কানের দুল তৈরী
কেমন আছো আমার বাংলা ব্লগের বন্ধুরা?
আশা করি সবাই ভালো আছো।আমিও ভালো আছি।আমার সখ হলো বিভিন্ন ধরনের গহণা তৈরী করা।
আজ আমি একটি কানের দুল কিভাবে তৈরী করা যায় তা তোমাদের সাথে শেয়ার করবো।
একটি সিলভার রং এর কানের দুল তৈরী করবো তাই সব উপকরণে সিলভার রং ব্যবহার করা হয়েছে।

তৈরিকৃত কানের দুল।
উপকরণঃ
টপ-২পিস
বড় জাম্প রিং-২্পিস
ছোট জাম্প রিং-৬ পিস
চাম-৪ পিস
লুপ বল-১২ পিস

টপ।

বড় জাম্প রিং।

ছোট জাম্প রিং।

চাম।

লুপ বল।
যেভাবে দুল তৈরী করতে হবেঃ

প্রথমে বড় জাম্প রিংটি ফাক করে তার মধ্যে ৬টি লুপ বল ঢুকিয়ে মুখটি বন্ধ করে দিতে হবে।
এভাবে ২ পিস তৈরী করে নিতে হবে।

এরপর ২টো চামকে ছোট জাম্প রিং দিয়ে যুক্ত করে নিতে হবে।


তৈরী্কৃত চাম এর এক প্রান্ত একটি ছোট জাম্প রিং দিয়ে টবের সাথে এবং অন্যপ্রান্ত আরেকটি জাম্পরিং দিয়ে লুপ বল দিয়ে তৈরীকৃত জাম্প রিংটি যুক্ত করে দিলেই তৈরী হয়ে গেল একটি সুন্দর কানের দুল।
আশা করি আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
মোবাইল ফটোগ্রাফিঃ
স্যামসাং এ১০
