স্মৃতিচারণ পোস্ট: শৈশবের বসন্ত কালের সেই সোনালী দিন গুলি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ১৩ ই মার্চ ২০২৫ ইং
আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।আর জীবনের বেশিরভাগ সময় গ্ৰামের মানুষের সাথে কাটানো।তাই আমার শৈশবের গ্ৰাম নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।যেই স্মৃতি গুলো কখনোই ভোলার মতো নয়। আসলে যারা গ্ৰাম এলাকার মধ্যে বেড়ে উঠেছে, তাদের কম বেশি প্রত্যেকেরই অনেক ধরনের স্মৃতি জড়িয়ে রয়েছে।গ্ৰাম এলাকার মধ্যে একেক ঋতুতে একেক রকম আনন্দ।এই বিষয়ে হয়তো আপনারা সকলেই অবগত আছেন। আমাদের দেশ সবুজ শ্যামল প্রকৃতির দেশ, এই বিষয়ে হয়তো কাহারো কোন রকম সন্দেহ নেই।আর বেশিরভাগ প্রাকৃতিক সৌন্দর্য গুলো হচ্ছে গ্ৰাম এলাকার মধ্যে।
বিশেষ করে যখন শীতের শেষে যখন বসন্ত কাল চলে আসে, তখন গ্ৰামের মানুষের মাঝে অন্যরকম আনন্দ কাজ করে। শীতকালে যখন সকল ধরনের গাছ পালার পাতা, ফুল এবং ফল ঝড়িয়ে যায় তখন এই বসন্ত কাল সেসব গাছের মধ্যে নতুন নতুন পাতা, ফুল ও ফল ভরে দেয়।এই বিষয়ে হয়তো আপনারা সকলেই অবগত আছেন। বিশেষ করে আপনারা যারা গ্ৰামের মধ্যে বসবাস করে থাকেন তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন। বসন্ত কালে বিশেষ করে আমাদের এলাকায় যখন আম গাছের মধ্যে মুকুল চলে আসতো তখন আমরা আমাদের গ্ৰামের সকলেই আম বাগানের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের গল্প গুজব করছিলাম।
আপনারা হয়তো সকলেই জানেন, যখন আম গাছের মধ্যে নতুন মুকুল চলে আসতো তখন আম গাছের আলাদা রকম একটি ঘ্রাণ চলে আসতো।আর এই সুগন্ধ টি উপভোগ করার জন্য আমরা সকলেই প্রতিনিয়ত আম বাগানের মধ্যে চলে আসতাম।আর আমাদের এলাকার মধ্যে প্রচুর পরিমাণে আম বাগান। রংপুর জেলার মধ্যে বেশিরভাগ আম বাগান আমাদের এলাকার মধ্যে। যারা রংপুরের মিঠাপুকুর উপজেলার হাঁড়িভাঙ্গা আম সম্পর্কে জানতে তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন।আর আমাদের এলাকার মধ্যে বেশ কয়েকটি ফুলের নার্সারি ছিল।
আর আপনারা হয়তো সকলেই জানেন বসন্ত কাল চলে আসলেই ফুলের নার্সারি গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফুল ফুটে ভরে যায়। আমরা আমাদের গ্ৰামের বেশ কয়েকজন সমবয়সী ছেলে ছিলাম। আমরা সন্ধ্যা বেলা যখন সবাই ভাত খেত, তখন আমরা কয়েকজন ছেলেরা সহ নার্সারিতে গিয়ে বিভিন্ন ধরনের গোলাপ ফুল চুরি করেছিলাম। আসলে তখন আমরা এই ফুল গুলো দিয়ে বিভিন্ন ধরনের খেলা করছিলাম। তবে, আমরা ফুল চুরি করার সময় বেশ কয়েকদিন ধরা খেয়েছিলাম। তবে, ফুলের নার্সারি ওয়ালা আমাদের পরিচিত ছিল বলেই আমাদের কে কিছু বলতেন না।
এভাবেই আমরা আমাদের শৈশবের বসন্ত কাল কে উপভোগ করছিলাম।গ্ৰামে ছিলাম বলেই আমরা এতো সুন্দর সুন্দর সময় উপভোগ করতে পারছি। তবে, যারা ছোট বেলা থেকেই শহরের মধ্যে বেড়ে উঠে, তারা এই সব মূহুর্ত থেকে বঞ্চিত। যাইহোক, আমার শৈশবের বসন্ত কালের স্মৃতি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
