জীবনের গল্প || সব স্বাধীনতা জীবন রাঙায় না

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে প্রকৃতির সুন্দর ও ‍স্নিগ্ধতার রূপ দারুণভাবে উপভোগ করছি। অবশ্য প্রকৃতির এমন সুন্দর ও সজীবতার মাঝে বসেও হৃদয়ের অনুভূতিগুলো আরো বেশী ক্রিয়াশীল হয়ে উঠছে, ভাবনাগুলো আরো বেশী সতেজতায় চঞ্চল হয়ে নতুন নতুন জিজ্ঞাসা তৈরী করছে। বাস্তবতা সত্যি এমনই, আমরা যখন একটু অবসর পাই কিংবা একটু নিরিবিলি বসার সুযোগ পাই, তখন হাজার চিন্তা আমাদের সামনে চলে আসে, এড়িয়ে যাওয়া বিষয়গুলো নতুনভাবে চিন্তার উদ্রেক তৈরী করে এবং সেগুলোকে নিয়ে ভাবতে শুরু করে দেই।

মানুষ হিসেবে এটা আমাদের অন্যতম একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, আমরা চাইলেও এই বিষয়টিকে এড়িয়ে যেতে পারি না। একটু অবসর সময় কিংবা একটু বিশ্রাম নেয়ার সুযোগ পেলেই, ভেতরে জমে থাকা কিংবা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া বিষয়গুলো নতুনভাবে উদয় হতে শুরু করে, সেগুলোর সঠিক সমাধান নিয়ে হৃদয় কার্যকর হওয়ার চেষ্টা করে। বাস্তবতা হলো, আমরা চাইলেও যেমন হাজার সমস্যার সমাধান দিতে পারি না ঠিক তেমনি আমরা চাইলেও হাজার সমস্যা হতে পালিয়ে যেতে পারি না, বরং একটা অসহ্যকর পরিস্থিতির মাঝে থেকে যন্ত্রণাগুলোকে আগলে রেখে আমাদের এগিয়ে যেতে হয়।

bird-7411459_1280.jpg

সময়ের গতির সাথে আমাদের জীবনও একটা চঞ্চল ঘড়ির কাঁটার মতো, যেখানে স্পন্দনগুলো আপন গতিতে চলতে থাকে, চিন্তাগুলো আপন সীমানায় উড়তে থাকে এবং অস্থিরতাগুলো ভিন্ন ভিন্নভাবে নতুন স্বাদ নিয়ে ফিরে আসতে থাকে। আমরা সবাই এই নিয়মের শেকলে বন্দি, চাইলেও যেমন সেখান হতে বিচ্ছিন্ন হতে পারি না ঠিক তেমনি না চাইলেও সেখানে আটকে থাকতে পারি না। তবে হ্যা, সময়ের সাথে সাথে আমাদের অনুভূতিগুলোকে উন্নত করে, জীবনের সকল বিষয়গুলোকে পজিটিভভাবে গ্রহণ, সমস্যাগুলোকে সহ্য করে টিকে থাকতে পারি।

কথায় বলে না, সমস্যা আসবে-যাবে এটা এক স্বাভাবিক নিয়ম, কিন্তু সমস্যার সাথে আমরাও হারিয়ে যাবো এটা অস্বাভাবিক কিছু, জীবন আপন মহিমায় উজ্জ্বল হবে এখানে সমস্যা আসা যাওয়ায় কোন বাঁধা সৃষ্টি করবে না। আপনি চিন্তা করতে পারেন, আমি পরিবার হতে বেড়িয়ে গেলে কিংবা সমাজ হতে বিচ্ছিন্ন হতে পারলে জাগতিক সকল সমস্যা কিংবা অস্থিরতা হতে মুক্ত থাকতে পারবো। আপনার চিন্তা অনেকটাই সেই ছাগলের পালের মাঝে থাকা অতি বুদ্ধিমান ছাগলের মতো, যে স্বাধীনতা উপভোগ করার জন্য এবং নির্বিঘ্নে জীবন যাবন করার জন্য নিজের পরিবার কিংবা পাল হতে বেড়িয়ে জঙ্গলের মাঝে চলে যায়।

কিন্তু তারপর সে তার নিজের জীবনও শেষ করে দেয় বাঘের সম্মুখে পড়ে। যেখানে কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে না, আপন প্রিয়জনের কারো সাহসই তার পাশে থাকে না। যে চিন্তা কিংবা স্বাধীনতা তাকে বেঁচ থাকার সুযোগ দেয় না সেটা কখনো প্রকৃত স্বাধীনতা কিংনা সঠিক চিন্তা হতে পারে না। আমাদের জীবনটাও অনেকটা সেই রকম, পরিবার এবং সমাজবদ্ধতা আমাদের হয়তো হাজার সমস্যায় জর্জরিত করে দেয় কিন্তু তবুও এখানে বেঁচে থাকার, সংগ্রামী হয়ে টিকে থাকার হাজারটা অনুপ্রেরণা পাওয়া যায়। জীবনের অনুভূতিগুলোকে চঞ্চল রাখার হাজারটা উপায় খুঁজে পাওয়া যায়।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png