শায়ানের হেয়ার কাটিং এর মুহূর্ত

in আমার বাংলা ব্লগlast year

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি পোস্টে স্বাগতম।একদমই ভিন্ন রকম একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।প্রতিদিনই চেষ্টা করি আলাদা আলাদা বিষয় নিয়ে আপনাদের মাঝে আসার।দুদিন টানা রেসিপি পোস্ট করেছি তাই ভাবলাম আজকে একটু আলাদা বিষয় নিয়ে কথা বলা যাক। আজ গিয়েছিলাম বিকেলে ছেলের হেয়ার কাটিং করতে সেলুনে।আপনারা ইতিমধ্যে হয়তো নরেশ দাদার কথা জানেন। আমাদের স্থানীয় বাজারে একজন ভালো নামকরা নাপিত উনি।আপনাদের ভাইয়ার সাথেও খুবই ভালো সম্পর্ক।

1000020731.jpg

প্রথম প্রথম বাবু সেলুনে গিয়ে খুবই বিরক্ত করতো। তাই ওনাকে বাড়িতে ডাকতাম। সবসময় বাড়িতে এসে বাবুর হেয়ার কাটিং করত। আমারও কেন জানি বাবুর হেয়ার একটু বড় হয়ে গেলে দেখতে ভালো লাগতোনা। সব সময় কাটিং করলেই দেখতে ভালো লাগতো। এবার বিষয়টা হয়েছে কি গত দুইদিন আগে ওর বাবা হেয়ার কাটিং করে এসেছে। বাবু সেটা দেখছিল আর বারবার বলছিল ও হেয়ার কাটিং করতে চায়। আজ খুবই বায়না করছিল যে নরেশ এর কাছে যাবে। ওকে বোঝাচ্ছিলাম নরেশ বাড়িতে আসবে কিন্তু ও কোনোভাবে বুঝতে চাইছিল না।

1000020742.jpg

1000020715.jpg

1000020729.jpg

কি আর করার বায়না সইতে না পেরে ওর বাবা আর আমি নরেশের কাছে নিয়ে গেলাম। সেখানে গিয়ে ও খুবই খুশি কারণ সবদিকে আয়না দিয়ে সেলুন টা অনেক সুন্দর করে সাজানো ছিল। এবার ওতো অনেক সুন্দর করে কথা বলে।তাই সেলুনে গিয়ে নরেশ দাদাকে বলছিল চাচ্চু আমি এসে গেছি, বাবার মতো হেয়ার কাটিং করো আমার। ওর কথা শুনে খুবই হাসছিলাম আমরা। যাইহোক ওকে চেয়ারে বসিয়ে দিয়ে চা খাচ্ছিলাম আমরা। এমত অবস্থায় বাবু আবার চা দেখে বায়না করছিল ও চা খাবে।

1000020726.jpg

1000020735.jpg

1000020737.jpg

হেয়ার কাটিং অফ করে চা খেয়ে নিল। চা ওর বরাবরই প্রিয়। এটা অবশ্য শিখেছে @bristychaki বৌদির কাছে থেকে। উনি প্রচুর পরিমাণে চা পছন্দ করেন। আমার ছেলেটাও হয়েছে উনার মতো। যাইহোক চা শেষ করে ওর হেয়ার কাটিং টা ও শেষ করা হয়।হেয়ার কাটিং এর শেষ সময়টাতে ও খুবই নড়াচড়া করে। ওই সময়টাতে ওকে সামলাতে হয়। যাইহোক এরপর আমরা সুন্দর একটা হেয়ার কাটিং করে বাসায় চলে আসি।