https://x.com/Riyadx2P/status/1900236718437261446?t=DatGxKByi-WRn8l2cApYwg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার এই পোস্ট করতে গিয়ে আমিও আমার অতীতের অনেক স্মৃতি মনে পড়ার সুযোগ পেলাম ভাই। আসলে ফেলে আসা দিনগুলো, ফেলে আসা দিনের বসন্ত খুবই ভালো লাগার ছিল। পাতা ঝরা দিনগুলো বেশ উপভোগ করতাম খেলাধুলার মধ্য দিয়ে। অনেক সুন্দর লিখেছেন আপনি, অনেক ভালো লাগলো পড়ে।
শৈশবের বসন্তকাল সত্যিই এক স্বপ্নময় সময়! আমের মুকুলের ঘ্রাণ, ফুলের নার্সারিতে দৌড়ঝাঁপ, আর বন্ধুদের সঙ্গে দুষ্টুমির দিনগুলো মনে পড়ে গেল। লেখাটি nostalgically হৃদয় ছুঁয়ে গেল। অতীতের স্মৃতি আমাদের জীবনের অমূল্য সম্পদ, যা কখনো ভোলার নয়।
আসলে ভাইয়া গ্রামের সৌন্দর্য আমাদের সব সময় মুগ্ধ করে। গ্রাম আমার অনেক পছন্দ। আর শহরের চারদেয়ালে বন্দি থাকলে জীবনে কিছুই উপভোগ করা সম্ভব নয়। আর গ্রামে বসন্তের সময় একটু বেশি ভালো। সত্যি বসন্তে গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজানো।তারপর আমের মুকুল, গোলাপ ফুল ইত্যাদি আমাদের সব সময় মুগ্ধ করে। ধন্যবাদ ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।
সত্যি ভাইয়া, শৈশবের বসন্তকালটা বসন্তের মতোই রঙিন ছিল। এখন বসন্ত রঙিন থাকলেও, আমাদের মধ্যে আর রং নেই বললেই চলে। শৈশবের বসন্ত মানেই আলাদা রকম অনুভূতি। গ্রামের বসন্তকাল একটু অন্যরকম সুন্দর। পাতা ঝরে পড়ার শব্দ, আমের মুকুলের গন্ধ, কোকিলের ডাক, দখিনা বাতাস সব মিলিয়ে যেন অনন্য। আপনার শৈশবের বসন্তকাল পড়ে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনাকে ধন্যবাদ।
আপনার শৈশবের বসন্ত কালের স্মৃতিগুলো সত্যিই হৃদয়স্পর্শী। গ্রামের প্রকৃতির এমন বিশাল সৌন্দর্য আর সতেজতা অনুভব করা শুধু একান্তভাবে গ্রাম্য জীবনে সম্ভব। আমের মুকুল আর ফুলের সুগন্ধে ভরা সেই দিনগুলো চিরকাল মনে থাকবে। আপনি যে গল্পটি শেয়ার করেছেন, তাতে মনে হলো শৈশবের সেসব মধুর স্মৃতি আজও জীবন্ত। গ্রামের সাদামাটা জীবন আর প্রাকৃতিক সৌন্দর্য রীতিমত একটি অন্যরকম শান্তি এনে দেয়। দারুণ লেখা, আপনার স্মৃতিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি এবং এখানে অতীতের শৈশবকালের বসন্তকালের যে সুন্দর মুহূর্ত গুলো আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালোই লাগছে৷ আসলে শৈশবে আমরা অনেক কিছু উপভোগ করেছিলাম৷ সেই সময় যে জিনিসগুলো রয়েছে সেগুলো উপভোগ করার মধ্যে যে আলাদা একটি ভালো লাগা ছিল সেটি এখন আর উপভোগ করা যায় না৷ প্রতিনিয়তই অনেক কিছুই পরিবর্তন হচ্ছে এবং এখানে অনেক কিছুই পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। অনেক নতুন নতুন কিছু আমরা পাচ্ছি৷ আর শৈশবে আমরা যে মুহূর্তে উপভোগ করেছিলাম তার মধ্যে শৈশবের সেই সুন্দর প্রকৃতি উপভোগ এবং পাখির সেই মুহূর্ত সেটি আমার এখনো মনে পড়ে৷