মন ভালো করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না😒
হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
ভালো আছি কথাটা বলতে হয় তাই হয়তো বলছি ভালো আছি কিন্তু সত্যি কথা এই যে আমি মানসিকভাবে বাসায় শারীরিকভাবে কোনভাবেই ভালো নেই। আসলে একই বিষয় নিয়ে আপনাদের সাথে বারবার আলোচনা করতেও লজ্জা পাচ্ছি। বলতে গেলে এই বলা ছাড়া আমার কিছুই নেই। কারণ সময়টা আমার এভাবে খারাপ যাবে কখনোই বুঝতে পারিনি। একের পর এক বিপদ। একটা বিপদ কোনভাবে কাটিয়ে উঠতে না উঠতে আরেকটা বিপদে সে হাজির হচ্ছে। বলা আছে দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র। আমরা প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষা দিয়ে যাচ্ছি।
এতই খারাপ সময় যাচ্ছে যে কি নিয়ে লিখবো আপনাদের সামনে কি নিয়ে হাজির হব কোন কিছুই বুঝে উঠতে পারছি না। হয়তো একই ধরনের পোস্ট দেখতে দেখতে আপনারাও বিরক্ত হয়ে যাচ্ছেন। এ সপ্তাহে কমিউনিটির কাজ একদমই করতে পারিনি। আজ কিছু কমেন্ট করার চেষ্টা করেছিলাম। সেটাও শুধুমাত্র ধারাবাহিকতা বজায় রাখার জন্য।
আসলে প্রথমে তো জমি সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে ঝামেলায় ছিলাম যদিও তাকে কোন ভাবে কাটিয়ে উঠলাম তারপর আবার অসুস্থ। এতটা অসুস্থ আমি কখনোই হয়নি। বলতে গেলে একদম খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে আমার। তার ওপর আবার কালকে আমার খামারের এত বড় একটা ক্ষতি। বলতে গেলে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছি। যদিও আপনাদের ভাইয়া অনেক সাহস যোগাচ্ছে আমাকে। কিন্তু ঐ যে মেয়েদের মন যে নরম কোনভাবেই এসব মেনে নিতে পারছি না।
তবে খুব করে চাইছি সবকিছু মাথা থেকে একদম বের করে দিতে। কারণ আমি মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়ছি এতে করে আমার ছেলের উপর প্রভাব পড়বে এবং আমার পরিবারের উপর। আপনারা দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সবকিছু সামলে উঠতে পারি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
https://x.com/HiraHabiba67428/status/1890443389667082383?t=oInwJkZCFPpn-EpnPjUN0w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু মানুষের জীবন একটা পরীক্ষা। আর প্রতিনিয়ত মানুষ কোন না কোন পরীক্ষা দিয়ে যায়। তবে আপু আমি মনে করি যে কোন আপদ বিপদ হলে ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। তবে এটি শুনে ভালো লাগলো আমাদের ভাইয়া আপনাকে সাহস জোগাচ্ছে। আর এটা ঠিক বলেছেন মেয়েদের মন একটু এমনিতেই নরম হয় অল্পতে ভেঙে পড়ে। আশা করি সব বিপদ কেটে সামনের দিকে এগিয়ে যাবেন সুন্দরভাবে।
হ্যাঁ আপু এমতাবস্থায় ধৈর্য ধারণ করা ছাড়া আমার কাছে করার কিছু নেই।
বুঝতে পারছি কয়েকটি ধাক্কা এক সাথে সামাল দিতে হয়েছে। আসলে সব কিছু একসময় ঠিক হয়ে যায়। এমনকি আমাদের সমস্যা গুলো ও। কোথাও গিয়ে কয়েকদিন ঘুরে আসেন আশাকরি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।
সেটাই ভাবছি ভাইয়া কোথাও ঘুরতে যাবো।হয়তো তাহলে ভালো লাগবে।