আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শীতের শীতলতায় নিজেকে আরো বেশী শীতল ও নির্মল করার চেষ্টা করছি। যদিও পরিবেশ ও প্রকৃতি দুটোই মাঝে মাঝে কেমন জানি বিরূপ হয়ে হয়ে তারপর সব কিছু পাল্টে দেয়। আর আমরা মানুষরা পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ভীষণভাবে প্রভাবিত হয়ে থাকি, এটা আবার আমার ক্ষেত্রে একটু বেশীই কাজ করে। ফলে নিজেকে সুন্দর ও চঞ্চল রাখতে পারাটা অনেক বেশী কঠিন চ্যালেঞ্জ হয়ে যায়।

কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু পরিবেশটা এমন ছিলো না, চারপাশের বিষয়বস্তুও অনেক বেশী অনুকূলে ছিলো। শিক্ষনীয় বিষয়গুলো দারুণভাবে আমাদের প্রভাবিত করতো, মানসিকভাবে শক্ত এবং মানবিক থাকার অনুপ্রেরণা যোগাতো। কিন্তু সময় পাল্টে গেছে, আধুনিকতার মুখোশে সব কিছু ঢেকে গেছে, মানুষ ও তাদের মানসিকতা নিদারুভাবে পাল্টে গেছে। মানবিক বিষয়গুলো এখন অনেক বেশী অমানবিক হয়ে প্রকাশিত হচ্ছে, কেউ কারো কাছে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যায় না, বরং সবাই স্বার্থটাকেই বেশী প্রধান্য দেয়।

snowman-8427120_1280.png

গতকাল আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা একটা সুন্দর পোষ্ট করেছেন, যেটা হয়তো অনেকেই দেখেছেন, যেহেতু পোষ্টটি কমিউনিটির ফিডে পিনডআপ করা আছে। সেটা দারুণভাবে আমাকে শৈশবে ফিরিয়ে নিয়ে গিয়েছিলো। সত্যি আমাদের সময় শিক্ষনীয় কত কিছু ছিলো। যা আমাদের দারুনভাবে অনুপ্রাণীত করতে, দারুণভাবে শিক্ষনীয় কিছু উপস্থাপন করতো। আর এখন যা তা অবস্থা কি আর বলবো। আমরা কচ্ছপ ও খরগোস এর গল্প পড়েছিলাম, যেখানে দারুণ শিক্ষাণীয় কিছু ছিলো, সেগুলো দেখার বিষয়েও আমাদের মাঝে একটা আগ্রহ তৈরী হতো।

আমাদের কবিতাগুলো মানে যেগুলো পড়ানো হতো সেগুলোও ভীষণ ভালো ছিলো, যেমন একটা বলছি, আমি হবো সকাল বেলার পাখি........ আরো একটা ছিলো সকালে উঠিয়া আমি মনে মনে বলি ................ এগুলো শুধু কবিতা ছিলো না বরং কবিতার আড়ালে সুন্দর মানসিকতা নিয়ে বেড়ে উঠার দারুণ সূত্র ছিলো। মানবিক হওয়ার কিংবা সঠিক গুনাবলী নিয়ে বেড়ে উঠার চমৎকার কিছু ছিলো। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, বর্তমান প্রজন্ম কবিতার নামে এসব কি পড়ছে, সেগুলো থেকে তারা কি শিখছে, মানবিকতার কিছু কি সেগুলোর মাঝে আদৌ আছে?

আর স্মার্ট ফোন কিংবা টেলিভিশনে এখন যে সকল কার্টুন দেখে সেগুলো তাদের মানসিকতা সুন্দর করার পরিবর্তে আরো বেশী কঠিন ও আগ্রাসী করে তুলছে, তাদের মানসিকতার বিপথে যাওয়ার ক্ষেত্রে সেগুরো নিদারুণ ভূমিকা পালন করছে। সত্যি পরিবর্তন কাংখিত হওয়ার পরিবর্তে আমাদের জন্য আরো বেশী অনাকাংখিত হয়ে গেছে। মনে যাচ্ছে সেই শৈশবের দিনগুলোতে ফিরে যাই, বাঘ শিয়ালের গল্প পড়ি, কিংবা বটগাছের মতো মানবিক ও উদারতায় হারিয়ে যাই। গল্পে গল্পে সুন্দর মানসিকতার সূত্র খুঁজি, কিংবা ছন্দে ছন্দে ভালো কিছুর সাথে সখ্যতা গড়ে তুলি।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png