চাই একটু.... ভালোবাসা

in #love2 years ago



"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু"

ATA Seba

এ.টি.এ সেবায় আমি কেন অংশীদার হব ?--------------------------------------------------

বর্তমান তরুণ সমাজ মানেই ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, হোয়াটস আফ ইত্যাদি ইত্যাদি ।

আজ তরুণ সমাজ ভুলতে বসেছে, তারা কি ?


তাদের আদৌ কি কাজ ?

তাদের এ সময়টার গুরুত্বই বা কি ?

তাদের ইতিহাস কি ?
তরুণ তো-সে, যার মধ্যে আছে তারুণ্য ।

আমি বয়স দিয়ে তারুণ্য মাপতে চাইনা।

তোমার বয়স ১৮ ! অথচ তুমি পড়ে রইলে বয়োবৃদ্ধের মত !!!

তাহলে আমি তোমাকে তরুণ বলতে পারিনা কিংবা বলতে চাইনা ।

তারুণ্যের এই হতাশার মধ্যে তাদের একাংশ গড়ে তুলতে চাই কিছু সামাজিক সংগঠন (সমাজ সেবা) (Ata Seba )।

আবার অনেকে বলে সামাজিক সংগঠন (সমাজ সেবা) করে লাভটাই বা কি ?

তাই বলতে চাই….

এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ।

১/তারুণ্যঃ সামাজ সেবা কেন করব, তার পিছনে প্রথম কারন হচ্ছে, তারুণ্য। আমরা আমাদের এ তরুণ সময়টা লেখাপড়া কিংবা চাকরির মধ্য দিয়েই চালাই।


একটু খেয়াল করো, লেখাপড়া কিন্তু দিনের ২৪ ঘন্টাই হয় না। লেখাপড়ার বাইরে আমরা অনেক সময় অলসতায় কাটিয়ে দেই । আমরা চাইলে বিনোদনের মাধ্যমে সেই সময়কে তারুণ্যের শক্তিতে রূপান্তর করতে পারি। এ সময়টা আমরা গরীব,দুখিদের সেবার কাজের জন্য ব্যয় করতে আরও পারি “এক খন্ড ভালবাসার উদয়”…..

চাই একটু.... ভালোবাসা ।

পাঁচ জন যুবক পাঁচ মিনিটের মধ্যে একত্রিত হয়-

মদ, ইয়াবা, হেরোইন, গাঁজা খাওয়ার জন্য,

মানি ব্যাগ থেকে টাকা বেরোয় মদ, ইয়াবা, হেরোইন, গাঁজা কেনা হয়

তারপর আসর বসে..!!

পাঁচ জন যুবক পাঁচ মিনিটের মধ্যে একত্রিত হয়-

কাউকে মারতে যাওয়ার জন্য,

ছুরি, চাকু , বোমা, পিস্তল নিয়ে ।

পাঁচ জন যুবককে এক মাস ধরে চেষ্টা করেও খুজে পাওয়া যায়না যে,

চল এলাকায় খুযে দেখব, কোন বৃদ্ধ-বৃদ্ধা টাকার অভাবে খেতে পাচ্ছেনা,

ঘরে একটু ওষুধ নেই পথ্য নেই ।

৫টাকা ১০টাকা করে চাঁদা তুলে সেই বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে একটু ওষুধ একটু পথ্য পৌছেদেব ..!!

পাঁচ জন যুবককে এক সাথে করা যায় না !

চাই একটু.... ভালোবাসা ।

ভালোবাসা ফুলের মত,

ভালোবাসা শিশুর মত,

ভালোবাসা বেঁচে থাকে,

ভালোবাসা চিরন্তন...।

ভালোবাসা-ই একমাত্র গড়তে পারে....!



হিংসা- লোভ কখনও গড়তে পারনি, গড়তে পারবে না ....।


যুদ্ধের ফলে কোন কিছু পারা যায়নি , একমাত্র পেরেছে ভালোবাসা ..।


তাই পৃথিবীতে চিরন্তন থেকে ভালোবাসো..একটু ভালোবাসো বন্ধু ।


পাশের বাড়ির মানুষটা যদি বিপদে পরে তার রং না দেখে ,


শত্রুতা না করে , আগে তাকে বিপদ থেকে উদ্ধার করো ...!!!

আল্লাহ না করুন....

তুমি যদি কোন দিন বিপদে পরো সেই মানুষটি ঝাপিয়ে আসবে....

আর এ ভাবেই ভালোবাসার শৃংখল তৈরি হয়

তাই তো চাই একটু.... ভালোবাসা ...!!!!

তাই আর্ত মানবতার সেবায় তারুন্যের মাঝে তরুনকে প্রয়োজন…

পরিশেষে একটা কথাই বলব, আসলেই কি আমার সামাজিক আর্ত মানবতার সেবায় অংশ গ্রহন করা উচিৎ…!!!??

প্রশ্নটা নিজেকে নিজে করো…।

ধন্যবাদ সবাইকে ।

এ.টি.এ সেবার সাথেই থাকুন….

Ata Seba

https://www.facebook.com/ATASebaofficial

https://www.ataseba.com258607354_130069042760913_6093981502720006009_n.png

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.030
BTC 68688.65
ETH 3764.71
USDT 1.00
SBD 3.51