জীবনের গল্প || মানুষ হতে হবে সবার আগে

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শীতের উষ্ণতার অনুভূতি নিয়ে হৃদয়ের চঞ্চলতা দারুণভাবে ধরে রাখার চেষ্টা করছি। যদিও চারপাশের নানা ঘটনাবলী নিদারুণভাবে হৃদয়ের চঞ্চলতা দূর করে দিচ্ছে, তাই স্বাভাবিকভাবেই চঞ্চলতা ধরে রাখাটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। এমনিতে পত্রিকার নিউজগুলো আজকাল আমাদের আর অবাক করে না, কারণ ভালো কোন খবর না থাকাটা এখন একটা নিয়ম হয়ে গেছে। তবুও মাঝে মাঝে একটু পত্রিকার পাতা ঘেটে দেখি যদি ভালো কোন খবর পাওয়া যায়, যদি একটু অনুপ্রেরণার ছোঁয়া পাওয়া যায়।

কিন্তু জানেন তো, সময়ের সাথে সাথে আমাদের হৃদয়ের মাঝে থাকা মানবিকগুণগুলো শুকিয়ে গেছে, আমরা কেন জানি পাষাণ হয়ে গেছি। সম্পর্কগুলোর প্রতি যেমন আমরা অন্যায় করি ঠিক তেমনি আমাদের চারপাশে থাকা পশুপ্রাণীগুলোর প্রতিও অন্যায় করি, বিবেকবোধ এখন আর কাজ করে না আমাদের মস্তিস্কে। তেমন একটা নিউজ পুরো দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে, যদিও অনেকেই সেটা নিয়ে আবার অতিরঞ্জিত করার চেষ্টা করছেন। এটা আমাদের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, সবাই যেটা ভালো বলবে, অনেকেই সেটার বিপরীতে দাঁড়িয়ে সেটাকে খারাপ বলতে কুণ্ঠবোধ করবে না।

umbrella-1588167_1280.jpg

আমি এর আগেও বিস্তারিত শেয়ার করেছিলাম, গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তারপর বাড়িতে ফিরে এসে দেখি একটা কুকুর ফাঁকা বাড়ি পেয়ে সাতটা বাচ্চা নিয়ে বেশ সময় কাটাচ্ছে। আমি সেগুলোকে বের করে দিই নাই বরং আমার মায়ের পরামর্শ মতো তাদের তিন টাইম খাওয়া দিয়েছিলাম। সকালে খাবার দিয়ে যেতাম আবার রাতে ফিরে দুপুরে খাওয়া দেয়া হয়েছে কিনা সেটাও জিজ্ঞেস করতাম। সামান্য এতটুকু যদি করতে না পারি তাহলে মানুষ হিসেবে কিংবা আশরাফুল মাখলুকাত হিসেবে গর্ব করবো কিভাবে? এবার আসি মূল প্রসঙ্গে, পত্রিকার যেটা বেশ আলোচিত হচ্ছে, ভয়ে কুকুরের বাচ্চাগুলোকে বস্তায় ভরে পানিতে ফেলে মেরে ফেলার ঘটনা।

এটা হয়তো ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন, আবার ফেসবুকে সেটা ভিডিও দেখেছেন অনেকেই। আঘাতপ্রাপ্ত না হলে কোন প্রাণীই মানুষের উপর আক্রমনাত্মক হয়ে উঠে না। এটার প্রমান আমি নিজে, আমার বাড়িতেও কুকুর বাচ্চা ফুটিয়েছিলো, আমি নিজে তাকে খাবার দিয়েছি, একদম প্রভুভক্তের মতো খাবারগুলো খেয়েছে। একদিন খাবার দিয়ে আমার বউ ধমক দিয়েছিলো তারপর সেদিন সেই খাবারগুলো আর খায়ই না সেই কুকুর। এটা তাদের বৈশিষ্ট্য, কিন্তু আমরা বিবেক সম্পন্ন মানুষ হয়েও সেটাকে বুঝতে পারি না, বরং অন্যায়ভাবে তাদের উপর জুলুম করি।

আমি নিজেকে জাহির করার জন্য ঘটনাটি বলেছি তাই নয় কিন্তু বরং একটা উদাহরণ দেয়ার চেষ্টা করেছি মাত্র। আমরা সবই পারি কিন্তু একটু মানবিক হতে পারি না, আমাদের হৃদয় আছে কিন্তু সেখানে মানবিকতা নেই। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায় কিন্তু সেই তুলনায় মানুষ বোধহয় একটু বেশী পাল্টে যায়, মানুষের মমতা কিংবা মানবিকতার দিকটা বোধহয় একটু দ্রুত শুকিয়ে যায়। পরিবর্তন জরুরী কিন্তু সেখানে যদি মানবিকতা না থাকে তাহলে মানুষ হিসেবে আর টিকে থাকতে পারবো না, হয়তো ভিন্ন কিছু হয়ে যাবো। আশা করছি অনুভূতিগুলো বুঝতে পেরেছেন।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png