্তবতা অস্বীকার করতে পারবেন না।

তাহলে বলতে পারেন, মানুষ কি একা একা সফল হচ্ছেন না? অবশ্যই হচ্ছেন, দুই একটা হয়তো বাস্তবতার বাহিরে গিয়েও সফল হয়েছেন। কিন্তু আপনি কিংবা আমি কি সেই অবস্থানে আছি, আমাদের কি সেই কাংখিত যোগ্যতা আছে? আমি অন্তত পারি নাই, নিজের অবস্থান ধরে রাখার কিন্তু ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে নিজের সফলতা নিশ্চিত করার। কারণ আমার হাতে সেই ভাগ্য বদলানোর কলম কিংবা মেশিন কোনটাই নেই। তবে আমি হতাশ হয়ে থেমে যাইনি, গতিশীল থাকার চেষ্টা এখনো করে যাচ্ছি।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png