শিলাইদহ কুঠিবাড়ি পর্ব-৫
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। ইতিমধ্যে আমি প্রথম থেকে চতুর্থ পর্ব পর্যন্ত আপনাদের কাছে শেয়ার করেছি আজ আমি চলে এসেছি পঞ্চম পর্ব নিয়ে। আশা করি প্রতিটি পর্বই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ এই পর্বটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে আমি আশা করি। প্রতিটা পর্ব আপনাদের মাঝে আমি সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পঞ্চম পর্বের গল্প।
ঘরের দেয়ালে লেখা কবিতার লাইন গানের অংশ উপন্যাসের উদ্ধৃতি এসব পড়তে পড়তে সময় থেমে যায়। কিছু লেখা পড়ে মনে হয় সেগুলো আজও সমান প্রাসঙ্গিক। মানুষের মন ভালোবাসা বেদনা প্রকৃতির সঙ্গে সম্পর্ক এসব বিষয় সময় বদলালেও বদলায় না। এই লেখাগুলো দেয়ালকে শুধু সাজায় না বরং দেয়ালকে কথা বলার ভাষা দেয়। কুঠিবাড়ির পুকুরপাড়ে দাঁড়িয়ে কিছুটা শূন্যতা অনুভব হলো। আগে এখানে যে ছোট নৌকাটি ছিল সেটি এবার আর দেখা গেল না। পুকুরটি এখনও শান্ত জল এখনও স্থির কিন্তু কোথাও যেন একটি দৃশ্য অনুপস্থিত। এই অনুপস্থিতিটাও এক ধরনের অনুভূতি তৈরি করে। কখনো কখনো যা থাকে না সেটাই সবচেয়ে বেশি মনে পড়ে। খোলা মাঠে দাঁড়িয়ে চারপাশ তাকালে মনে হয় এই জায়গাটি শুধু দেখার জন্য নয় চিন্তা করার জন্যও। এখানে বসে থাকলে কোনো তাড়াহুড়ো নেই। সময় যেন নিজের মতো চলে। দূরে থাকা ভবনগুলো গাছের সারি আলো ছায়ার খেলা সব মিলিয়ে পরিবেশটি এমন যে মনে হয় একটু চুপ করে থাকাই সবচেয়ে ভালো কাজ। এখানে ঘুরতে আসা মানুষজনও যেন আলাদা। সবাই খুব জোরে কথা বলে না খুব বেশি হৈচৈ করে না। মনে হয় জায়গাটিই মানুষকে ধীরে চলতে শেখায়। এই নীরব সম্পর্ক স্থান আর মানুষের মধ্যে শিলাইদহ কুঠিবাড়ির সবচেয়ে বড় শক্তি।
ঘুরে দেখা শেষ করে যখন বের হচ্ছিলাম তখন মনে হচ্ছিল এই জায়গাটি আমাকে কিছু শেখাল। কী শেখাল তা ঠিক ভাষায় প্রকাশ করা কঠিন। হয়তো ধৈর্য হয়তো গভীরভাবে দেখা হয়তো নীরবতার মূল্য। শিলাইদহ কুঠিবাড়ি কোনো একক অনুভূতির জায়গা নয়। এটি প্রত্যেকবার নতুনভাবে ধরা দেয় নতুনভাবে ভাবতে বাধ্য করে। যে কারণে এখানে একবার আসা মানে অভিজ্ঞতার শেষ নয় বরং শুরু। এটাই ছিল আমার আজকের পঞ্চম পর্বের গল্প আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। পরবর্তীতে আমি আপনাদের মাঝে ষষ্ঠ পর্ব শেয়ার করব। আমি আশা করি ষষ্ঠ পর্বটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে ষষ্ঠ পর্বতে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



