চাঁদের পেইন্টিং।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সিম্পল পেইন্টিং পোস্ট। আপনাদের মাঝে আমি বিভিন্ন ধরনের পেইন্টিং শেয়ার করে থাকি। তবে আজ যে পেইন্টিংটি শেয়ার করব এটি খুব একটি ভালো হয়নি। আজ পোস্ট করার জন্য কোন কিছুই আগে থেকে রেডি ছিল না। আর আমি একটু অসুস্থ সেজন্য ভাবলাম অল্প সময়ে সহজ কিছু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। তাই একটি চাঁদের পেইন্টিং করেছি। আর কয়েকদিন যাবত আমার পোস্ট করতে খুবই প্রবলেম দেখা দিচ্ছে। ফটো আপলোড করতে অনেক বেশি সময় লাগছে আবার কিছু কিছু ফটো একদমই আপলোড নিতে চাচ্ছে না। ফলে পোস্ট করতে অনেক ঝামেলার সৃষ্টি হচ্ছে। তাই অল্প কিছু ফটো দিয়ে আজকের এই পেইন্টিং পোস্টটি সাজিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করছি। ভুলক্রটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
• আর্ট পেপার
• এক্রেলিক রঙ
• রঙ তুলি
প্রথমে একটি সাদা পেপার নিয়ে নিবো। পেপারটির উপর রং তুলির সাহায্যে কালো এক্রেলিক রং খুব সুন্দর মত করে নেওয়ার চেষ্টা করছি।
![]() | ![]() |
---|
এখন হলুদ রংয়ের একটি অর্ধচন্দ্র আঁকিয়ে নিলাম।
কমলা রঙ দিয়ে চাঁদের সৌন্দর্য বাড়ানোর জন্য রং তুলির সাহায্যে আরো কিছু কাজ করে নিব।
চাঁদ আঁকানো সম্পূর্ণ কমপ্লিট হলে চাঁদের চারপাশে ছোট ছোট কয়েকটি তারা আঁকিয়ে নিলাম।
এই ছিল আমার আজকের খুবই সিম্পল এবং সহজ একটি আর্ট পোস্ট। ব্রাউজারে সমস্যা থাকার কারণে স্টেপ বাই স্টেপ পেইন্টিং ফটোগ্রাফি গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এজন্য আমি অনেক দুঃখিত। আজকের পোস্টে কোন ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, বেশি কিছু লিখছি না। পরবর্তীতে আবারো কোন নতুন পোস্ট নিয়ে দেখা হবে।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

চাঁদরাতে এই আর্ট টি শেয়ার করলে অনেক ভালো হতো। আপনার আর্ট করা চাঁদের পেইন্টিং টি অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ কয়েকটি রং ব্যবহার করে খুবই সুন্দর একটি চাঁদের পেইন্টিং করেছেন।আর আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে ও অনেক বেশি ভালো লাগলো।
বাহ! খুব চমৎকারভাবে একটি চাঁদের পেন্টিং তৈরি করেছেন আপনি। আপনার পেইন্টিংটি দেখে খুবই ভালো লাগলো। জল রং দিয়ে আর্ট করতে খুবই ভালো লাগে আমার। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পেন্টিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
অসাধারণ আর্ট করেছেন আপু। আপনার চাঁদের পেইন্টিং দেখে বেশ ভালো লাগলো। খুব চমৎকারভাবে চাঁদের পেইন্টিং করেছেন আপনি দেখতে বেশ সুন্দর লাগছে। আসলে এই ধরনের পেইন্টিং দেখতে খুবই ভালো লাগে। আপনার পেইন্টিং করার দক্ষতা দারুণ। এত দুর্দান্ত পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপু আপনি সব সময় সুন্দর সুন্দর কিছু পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেন। আজও দেখছি চাঁদনী রাতের দারুন একটি পেইন্টিং আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ সুন্দর করে পেইন্টিং এর প্রতিটি ধাপ তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।
আপনি আজকে অনেক সুন্দর ভাবে তাদের পেন্টিং আর্ট করেছেন। এধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। চমৎকার ভাবে তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
পৃথিবী থেকে যতগুলো সৌন্দর্য দেখা যায় তার মধ্যে চাঁদ অন্যতম। এবং এই সৌন্দর্য টা সবসময় আমরা শুধু অবলকন করতে পারি। চাঁদের পেইন্টিং টা দারুণ করেছেন আপু। খুবই সুন্দর লাগছে দেখতে। এবং পেইন্টিং টা বেশ ইউনিক ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন পেইন্টিং টা।
আপনার আর্টগুলো আমার সব সময় ভালো লাগে৷ সবসময় আপনি সুন্দর সুন্দর কিছু আর্ট শেয়ার করে আসছেন৷ আজকেও বেশ অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ এখানে আপনি এই আর্টের মধ্যে খুব সুন্দর ভাবে এই চাঁদকে ফুটিয়ে তুলেছেন এবং একেবারে নিখুঁত কিছু ডিজাইন এর মধ্যে ফুটে উঠেছে৷ অসংখ্য ধন্যবাদ৷
আপনার নিজের হাতে আর্ট করা চাঁদের পেইন্টিং টি অসাধারণ হয়েছে। চমৎকারভাবে চাঁদের খুঁটিনাটি সবকিছু সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। একটি আনকমন পেইন্টিং দেখলাম। ধন্যবাদ আপু।