ছোট্ট বুড়ির নাচের ভিডিওগ্রাফি
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ভিডিও ব্লগে স্বাগতম।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভাসুরের মেয়ের নাচের ভিডিও। যদিও মজার ছলে ভিডিওটি করেছিলাম তারপর দেখলাম ও অনেক সুন্দর নাচ করলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ওর বয়স পাঁচ বছর। এই বয়সে ও টিভি দেখে দেখে এত সুন্দর নাচ করে যা দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছি।আশা করছি ও নাচটা আপনাদের কাছেও ভালো লাগবে।
আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি তখন এই ছোট্ট বুড়িটা হামাগুড়ি দিতে শিখেছে মাত্র। আর আজ কত বড় হয়ে গেছে। দিনগুলো কত দ্রুত চলে যায় চোখের সামনে মেয়েটা অনেকটা বড় হয়ে গেল। এখন সে স্কুলে যায় পড়ালেখা করে। আমি একসাথে বেশ কয়েকটি ভিডিও করে রেখেছি। একে একে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পরবর্তীতে যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে।
ও মাঝে মাঝে এমন সুন্দর সুন্দর স্টেপ দেখাচ্ছিলো যা দেখে আমরা রীতিমতো সবাই অবাক হয়ে গিয়েছিলাম এবং তার নাচটা বেশ উপভোগ করছিলাম। সব থেকে যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে ও প্রত্যেকটা গানের সঙ্গে মুখ মিলাচ্ছিলো আর এইটুকু বাচ্চার প্রত্যেকটা গান মুখস্ত। আজ এ পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনারা উপভোগ করেছেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন সামনে আরো এগিয়ে যেতে পারে। এবং বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে।



বর্তমান সময়ে ছোটরা অনেক এডভান্স হয়ে গিয়েছে। তারা মোবাইল দেখে দেখে এখন অনেক কিছুই শিখে ফেলছে যাও পূর্বে হতো না। ছোট বুড়ির এই নাচ দেখে খুবই ভালো লাগলো।
জ্বী ভাইয়া বর্তমান যুগে বাচ্চাদের কি কিছু শেখাতে হয় না। তারা এমনি এমনি সব কিছু শিখে ফেলে। ছোট বুড়ির নাচ থেকে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
বাহ্ আপু মেয়েটা তো দারুন নাচে। ছোট সোনামনি নাচটা আমার কাছে খুব দারুণ লেগেছে। পাঁচ বছরে এতোটুকু মেয়ে এত সুন্দর করে নাচছে। দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আরো কিছু ভিডিও আছে সেগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করবেন যেন বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
জ্বি ভাইয়া প্রথমে আমরা ওর এত সুন্দর নাচ দেখে অবাক হয়ে গিয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
আমি ছোট বাচ্চার এত সুন্দর ডান্স দেখে আমার অনেক ভালো লেগেছে খুব সুন্দর সে ডান্স করেছে আসলে এগুলা ছোটকালের অভ্যাস যারা ছোট থেকে যেই জিনিসের অভ্যস্ত হয়ে যায়। যাইহোক ভালো লাগলো আপনার পোস্ট।
এখনকার বাচ্চারা ঘরের মধ্যে থেকে টিভিতে যা দেখে তাই শিখে ফেলে।ও টিভি দেখে দেখে এত সুন্দর নাচ শিখেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।