লাপাতা লেডিস||মুভি রিভিউ

in আমার বাংলা ব্লগ2 years ago

কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় মুভিটির অনেক চর্চা দেখতেছিলাম। দুই একজন একটু স্লো বললেও বাকিরা সবাই বলছিল পয়সা উশুল মুভি৷ এই রকম রিভিউ দেখে মনে হল একটা সুযোগ দিয়ে দেখা যেতেই পারে। শুক্রবার দিন সকল কাজকর্ম শেষ করে দেখতে বসলাম। কেমন লাগল? সেটা তো জানাবই।তার আগে চলুন সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নেওয়া যাক।

সংক্ষিপ্ত বিবরণ

হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব একটি মুভি রিভিউ
মুভির নামলাপাতা লেডিস
জনরাড্রামা,থ্রিলার
ভাষাহিন্দি
ডিরেক্টরকিরণ রাও
অভিনয়েরাবি কিশান,নিতাংশি গোয়েল,প্রতিভা রত্না,ছায়া কদম
রিলিজ ডেট১মার্চ২০২৪

সংক্ষিপ্ত প্লট

গল্পের প্রধান চরিত্র দীপক আর ফুল।দীপক আর ফুলের নব বিবাহ হয়েছে। দীপক বরযাত্রী নিয়ে ফুলকে নিজের বাড়ি নিয়ে যাবে তখন ফুলের দাদী জানায় তার একটা মানত আছে। এজন্য দুইদিন তাকে শ্বশুড় বাড়ি অর্থাৎ ফুলের বাড়িতে থাকতে হবে।তাই দীপক থেকে যায়,বরযাত্রী বাড়ি চলে যায়।

দুইদিন পর দীপক আর ফুল ট্রেনে চড়ে বাড়িতে রওনা দেয়। কিন্তু ট্রেনে ওঠার পর দেখা যায় সেখানে আরো একজোড়া নব দম্পতি।দুই দম্পতির ই ড্রেস একই,আর কনেরা মাথায় একহাত ঘোমটা। অপর দম্পতির পতিদেব এর নাম প্রদীপ। ট্রেনে ওঠার পর থেকেই প্রদীপ এর মা যৌতুক নিয়ে কথা বলা শুরু করে।কিন্তু দীপক কোন যৌতুক নেয়নি,তাই প্রদীপের মা দীপক কে কটাক্ষ করে বলে,নিশ্চয় তার মাঝে কোন ক্ষুত আছে।

এরপর রাত কেটে যায়,সকালে দীপক ওয়াশরুমে যায়।এর মাঝে সিট বদল হয়।একটুপর দীপক এর বাড়ির স্টেশন চলে আসে। দীপক তার কনে কে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ির সবাই অত্যন্ত খুশি হয়ে ওঠে৷ কনে বরণ করার ধুম পড়ে যায়৷ কিন্তু বরণ করতে গিয়ে দেখা যায়,"একি ফুল কোথায়? এতো অন্য কেউ।

সবার মাথায় হাত। একদিকে নতুন বউ হারিয়ে গেছে,অন্যদিকে আরেকজন এর বউ নিয়ে চলে এসেছে। অন্যদিকে ফুল লাস্ট স্টেশনে নেমে পড়ে।নামার পর সে বুঝতে পারে সে ভুল জায়গায় চলে এসেছে। আর দীপক কেও হারিয়ে ফেলেছে। সে পাগলের মত খুজতে থাকে দীপক কে। কিন্তু খুজে পায়না। তখন স্টেশন এর এক ভিক্ষুক ছোটু আশ্রয় দেয় ফুল কে।

পরের দিন ছোটু ফুলকে নিয়ে যায়,স্টেশনের পাশের এক খাবার বিক্রেতা মহিলার কাছে।মহিলা প্রথমে ফুলকে অনেক কথা শোনায়,তারপর অবশ্য আশ্রয় দেয়।সবাই ফুলকে তার শ্বশুড় বাড়ি খুজতে হেল্প করছিল,কিন্তু ফুল কিছুতেই তার শ্বশুর বাড়ি এলাকার নাম মনে করতে পারছিল না।

এদিকে দীপক যাকে নিয়ে গেছে ভুল করে সে ইচ্ছা করেই তার নাম ঠিকানা ভুল বলে।স্বামীর নামও ভুল বলে। পরে যাতে কোন সমস্যা না হয় তাই দীপকরা থানায় যায় রিপোর্ট লেখাতে। থানার দারোগা ব্যাপক ঘুষখোর। ঘুষ ছাড়া একপা ও নড়তে চান না।তিনি ঘুষের বিনিময়ে কেস হাতে নেন।তবে তিনি বুঝতে পারেন সমস্যা আছে ফুলের জায়গায় আসা নতুন বৌয়ের উপর।যার নাম জয়া।

