ভালোবাসা সুন্দর ❤️❤️
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। সেটা হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর এবং ভালবাসাকে জয় করার গল্প। ভালোবেসে যদি কেউ কাউকে মন থেকে চায় এবং সারা জীবনের জন্য চায় তাহলে অবশ্যই তাকে নিজের অবস্থানটা আগে শক্ত করতে হবে। আর তার জন্য পড়াশোনা এবং নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। ঠিক সেরকমই একটি গল্প আজকে আমাদের সাথে শেয়ার করব। একটি ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসে কিভাবে তারা নিজের পায়ে দাঁড়িয়ে তারা তাদের সঙ্গীকে আপন করে নিয়েছে।
বিথী এবং জয় একই গ্রামের ছেলে মেয়ে। তারা একই সঙ্গে ছোটবেলা থেকে পড়াশোনা করছে। তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। এছাড়াও তারা একে অপরকে অনেক ভালোবাসে।বলতে গেলে ছোটবেলা থেকেই একে অপরকে পছন্দ করত। তারপর যখন তারা একসঙ্গে বড় হতে লাগলো এরপর তাদের ভালোলাগাটা ভালোবাসায় পরিণতি পায়। বিথী মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কিন্তু জয় গরীব ঘরের ছেলে। তাই জয়ের মনে সব সময় কিছু করার একটা প্রবল ইচ্ছা শক্তি ছিল।যে তাকে নিজের পায়ে দাঁড়িয়ে তার মনের মানুষকে আপন করে নিতে হবে।
যাতে করে সে বুক ফুলিয়ে বিথীর বাবার মার সামনে গিয়ে বলতে পারে যে সে তাদের মেয়েকে ভালোবাসে এবং জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। এভাবেই তাদের সম্পর্ক দিন দিন গাঢ় হচ্ছিল। তবে এই ব্যাপারটা কেউ কখনোই বুঝতে পারেনি বা তারাও কাউকে বুঝতে দেয়নি। কারণ বুঝতে পারলে হয়তো বিথির বাবা-মা বিথীকে আগেই বিয়ে দিয়ে দিবে বা তাদের নামে খারাপ কিছু রটে যাবে।
যাইহোক তারা এইচএসসি পরীক্ষা পাস করে ভার্সিটিতে ভর্তি হয়েছে। সৃষ্টিকর্তা ও মনে হয় তাদের ভালবাসায় খুশি ছিলেন।তাইতো তারা একই ভার্সিটিতে চান্স পেয়েছে। এভাবে তারা পড়াশোনা চালিয়ে যায় এবং একসময় বিথী ব্যারিস্টারি পাস করে এবং জয় বিসিএস দিয়ে ভালো একটি চাকরি পায়। এবার তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে তাদের বাসায় জানাবে যেহেতু এখন তারা দুজনেই নিজের পায়ে দাঁড়িয়েছে এবং ভালো চাকরি করছে।
এবার তারা দুজনে মিলে গ্রামে ফিরে যায় এবং একে অপরের পরিবারকে সব বিষয়ে খুলে বলে। এতে তাদের পরিবারও কোন অমত করেনি যেহেতু তারা দুজনেই প্রতিষ্ঠিত। এবার ধুমধাম করে তাদের বিয়ে হয়। এবং তারা দুজনেই খুব সুখে শান্তিতে সংসার করে।
পরিশেষে একটা কথাই বলবো আমাদের সঙ্গী নির্বাচনে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আমাদের বাবা-মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেন। আমরা যদি ভুল করে অপাএে নিজেকে দান করি তাহলে বাবা কষ্ট পাবে এটাই স্বাভাবিক। যেমন বিথী এবং জয়ের কথায় ভাবুন তারা নিজেরা প্রতিষ্ঠিত হয়ে পরিবারে তাদের বিয়ের কথা বলায় কেউ কোন আপত্তি করেনি। তাই আমাদের ভালবাসা যদি পবিত্র হয় চাওয়াই যদি পবিত্রতা থাকে তাহলে অবশ্যই আমাদের নিজেকে আগে গড়ে তুলতে হবে যাতে করে কেউ দুটো কথা বলার আগে দুবার ভাবে।
তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।




প্রথমেই বলি আপু গল্পটার নাম কিন্তু অনেক সুন্দর ভালোবাসা সুন্দর এটা সত্যিই অনেক মূল্যবান একটা কথা। গল্পটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি একদমই ঠিক কথা বলেছেন আমাদের মা-বাবা আমাদের অনেক কষ্ট করে বড় করে সে জন্য জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় খুবই সতর্ক থাকা উচিত ।একজন প্রতিষ্ঠিত জীবনসঙ্গীর কাছে মা-বাবাও চায় তুলে দিতে। সেজন্য আমি মনে করি কাউকে নিজের জীবনে পেতে হলে তাকে আগে নিজের প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে সবকিছু সবকিছুই ঠিক ভাবে পাওয়া যায়। যাইহোক গল্পটা পড়ে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপু গল্পটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
"ভালোবাসা সুন্দর" এই গল্পটি পড়ে বেশ ভালো লাগলো আপু। সত্যি বলেছেন আপু আমাদের সঙ্গী নির্বাচনে সবসময়ই খেয়াল রাখতে হবে। বিথি আর জয়ের গল্পটি বেশ সুন্দর হয়েছে। তাদের ভালোবাসা শেষ পর্যন্ত সফলতা পেয়েছে তাদের প্রতিষ্ঠিত হওয়ার কারণেই। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।
ভালোবাসাকে কেন্দ্র করে আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার এই গল্পটা আমার অনেক ভালো লেগেছে। ভালোবাসা এমন একটা জিনিস দুটি মনের টান একত্রে স্থানে এক জায়গায় সীমাবদ্ধ হয়। তবে ভালোবাসা তেমনটা হওয়া উচিত যেখানে থাকবে সততা সাহসিকতা সত্যতা, আর যেই ভালোবাসা অভিভাবকেরা সর্বদা গ্রহণ করবে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠনমূলক একটি মন্তব্য করার জন্য। আপনি ঠিকই বলেছেন ভালোবাসায় অবশ্যই সততা সাহসিকতা এবং সত্যতা থাকা খুবই জরুরী।
ভালোবাসা সুন্দর নামের গল্পটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। আসলে এটা সত্যি ভালোবাসায় পবিত্রতা থাকা দরকার।সত্যি ভালোবাসা কখনও বিফল হয়না।আর সকলেরই উচিত সঠিক সঙ্গী নির্বাচন করা।নয়তো বাবা-মা আর নিজের অশান্তির শেষ থাকে না।খুব ভালো লেগেছে আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
গল্পটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।