জীবনের গল্প || দিনশেষে সততার মূল্য কোথায়?

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির সুন্দর পরিবেশের সাথে হৃদয়ের নির্মলতা ধরে রেখে গতিশীল থাকার চেষ্টা করছি। যদিও বাস্তবতা কিংবা চারপাশের প্রকৃত অবস্থা কখনোই সেটাকে সফল ও সার্থক করতে দেয় না। কারণ আমাদের চারপাশে থাকা মানুষগুলো সব সময় নানাভাবে পরিবেশ ও পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে চায়, নিজেদের বলয়ে পুরো পরিবেশটাকে রাখতে চায়। আর তার জন্য যা যা করার প্রয়োজন তার সবটুকুই তারা আপ্রাণ চেষ্টায় করে থাকেন।

আরো একটা বিষয় আছে এখানে, সেটা হলো আমাদের মানসিকতা। ঐ পরিবেশ ও পরিস্থিতির কারণে সেটাকেও আমরা ঠিক রাখতে পারি না। এই ক্ষেত্রে আরো একটা কথা আমরা প্রায় শুনে থাকি সেটা হলো দিন শেষে সততার কোন মূল্য নেই, ভালো মানুষ হওয়ার কোন প্রচেষ্টাই দিন শেষে সার্থকতা পায় না। আসলেই এই ধরণের কথা কিংবা পরিস্থিতির কারণে কারো মাঝেই ভালো হওয়ার কিংবা সঠিক অবস্থান টিকে থাকার লড়াইয়ে যাওয়ার আগ্রহ থাকে না। হৃদয়ের সঠিক মানসিকতা থাকা সত্বেও সেই পথে এগিয়ে যাওয়ার আবেগটা আর থাকে না।

houseplant-2056357_1280.jpg

কিন্তু আদতে কি সেটা সত্য, বা সত্য হলে কতটুকু সত্য এবং মিথ্যা হলে কতটা মিথ্যা? এই রকম একটা প্রশ্ন আসা স্বাভাবিক। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা এখানে শেয়ার করতে পারি, আর সেই অভিজ্ঞতা দিয়ে এই বিষয়ে একটা মূল্যায়নও দাঁড় করাতে পারি তবে সেটা একান্তই আমরা অভিমত। হ্যা, আপনি যতই চেষ্টা করুন না কেন? দিন শেষে আপনি একা সততার লড়াইয়ে, দিন শেষে আপনি বিধ্বস্ত সঠিক মানসিকতার কারণে। এখানে আপনার পাশে কেউ থাকবে না, কেউ সান্তনা শুনাবে না আপনাকে, বরং সবাই নানাভাবে আপনাকে অস্থির করে তুলবে।

কারণ আমাদের চারপাশে থাকা মানুষগুলো কখনোই চায় না আমরা সততার উপর থাকি, আমরা সঠিক মানসিকতার উপর স্থির থাকি, কারণ তাতে তারা নানাভাবে সুবিধা বঞ্চিত হবেন, এই রকম এটা ভয় তাদের মাঝে থাকে। কিন্তু আপনি যদি অসৎ কিছুর সাথে জড়িয়ে পরেন তাহলে সবচেয়ে বেশী লাভবান হবেন তারা। এই কারণে তারা কখনোই চায় না যে আপনি সঠিক অবস্থানে অটল থাকেন। আমি বাস্তব জীবনে দেখেছি, সঠিক অবস্থানে যারা থাকেন তাদের নিয়ে অফিসের বস নানা প্রশংসার বাণী শুনান ঠিকই, কিন্তু দিন শেষে নানাভাবে তাদের নানা সুবিধা হতে বঞ্চিত রাখেন।

তাহলে এখানে সততার মুল্য কোথায় দেয়া হলো? ঐ যে শুধুমাত্র নানা আয়োজনে নানা প্রশংসার বাণী এতটুকুই আপনার প্রাপ্তি। এটাকে অবশ্য আমাদের সমাজে কোন প্রাপ্তি হিসেবে গণ্য করা হয় না, তাই হয়তো একটা সংকোচিত মনে আপনি সেটাকেও অপ্রাপ্তি হিসেবে গন্য করতে থাকবেন। কিন্তু আপনি যদি মানসিক প্রশান্তিকে প্রাপ্তি হিসেবে গণ্য করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার প্রাপ্তি অনেক, হয়তো সুযোগ সুবিধা হতে বঞ্চিত থাকবেন কিন্তু হৃদয়ের প্রশান্তি এবং মানসিক দিক হতে আপনি ঠিকই বিজয়ী হিসেবে নিজেকে ধরতে পারবেন, বাকিটা আপনাদের বিবেচনায় ছেড়ে দিলাম।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...