মোবাইল ব্যবহারের উপকারিতাsteemCreated with Sketch.

in #moblast year (edited)

মোবাইল আমাদের জন্য অনেক উপকারী একটি বস্তু৷ মোবাইল প্রথম দিকে যোগাযোগ মাধ্যম হিসেবে বেশি সুপরিচিত ছিলো৷ আস্তে আস্তে আধুনিকতার ছোয়া পেয়ে এর প্রচার বেড়েছে৷ প্রথম দিকে হাতে গুণা মানুষের কাছে মোবাইল ছিলো৷ আগে টিপবোতাম সেট বেশি চলতো৷ এখন বর্তমানে হাতে হাতে এন্ড্রয়েড সেট৷ এন্ড্রয়েড সেট দিয়ে ভিডিও দেখা যায়৷ আগের মোবাইল গুলোতে এসব দেখা যেত না।


Pixabay

বাংলাদেশে ২০০৬ সালে টিপবোতাম সেট বের হয়েছিলো। তখন এই মোবাইলের দামই ছিলো ৬০০০ থেকে ১৫০০০ টাকা। তখন ১ মিনিট কথা বললে ৭ টাকা খরচ হইতো৷ মোবাইলে কথা বলাও বিলাসিতা ছিলো৷ তখন মানুষ দোকানে গিয়ে মোবাইলে কথা বলতো৷ মোবাইল আসাতে যোগাযোগ সহজলভ্য হয়ে গেছে৷ আগে চিঠির মাধ্যমে যোগাযোগ করতে হইতো৷ এটায় অনেক সময় লাগতো৷ আর মোবাইল আসাতে নিমিষেই মানুষের সাথে কথা বলতে পারতেছি এখন।

এখন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আসাতে মানুষের কথা বলা আরও সহজ হয়ে গেছে৷ এখানে ইন্টারনেট থাকলে একসাথে অনেক জনের সাথে কথা বলতে পারে৷ আগে এসব করা যেত না৷ মোবাইল আসাতে আমাদের অনেক উপকারই হয়েছে বলা যায়৷