জীবনের গল্প || প্রকৃতির হিসেবে গরমিল থাকে না

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শীতের শীতলতার সাথে প্রকৃতির সজীবতা নিয়ে হৃদয়ের চঞ্চলতা ধরে রাখার চেষ্টা করছি। যদিও দিন শেষে আমরা কেউ খুশি হতে পারি না কিংবা খুশি থাকতে পারি না। কারণ শেষ সময়ের হিসেবটা আমরা প্রকৃতির নিয়মে করতে চাই না বরং আমাদের নিজস্ব মানসিকতা এবং নিজস্ব প্রত্যাশার আলোকে সাজাতে চাই। আর সেটা যখন আমাদের মন মতো হয় না, তখনই আমরা ভিন্নভাবে ভিন্ন অনুভূতি শেয়ার করার চেষ্টা করি।

বাস্তবতা হলো, প্রকৃতি কখনোই আমাদের উপর অন্যায় কিছু চাপিয়ে দেয় না কিংবা অন্যায় কিছু করে না। কারণ প্রকৃতি তার নিজস্ব নীতির মাঝেই থাকে এবং সবাইকে তার প্রাপ্যটাই বুঝিয়ে দেয়। আমি সেদিন আরো একটা ব্লগে জীবনের এই বিষয়টি নিয়ে কিছুটা আলোকপাত করেছিলাম, প্রকৃতপক্ষে সেটাই সত্য। আমরা ঠিক ঠকি না বরং নিজেরাই নিজেদেরকে ঠকাই। আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। একটু খেয়াল করলে দেখবেন, আপনার সাথে এমন অনেক কিছু ঘটেছে, যেটা ঘটার ছিলো না। এগুলো হয়তো অনেকটাই কাকতালীয়, সেটা আমরা বুঝি কিন্তু মানতে চাই না।

grass-10007509_1280.jpg

ধরুন আপনার কোন এক সহকর্মীর সাথে কিছুটা সমস্যা হয়েছে, কোন এক কারণে কোন একটা প্রজেক্ট নিয়ে আপনি বসের বকা খেলেন, ঠিক তখনই দেখবেন আপনার মনে একটা প্রশ্ন তৈরী হয়ে যাবে। বস এই বিষয়ে তো এভাবে চিন্তা করার কথা না, এই বিষয়ে এভাবে আমাকে বকা দেয়ার কথা না, নিশ্চয় আমার সেই সহকর্মী এই বিষয়ে বসকে কোন তথ্য দিয়েছে কিংবা কুবুদ্ধি দিয়েছে। এখানেই আমাদের মানসিকতা ভিন্ন দিকে চলে যায়। আবার এমনও হতে পারে, হঠাৎ বস তার রুমে আপনাকে ডাকছে, আপনি ঢুকার আগ মুহুর্তে বসের রুম হতে সেই সহকর্মী বের হলো।

এখন বস যুক্তি সঙ্গতভাবে যত কথাই বলুক না কেন, ঘুরে ফিরে আপনার মনে হবে সেই সহকর্মী বুঝি আমার বিপক্ষে বসকে কান পড়া দিয়েছে কিংবা আমার কাজের ব্যাপারে বসকে উল্টা পাল্টা কিছু বলেছে। এগুলো সবটাই হলো আমাদের সন্দেহ এবং ভুল মানসিকতার পরিচয়। আমাদের সাথে, আমাদের জীবনে এমন অনেক কিছু কাকতালীয়ভাবে ঘটে যায়, যা ঘটার ছিলো না। আর ঠিক এই বিষয়গুলো নিয়েই আমাদের মানসিকতা নষ্ট হতে শুরু করে, সময়ে কিংবা অসময়ে সেই বিষয়গুলোকে আমাদের সম্মুখে নিয়ে আসে। আমাদের উল্টা পাল্টা চিন্তা করতে বাধ্য করে।

সুতরাং এগুলো শুধুই কাকতালীয় হিসেব করে এড়িয়ে যাওয়া বুদ্ধি মানের কাজ। আপনি যখন এগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, তখন হতেই দেখবেন আপনার মনে এই বিষয়ে আর কোন সন্দেহ তৈরী হচ্ছে না, আপনার ভাবনাগুলোও ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করবে। অতএব, দিন শেষে যা ঘটে সেটাই প্রকৃত সত্য, এর বাহিরে আমাদের সকল ভাবনাই ভুল, এটা মেনে নিয়েই আমাদের সম্মুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন সব কিছুই ঠিক ঠাক সম্পন্ন হচ্ছে, ভুলভাল কিছুই আর আপনার সম্মুখে দাঁড়াতে পারবে না।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...