ঈদ উপলক্ষে কিছু উপহার কেনার অনূভুতি
হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
ঈদকে কেন্দ্র করে আমাদের কতশত আয়োজন আমাদের নিজের সমর্থ্য অনুযায়ী নিজেদের জন্য কেনাকাটা আত্মীয়-স্বজনের জন্য কেনাকাটা আমরা করে থাকি। আত্মীয়স্বজনের বাহিরেও কিছু মানুষের হক থাকে আমাদের অর্থের উপরে। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার কিছু প্রতিবেশী কিংবা গরিব-দুঃখীদের মাঝে কিছু দেওয়ার চেষ্টা করি হয়তো এই কথাগুলো বলাটা ঠিক নয় যেহেতু দৈনন্দিন জীবনের সবকিছু শেয়ার করে এখানে তাই বলছি। নিজেদের জন্য কেনাকাটা সম্পন্ন হয়েছে। এবং আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি আত্মীয়-স্বজন সবার জন্যই কেনাকাটা করেছি।
আমি প্রত্যেক বছরই আমার সামর্থ্য অনুযায়ী আমার আশেপাশে কিছু মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি এ বছরও তার ব্যতিক্রম হয়নি। হয়তো আমার অনেক কিছু নেই কিন্তু আমার দেবার মত মনটা আছে। কত কয়েকদিন আগে গিয়েছিলাম শহরে কেনাকাটা করতে। আমি মূলত কিছু লুঙ্গি এবং মহিলাদের জন্য কিছু গজ কাপড়, থ্রিপিস কিনেছিলাম।
আমি আমার মাকে সাথে নিয়ে শহরে গিয়েছিলাম। কারণ আপনাদের ভাইয়া এইসব কেনাকাটার বিষয়ে খুব একটা অভিজ্ঞ নয়। তবে আমার মা বেশ ভালো কেনাকাটা করতে পারেন। আর যেহেতু পরিচিত দোকান আছে তাই কোনো সমস্যাই হয় না। তো আমি গিয়ে প্রথমেই বেশ কয়েকটি লুঙ্গি দেখছিলাম এবং কোন বয়সের মানুষকে কি লুঙ্গি দিব সেটা পছন্দ করে বেশ কয়েকটি লুঙ্গি কিনেছি। এরপর পছন্দমত কিছু ম্যাক্সির কাপড়, থ্রি পিস কিনেছিলাম।
বাড়িতে এসে যার যার উপহারগুলো আমি পৌঁছে দিয়েছি বিশ্বাস করুন তাদের মুখে যে হাসিটা এবং তাদের কাছে যে দোয়াটা পেয়েছি সেটা আমাকে আরো অনুপ্রাণিত করে। আর একটা কথায় ভাবছিলাম এক টুকরো কাপড় পেয়ে তারা কতটা খুশি হয়। আর আমরা যারা একটু ভালো থাকি তাদের যেন আরো চাই,আরো চাই এ বিষয়টা বেড়েই চলে।যাইহোক সৃষ্টিকর্তা সবাইকে দান করার তৌফিক দান করুন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার কেনা উপহার গুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/HiraHabiba67428/status/1904978901161611536?t=IVkUTfVIxpah6gYTK6rqNQ&s=19
https://x.com/HiraHabiba67428/status/1904981264928829907?t=IVmVYtBTKbUvtmvokznafg&s=19
https://x.com/HiraHabiba67428/status/1904982208051560894?t=U9eVpCbIUushK-2M_ky-IQ&s=19
https://x.com/HiraHabiba67428/status/1904983011948724233?t=zgjIxydqZI-PydD_uepLUA&s=19
https://x.com/HiraHabiba67428/status/1904983882778444086?t=3OzmDkON6EnLYYdmjiS60g&s=19
https://x.com/HiraHabiba67428/status/1904985482477650285?t=DQsXUYcSp9KCxZP2Fz8QcA&s=19
https://x.com/HiraHabiba67428/status/1904986001812107524?t=qF_DuJpkhxk2mLXMiJjlxg&s=19