একদিকে এই বৌকে তার বাড়ি পাঠানো আবার অন্যদিকে ফুলকে খুজে বের করা।দীপক কিভাবে সামলাবে এগুলো? আর জয়া কেন সবাইকে ভুল পরিচয় দিল? কি উদ্দেশ্য তার? জানতে হলে দেখে ফেলুন মুভিটি।

ব্যক্তিগত মতামত

মুভিটিকে এক কথায় বলা যায় অনবদ্য। আমি স্পয়লার দেবার ভয়ে অনেক কিছুই ইগনোর করে গেছি। তবে মুভিটি যখন দেখবেন তখন আপনার মনেই হবে না আপনি মুভি দেখছেন।এত সহজ সরল সাবলীল ছিল সবাই। সমাজের অসংগতি গুলোও মজার ছলে। মুভিটি অনেক মজার।সবাই খুব সুন্দর অভিনয় করেছে তবে আমার সব থেকে বেশি ভাল লেগেছে রবি কিশান এর অভিনয়। আর গল্পের শেষের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবেই। তাই হাতে সময় থাকলে দেখে ফেলুন মুভিটি।

ট্রেইলার

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই দারুণ ভালো লাগার একটি মুভি। আমিও রিসেন্ট দেখেছি মুভিটা। আমার কাছেও অনবদ্য লেগেছে সকলের অভিনয়, এমনকি বাচ্চা গুলোর অভিনয়ও বেশ সাবলীল ছিলো। শেষের দিকে ভালোই টুইস্ট ছিলো। দেখার সাজেশন থাকবে বাকিদের জন্যও।

 2 years ago 

অনেক দিন পর একটি ভাল হিন্দি মুভি দেখলাম মাসি। ধন্যবাদ মাসি।

 2 years ago 

মুভির প্রথম কাহিনীটা তো বেশ মজার ছিল বউ বদলে যেতে বিষয়টা হা হা হা। যাই হোক ট্রেইলার দেখার পরে মুভিটা দেখার প্রতি আগ্রহ আরো বেড়ে গেল। ধন্যবাদ ভাই সুন্দর একটা মুভির সন্ধান দিয়েছেন।

 2 years ago 

আপনার আগ্রহ জেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দরমন্তব্যের জন্য।

 2 years ago 

আমি মুভিটা এখনও দেখিনি। সেজন্য আপনার রিভিউ টা বেশ ভালো লেগেছে একেবারে স্পয়লার মুক্ত ছিল। স‍্যোসাল মিডিয়ায় মুভিটার ক্লিপগুলো ঘুরে বেড়াচ্ছে। এবং মুভির কাহিনী টা দারুণ। অল্প বাজেটের মুভি হলেও গল্প ভালো এইজন্য জনপ্রিয়তা পেয়ে গেছে মুভিটা। দারুণ ছিল আপনার পোস্ট টা ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই। অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য থেকে।

 2 years ago 

সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরেই এই মুভিটার বিভিন্ন কথা শুনছিলাম। তবে এখনো দেখার সময় হয়নি। আপনার পোস্ট পড়ে মনে হল গল্পটা বেশ মজার একটা গল্প। আর সবার অভিনয় খুবই সহজ সাবলীল ছিল। তবে টুইস্টের কথা শুনে তো দেখার আগ্রহ আরো বেড়ে গেল। ট্রাই করবো এই মুভিটা অবশ্যই দেখার।

 2 years ago 

দেখে ফেলুন আপু। আশা করি ভাল লাগবে।ধন্যবাদ আপু।

 2 years ago 

"লাপাতা লেডিস" সিনেমাটা আমি গতকালই দেখে শেষ করেছি। বিশেষ করে রাবি কিশান এবং নিতাংশি গোয়েল এর অ্যাক্টিংটা দেখার মত ছিল। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র দীপক আর ফুল, যাদের অভিনয় দেখে আমার তো শেষ পর্যায়ে কেঁদে ফেলার মত অবস্থা হয়েছিল। যাইহোক, আপনি "লাপাতা লেডিস" সিনেমা সম্পর্কে এখানে যতটুকুই বলেছেন, পুরোটুকই পারফেক্ট বলেছেন। আর আমি যেহেতু পুরো সিনেমাটাই দেখে ফেলেছি, এজন্য আপনার রিভিউটা পড়ে বুঝতে পারলাম, খুব পারফেক্ট ভাবে লিখেছেন আপনি।

 2 years ago 

ধন্যবাদ দাদা অনেক উৎসাহিত হলাম। মুভি বা বুক রিভিউ মানুষ পড়েই না খুব একটা। আপনি পড়েছেন জন্য ভাল লাগল।

 2 years ago 

আমার কাছে এগুলো পড়তে বেশ ভালোই লাগে ভাই।

Khoob Bhalo