জীবনের গল্প || সুস্থতা অসম্ভব হয়ে ‍উঠছে ধীরে ধীরে

in আমার বাংলা ব্লগ27 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং পরিবারের সবাই ভালো আছে। তবে ভাগ্নিকে নিয়ে সেই সমস্যাটা এখনো রয়ে গেছে, আশা করছি সেটাও দ্রুত সমাধান হয়ে যাবে। মানে আশা করতে তো দোষের নেই, যদি না হয় তা পরবর্তীতে দেখা যাবে। তাই বলে নেগেটিভ হওয়া যাবে না বরং পজিটিভ মানসিকতা নিয়ে সব কিছু চিন্তা করতে শিখতে হবে। যদিও এটা শুধুমাত্র কাগজে কলমে সম্ভব বাস্তবে নয়, আর আমরা সেই ক্ষেত্রে একটু বেশী পিছিয়ে কারণ আমরা বাস্তবতাকে আবার সহজে স্বীকার করতে চাই না।

গতকাল অফিসের ম্যানেজার বলেছেন ঠান্ডা নাকি ভালো হচ্ছে না এবং শ্বাসকষ্টও হচ্ছে বেশ। এই রকম সমস্যা আগে ছিলো না কিন্তু এখন বেশ ভোগাচ্ছে। উনার প্রশ্ন ছিলো এই সমস্যায় উনিই বুঝি একাই ভোগতেছেন। কিন্তু পরবর্তীতে যখন আমি বললাম এবং দেখিয়ে দিলাম সেখানেই আরো কয়েকজন একই সমস্যায় ভোগছেন, পুরো দেশের অধিকাংশ মানুষই এখন এই সমস্যায় জর্জরিত। কারণ পরিবেশ দূষণ এবং চারপাশের দুষণে দূষিত হয়ে গেছে সব। তাই চাইলেও আজকাল আমরা কেউ সুস্থ থাকতে পারছি না আর সেটা সম্ভবও না।

girl-8435339_1280.png

যখন আপনার চারপাশের পরিবেশ নষ্ট হয়ে যাবে, ঘরে এবং বাহিরে চারপাশে যখন দূষিত পরিবেশ বিড়াজমান থাকবে, তখন আপনি সুস্থতা কিভাবে ধরে রাখবেন? এটা শুধু একটা প্রশ্ন না বরং এখানে গভীর চিন্তার কিছু লুকিয়ে আছে। আমরা যা দেখছি, তা থেকে কিছু বুঝতে পারছি না, আমরা যা শুনছি, তা থেকে কোন পরিবর্তন আনতে পারছি না। তাই আমরা নিজেদের সুন্দর অবস্থান কিভাবে নিশ্চিত করবো, আমরা আমাদের কাংখিত সুস্থতা কিভাবে নিশ্চিত করবো? সেটা কি আদৌ সম্ভব? না, সম্ভব না। আপনি দূষণযুক্ত একটা পরিবেশের মাঝে থেকে কিভাবে সুস্থতা প্রত্যাশা করেন?

আপনি যদি মশার মাঝে থেমে মশারি না টানিয়ে ঘুমাতে যান, সেটা কি সম্ভব হবে? মশাগুলো কি আপনাকে শান্তিতে ঘুমাতে দিবে? মশাগুলো কি আপনাকে দেখে রোজা রাখার নিয়্যত করবে? জ্বী না, এগুলোর কোনটাই তারা হযতো করবে না বরং তারা তাদের স্বভাবজাত কাজটাই করবে এবং আপনার ঘুমের বারোটা বাজিয়ে ছাড়বে, আপনার শরীরের মাঝে হাজারটা ফুটে করে রক্ত শুষে নিবে। এটাকে যেমন কোনভাবেই অস্বীকার করার সুযোগ নেই ঠিক তেমনি দূষিত প্রকৃতি বা পরিবেশের মাঝে থেকে সুস্থ থাকাটাও কোনভাবে সম্ভব না।

সুতরাং এখন সুস্থতা থাকতে পারাটা যেমন বড় একটা নেয়ামত ঠিক তেমনি সেটাকে ধরে রাখার চেষ্টা করাটাও আমাদের দায়িত্ব। আমরা যদি চারপাশের প্রকৃতিকে সুন্দর ও নির্মল রাখতে ব্যর্থ হই তাহলে হয়তো সামনে আমাদের জন্য আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছে এবং তা আমাদের জন্য আরো বড় ভোগন্তির কারণ হয়ে উঠবে। সুতরাং যা করার এখনই করতে হবে, প্রকৃতির সতেজতাকে ধরে রাখার চেষ্টা করতে হবে, তবে সেটাও আন্তরিকতার সাথে করতে হবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png