কিছুটা ক্লান্ত আজ

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

weary-8375125_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ব্লগে লাইফ স্টাইল একটি পোস্ট তোমাদের সাথে শেয়ার করব। আসলে সময়ের সাথে সাথে মানুষের কাজকর্মের পরিমাণও বেড়ে যাই মানুষ কাছ থেকে কখনোই সরে যেতে পারে না সময়ের সাথে সাথে কাজ দায়িত্ব দুটোই বেড়ে যাই আর এটা আমাদেরকে মেনে নিতে হয়। আমরা চাইল কাছ থেকে নিজেকে দূরে রাখতে পারি না। আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম কাজ না করলে এই সমাজে থাকবে করা অসম্ভব ব্যাপার। সারাদিন কাজকর্মের কারণে মানুষের ক্লান্তি আসাটাই স্বাভাবিক তাছাড়া আমাদের জীবন যাপনের পদ্ধতি এখন বর্তমানে এমন হয়েছে যে সবকিছুই অন্যভাবে চলে আমরা শারীরিক পরিশ্রম কম করলে মানসিক পরিশ্রম অনেক বেশি করে থাকি তবে সেটাও একটা পরিশ্রম আর শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পরিশ্রমের ক্লান্তি টা বেশি চলে আসে। আজ অনেকগুলো কাজ কমপ্লিট করতে হয়েছে কম্পিউটারে বসে তাছাড়া আজ বাইরে অনেকগুলো কাজ ছিল ওভারঅল সারাদিন কাজকর্ম শেষে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি সারাদিন একটু রেস্ট নেয়ার সময় পর্যন্ত পাইনি। আমাদের আসলে এটাই জীবন এটাই মেনে নিতে হবে তোমাদের সাথে এরকমটা মাঝে মাঝে হয়ে থাকে সেটা আমিও বুঝতে পারি।

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসSamsung Galaxy M31s
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png