1000020724.jpg

1000020740.jpg

1000020739.jpg

হেয়ার কাটিং করার পর আমার ছেলেটাকে অনেক কিউট লাগছিল দেখতে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাবুর চুল ছাটাই এর মুহূর্ত সুন্দর ভাবে ফটো ধারণ করেছেন। প্রথম প্রথম বাচ্চারা ভয় পায় তাই ঝামেলা করে। আমার ছেলেটা ঝামেলা করে তাই আমি নিজেই ঘুমন্ত অবস্থায় কেটে দেই।

 last year 

আমি অবশ্য কখনো বাসায় চেষ্টা করি নি।সব সময় সেলুন থেকে কেটে আনি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বাহ্ দারুন আইডিয়া। চা খেতে খেতে হেয়ার কাটিং। বেশ মজাই পেলাম। আমার কাছে কিন্তু বিষয়টা বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এমন সুন্দর মূহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। সত্যি চা খেতে চুল কাটার আইডিয়া টা দারুন।

 last year 

লাড্ডু টা দেখতে দেখতে কত্তো বড় হয়ে গেলো...!!কি যে কিউট হয়েছে দেখতে ওর মুখের মধ্যে অন্য রকমের একটা মায়া আছর যা দেখলেই মন ভরে যায়।আমার যোগ্য শিষ্য হয়েছে লাড্ডু ঐ যদি এখন আমার চাখোর নাম টা ধরে রাখতে পারে...!!🤭 অনেক অনেক আশীর্বাদ করি লাড্ডু যেনো মানুষের মতো মানুষ হয়ে উঠে।শুভকামনা নিরন্তর ❤️❤️

 last year 

লাড্ডুও ওর আন্টি দিদিদের খুব ভালোবাসে।হ্যাঁ আপনার যোগ্য শিষ্য।

 last year 

শায়ান বাবু দেখছি বেশ মজা করে চুল কাটিং করেছে। আমার কন্যাটি কিন্তু একেবারেই এরকম ছিল না এই বয়সে। ওকে যখনই নিয়ে যেতাম চুল কাটার জন্য কি ভয়ংকর কান্না করত। তার অবশ্য একটা কারণ দেখার তো কারণ ও মনে করতে চুল গুলো কেটে ফেললে নাকি চুলের খুব কষ্ট হয়। সেই চুলের কষ্ট ও সহ্য করতে না পেরে কাঁদতো। হা হা হা আর এখন মিশনারি স্কুলে পড়ার জন্য চুল এক ইঞ্চি যদি বেড়ে যায় নিজেই এসে বলবে এক্ষুনি চুলটা কেটে দাও আমাকে রেড মার্কস দিয়ে দিল। হা হা হা। শায়ান বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা দিলাম। সোনা শায়ানবাবু।

 last year 

আমার ছেলেও কান্না করতো কোলে নিয়ে বসে পরতাম আমি। এখন চুপ থাকে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

শায়ান চুল কাটার জন্য বায়না ধরে শুনে অবাক ই হলাম।আর আমার ছেলে চুল ই কাটতে চায় না। ছোট সময় চুল কাটাতে খুব কষ্ট হতো।একটু বড় হওয়ার পর এখন আইসক্রিম খাওয়ানোর লোভ দিয়ে চুল কাটাতে পাঠাই।এরপরেও নাপিতকে বলতে থাকে তার চুল যেনো বেশি না কাটা হয়।😂শায়ানকে মাশাল্লাহ সুন্দর লাগছে।দোয়া করি আপু আল্লাহ ওকে সুস্থ ও সুন্দর রাখেন,আমিন।

 last year 

ওর বাবাকে চুল কাটতে দেখলেই ও কাটতে চায়।সব বাচ্চাদের ক্ষেত্রেই তাই।চিপস্ চকলেট দিয়ে বসিয়ে দিতে হত।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বেশ ভালোই হলো,কষ্ট করে নরেশ দাদাকে আপনাদের বাসায় যেতে হয়নি শায়ানের চুল কাটার জন্য। এখন থেকে মনে হচ্ছে শায়ান সবসময় সেলুনে গিয়েই হেয়ার কাটিং করাবে। যাইহোক হেয়ার কাট করার পর,শায়ানকে দেখতে আসলেই খুব কিউট লাগছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

সুন্দর একটা মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।