Priyo Mejban mirpur

in #lunch8 years ago

অবশেষে বন্ধুরা মিলে ঢু মারলাম মিরপুর ৬ এর 'প্রিয় মেজবানে' what an interior!!!
friend দের আড্ডা দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা, কপোত -কপোতী দের জন্য আলাদা কর্ণার, আবার ফ্যামিলিরর জন্য আলাদা ডাইনিং, শুধু তাই না বাচ্চাদের জন্য ও আলাদা Kids Zone.
দুজন অর্ডার করলো লুচি আর বিফ চাপ।
আর আমরা চির রাক্ষস ০৪ জন অর্ডার করলাম স্পেশাল প্যাকেজ অব কালাভুনা।

image

image

আহ কালাভুনা এই শীতে কি যে উষ্ণতার ছোয়া দিলো।
জাফরানি ফিরনি এক চামচ খেয়ে আর পিক তুলার টাইম পাই নি।
বিফ চাপ-১২৫ টাকা Rating: 8.5
লুচি- প্রতি পিস ১৫ টাকা (প্রাইজ বেশি মনে হয়েছিল, কিন্তু টেস্ট ও সাইজ দেখে ভুল ভেঙেছে )
Rating : 8.5
জাফরানি ফিরনী : ৩৫ টাকা
Rating : 9.5/10
স্পেশাল প্যাকেজ :
৯২৫ টাকা
(১:৩ হলেও ০৪ জন ভালো করে খাওয়া যায়)
ভাত - ১ হাড়ি
কালাভুনা-১/২ কেজি,১:৩
Rating: 9/10
মেজবানি ডাল-১/২ কেজি,১:৩
Rating: 08/10
Environment : 9/10
Service & Behaviour: 9/10
No VAT & Service Charge