"কৃষ্ণসায়র ফুলমেলা"(লেকের চারিপাশে ঘোরাঘুরির ফটোগ্রাফি পর্ব: 48)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
লেকের চারিপাশে ঘোরাঘুরির ফটোগ্রাফি পর্ব: 48
শীতকাল শেষ হয়ে আবার নতুন শীত পড়া শুরু হয়ে গিয়েছে।আর গতবছর এমন শীতকালেই আমি আমার ইউনিভার্সিটির বন্ধু-বান্ধবীদের সঙ্গে গিয়েছিলাম মেলা ঘুরতে।যেটা ছিল নানান রঙিন ফুলের সমাহারে মেলা।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমি আজ পার্কের মধ্যে বিশাল বড় একটি লেকের চারিপাশের ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে লেকের ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---
লেকের চারিপাশে ঘোরাঘুরির ফটোগ্রাফি:
এগুলো হচ্ছে ফুলদানির পাত্র।সম্ভবত চিনামাটি দিয়ে তৈরি এগুলো,মেলার কিছু দোকান খোলা ছিল।যদিও অধিকাংশ দোকান বন্ধ ছিল দুপুরের সময়।কারন রাতেই মেলা জমজমাট হয়ে থাকে।এই দোকানগুলিতে অনেক ডিজাইনের বড় বড় ফুলদানির পাত্র।যেগুলো দেখতে অনেকটা বড় কলসীর মতো ছিল।আর ভীষণই আকর্ষণীয় ছিল পাত্রগুলি।
এটি একটি চায়ের কাপ ও পেয়ালার দোকান।যেখানে বিভিন্ন ধরনের কাপ ছিল।কাঁচের, চীনা মাটির,কাঠের তৈরি চায়ের কাপ ও পেয়ালা।যেগুলো খুবই দাম চাইছিলো, তাছাড়া ডিজাইনগুলি ভিন্ন ধরনের ছিল।এছাড়া চায়ের ট্রে, প্লেট ও কৌটো ছিল যেগুলো চীনা মাটি কিংবা সিরামিক দিয়ে তৈরি।
লেকের পাড়ে এমন একটি মেঠো রাস্তা ছিল।যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম।কৃষ্ণসায়ার পার্কের লেকটি বর্ধমানের রাজা প্রায় ৩৩ একর জমির উপর নির্মাণ করেছিলেন। এখানে একটি সুন্দর ও শান্ত পরিবেশ কাজ করে, যেখানে সবুজ প্রকৃতি এবং বিভিন্ন ধরণের গাছপালা রয়েছে।
এই মেলা ঘুরতে কেউ ফ্যামিলির সঙ্গে এসেছে ,তো কেউ এসেছে বন্ধু-বান্ধবীরা মিলে,কেউ এসেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সঙ্গে আবার কেউ এসেছে সদ্য বিবাহিতা দম্পতি।যারা চুড়ি,কানের দুল কিংবা বিভিন্ন কসমেটিকস এর দোকানে ভিড় জমিয়েছিল।
লেকের পাড়ে বসার জায়গা করা রয়েছে।আমরা তিন বান্ধবী সেখানে বসে কিছুটা সময় পার করেছিলাম।সন্ধ্যা নেমেছিল তাই আমি একাই উঠে পড়লাম বাড়ির দিকে রওয়ানা দেওয়ার জন্য।এই মেলার সামনে বেশ ভিড় ছিল।এটি একটি চুড়ির দোকান ছিল, যেখানে ছেলে মেয়ে উভয়ই ছিল।
এখানে বিভিন্ন ধরণের গাছপালা ও জীবজন্তু দেখা যায়।বিশেষ করে বিভিন্ন ধরনের পাখি ও হনুমানের বেশ উপদ্রব দেখা যায়।এই লেকের পাড়ে মেঠো রাস্তা দিয়ে কোনো খাবারের প্যাকেট নিয়ে চলাফেরা করলেই হনুমান হাত থেকে খাবারের প্যাকেট ছিনিয়ে নিয়ে লাফ দিয়ে গাছে উঠে যায়।তবুও এখানের পরিবেশ বেশ শান্ত ও মনোরম, যা প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর জন্য উপযুক্ত।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|












টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1989033090078183801?t=t6fZtz3wPXq_CutmkSgpRQ&s=19
https://x.com/green0156/status/1989033648881037372?t=ygEXxt8TaL1YwWTNwJFcmw&s=19