ফিরে আসুক মানবতার বোধ || Original Photography by @hafizullah
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শীতের শীতলতা ছাপিয়ে হৃদয়ের উষ্ণতাকে ধারণ করে আরো বেশী এ্যাকটিভ এবং কার্যকর থাকার চেষ্টা করছি। তার সাথে সাথে হৃদয়ের গভীরে থাকা মানবতাকেও কিছুটা প্রকাশ করার চেষ্টা করছি। কারণ প্রকৃতির এমন শীতল পরিবেশে হয়তো আপনি-আমি কিছুটা উষ্ণতার আড়ালে চঞ্চল থাকার সুযোগ পাচ্ছি কিন্তু যারা সেই সুযোগটা পাচ্ছেন না তাদের দিকেও আমাদের একটু নজর দিতে হবে, মানবতার সাথে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে।
যদিও আজকাল আমাদের মাঝে সেই দৃশ্যগুলো খুব একটা দেখা যায়, মানুষতো দূরের কথা পশুপাখিদের প্রতিও আমাদের বিরূপ আচরণ বেশ স্পষ্ট। অথচ আমরা মানুষ হিসেবে সবচেয়ে বেশী উদার ও মানবিক হওয়ার কথা ছিলো, কিন্তু আমরা সেই বিষয়গুলোকে আড়ালে রেখে ভিন্ন কিছুর সাথে নিজেদের প্রকাশ করার চেষ্টা করছি। সত্যি সময়ের সাথে সাথে আমাদের মানসিকতার নিদারুণ পরিবর্তন মাঝে মাঝে আমাকের ভীষণভাবে হতাশ করে। হ্যা, সবাই যে একই রকম তা কিন্তু নয়, মাঝে মাঝে কিছু ভালো মানুষের দেখা পাই এবং তাদের নিয়ে ভীষণ পুলকিত হই।
আমাদের অফিসের সামনের সড়কের একদম প্রথম বাড়ির সামনের বাড়তি অংশটুকুতে একটা দৃশ্য দেখে থমকে দাঁড়াই এবং পুরো দৃশ্যটা দেখে ভীষণ প্রশান্তি পাই। অফিসের এক কলিগের সাথেও সেটা নিয়ে আলোচনা করি। কিছুটা অসুস্থ একটা কুকুরকে সেখানে কম্বল এবং বালিশ দিয়ে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। না সেটা পালিত কুকুর ছিলো না সেটা দেখে বেশ বুঝা যাচ্ছিলো। হয়তো কুকুরটা সেখানে ঠান্ডার শীতলতা হতে বাঁচার জন্য এসেছিলো আর তারা সেখানে মানবতা প্রকাশের দারুণ সুযোগটা সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন।
সেটা যেভাবেই হোক, কিংবা যেখানেই হোক হৃদয়ের মানবিক দিকটা প্রকাশ করা উচিত, প্রয়োজনে সেটা গোপনে হোক কিন্তু তারপরও হৃদয়ের প্রশান্তিটাকে ধরে রাখা উচিত। আমরা ছোটবেলায় দেখেছি, বাড়ির শীতের বাড়তি কাপড়গুলো অসহায় ও গরীবদের দিয়ে দিতে, বাড়ির আসে পাশে বয়স্ক কিংবা অসহায় কেউ থাকতে সবাই তাদের খোঁজ খবর নিতো এবং প্রয়োজন মতো না হলেও সাধ্য মতো সহযোগিতা করার চেষ্টা করতেন। এটা বহুবার আমার চোখের সম্মুখে ঘটেছে, আমরা ছোটরাও তখন তাদের পাশে দাঁড়াতাম এবং মুরব্বীদের সহযোগিতা করার চেষ্টা করতাম।
কিন্তু এখন আর সেই দৃশ্যগুলো দেখা যায় না, অসহায় ও গরীবদের পাশে এখন খুব একটা সহযোগিতার মনোভাব নিয়ে মানুষদের এগিয়ে আসতে দেখা যায় না। বরং পয়সাওয়ালাদের কিছু ফটো সেশনের দৃশ্য, সেখানেও অসহায়দের সহযোগিতার নামে কিছুটা প্রহসনের নাটক করা হয়, কারণ যাদের সহযোগিতা দেয়া হয় তাদের বেশীর ভাগই সেটা পাওয়ার উপযুক্ত নয় বরং যে বা যিনি দিচ্ছেন তাদের নিজেদেরেই কিছু লোক। তাই প্রকৃত হকদার বা অসহায়রা সহযাগিতা হতে বঞ্চিত থাকে। এই শীতের শীতল পরিবেশে আমাদের মানবতা উজ্জ্বল থাক, সহযোগিতার মানসিকতা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর মানবতা ফিরে আসুক আমাদের মাঝে।
তারিখঃ জানুয়ারী ০৩, ২০২৬ইং।
লোকেশনঃ সাভার, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
[-]
punicwax (-14)(1)muted 15 days ago
$0.00
Reveal Comment






