মায়ের কাছে চিঠি

in #love6 years ago

প্রিয় "মা"

কেমন আছ?আশা করি অনেক ভাল আছ।আমিও তোমার দোয়ায় ভাল আছি।মা জান,এই আধুনিক যোগে না কেউ কাউকে চিঠি লিখেনা।কিন্তু আজকে হঠাৎ মনে হল তোমাকে ফোন না করে একটা চিঠি লিখি।তোমি রাগ করোনা প্লিজ।আগামী ৪ দিন পর আমার পরীক্ষা।কিন্তু তোমাকে দেখতে বাড়ি চলে আসতে মন চাইছে।কি করব বল বারিতেও আসতে পারছিনা।তুমিকি সময়মত খাওয়া দাওয়া করতেছ?নামাজ পরতেছ?মা জান,আমিনা অনেকটা অলস হয়ে গেছি।পড়ালেখাতে কেন জানি মন বসছেনা।কিন্তু টেনশন করোনা আমি সুস্ত আছি।আজকে কি হয়ছে জান,ইফতারী কেনার জন্য এবং রাতের খাবারের জন্য বাজার করতে গিয়েছিলাম।ইফতারী কেনার পর রাতের খাবারের জন্য চাল কিনলাম,ডিম কিনলাম,কাচামরিছ কিনলাম আরও প্রয়োজনীয় দ্রব্যাদি কিনার পর দোকান্দারকে যখন ৫০০ টাকার নোট দিলাম তখন দোকানদার বলল ভাংতি নাই।আমি বললাম ঠিক আছে আপনি এখন পুরোটা রাখুন পরে এসে আমি বাকি টাকাগুলো নিয়ে জাব।তখন দোকানদার বলল তুমই আমার ছেলের মত।তুমি এগুলো নিয়ে যাও পরে এসে টাকা দিয়ে যেও।তখন থেকেই তোমার কথা মনে পরছে।যাহোক,আমার জন্য দোয়া করো।সময়মত খাওয়া দাওয়া করো।শরীরে যত্ন নিয়ো।কোন প্রকার অসুস্ততা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেয়ো।

ইতি

তোমার স্নেহের সন্তানbango-picture.thumbnail.jpg

source
Ma-app.jpg
source

নতুন পোস্টের জন্য Follow Me

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.028
BTC 56420.74
ETH 2938.55
USDT 1.00
SBD 2.22