গান কভার:)- ভালোবাসার মতো ভালোবাসলে। Song Cover By @limon88

in আমার বাংলা ব্লগlast year
ভালোবাসার মতো ভালোবাসলে।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম"
1000064127.jpg

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গান কভার:)- ভালোবাসার মতো ভালোবাসলে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

গানটির কিছু তথ্য:-
  • গান: ভালোবাসার মতো ভালোবাসলে।
  • শিল্পী: কামরুজ্জামান রাব্বি।
  • সংগীত: কামরুজ্জামান রাব্বি।
  • কভার: @limon88

প্রতি সপ্তাহের ন্যায় আজকেও একটি গান কভার নিয়ে হাজির হলাম। আজকে পুরানো দিনের চমৎকার একটি গান কভার নিয়ে হাজির হলাম। গানটির নাম হচ্ছে ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গোঁ ভোলা যায়। আসলেই চিরন্তন সত্য কথা। একজন কে ভালোবাসলে কখনোই যেনো ভোলা যায় না। গানের কথা এবং সুর জাস্ট অসাধারন। তাই আজকে চমৎকার গানটি কভার করে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করলাম। যদিও আমি কোন শিল্পী নই তবে মাঝে মধ্যে আপনাদের কে বিনোদন দিতে পারলে অনেক বেশি ভালো লাগে। নিচে গানের ভিডিও লিংক শেয়ার করলাম। অবশ্যই গানটি শুনবেন এবং আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন সব সময়ই এই কামনাই করি।

ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গানটির লিরিক্স:-

ভালোবাসার মতো ভালোবাসলে,
তারে কি গো ভোলা যায়,,
ভালোবাসার মতো ভালোবাসলে,
তারে কি গো ভোলা যায়,

ক্ষনিকের ভুলে, বিরহ নামলে,
ক্ষনিকের ভুলে, বিরহ নামলে,
মন থেকে তারে কি গো মোছা যায়,,,
তারে কি গো ভোলা যায়,,
ভালোবাসার মতো ভালোবাসলে,
তারে কি গো ভোলা যায়,,,

ভালোবাসা জাতি মানে না,,,,
কভু হাঁসি কভু কান্না,,
ভালোবাসা জাতি মানে না,,
কভু হাঁসি কভু কান্না,,

দু'চোখে জলে ভরে,
কত ব্যাথা সহ্য করে,
দু'চোখে জলে ভরে,
কত ব্যাথা সহ্য করে,
মন তবু চেয়ে থাকে তার আশায়,,,
তারে কি গো ভোলা যায়,,

ভালোবাসার মতো ভালোবাসলে,

তারে কি গো ভোলা যায়,,

"লিরিক্স লিংক"

পোস্টের বিবরণ:-
বিভাগগান পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়ভালোবাসার মতো ভালোবাসলে,,
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkGmezcfkMzf7YZk2ezhsAasASMeUUfhzU87o8vQ1Jxtmfmdhn565aXDzs8EE26Qw8oYsxvmt5FLgNHXAb3TUYkZqKspJ4JpLBTn7oFwiCKVpHBjj7a8Er.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 last year 

আপনার কন্ঠে আজকেও সুন্দর একটা গান শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি আজকের এই গানটা কভার করেছেন। সুন্দর সুন্দর এরকম গান গুলো শুনলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তেমনি আপনার গাওয়া আজকের গানটা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আপনার খালি গলা যেমন সুন্দর তেমনি এই গানটাও খুব সুন্দর। এভাবে আজকের গাওয়া এই গানটা এত সুন্দর করে কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

অসাধারণ একটি গান কভার করেছেন ভাইয়া। এই গানটি আমি একা থাকলে শুনে থাকি। আপনার গলায় গানটি শুনে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে গানটি গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ভাই আপনার গানটা অনেক সুন্দর হয়েছে এবং শুনতে অনেক ভালো লাগছে আর আপনি যে সুন্দর করে সাজিয়ে লিখেছেন তাতে আমার অনেক ভালো লাগছে তাই আমি তোমাকে ভোট করালাম।আর ভাই আমি নতুন আইডি খুলছি একটু সার্পোট করবেন।

 last year 

একটা সময় ছিল যখন এই গানটা প্রায় দিন শুনতাম অনেক বেশি ভালো লাগতো। এখনো মাঝেমধ্যে শোনা হয় খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করেছেন শুনে ভালো লাগলো। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

অসাধারণ একটি গান কভার আমাদের সাথে শেয়ার করেছেন। এই গান আপনার কন্ঠে শুনতে পেরে বেশ ভালো লাগলো। আমি এই গানটি অনেক আগে থেকেই পছন্দ করি। গানটি কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার গান গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজ ও অনেক সুন্দর একটা গান কভার করেছেন। গান আগে অনেক শোনা হতো কিন্তু মাঝে একেবারে ভুলে গিয়েছিলাম। তবে এখন আমার বাংলা ব্লগ গান কভার দেখে আবার নতুন করে শোনার সুযোগ পেলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গান আমাদের শোনার সুযোগ করে দেওয়ার জন্য।

 last year 

চমৎকার একটি গান পরিবেশন করেছেন ভাই। এই গানটি বহুবার শোনা হয়েছে। আর আজকে আপনার কন্ঠে শুনতে পেরে অনেক ভালো লাগলো। চমৎকার একটি গান শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর গান কভার করেছেন। আপনার গান কভার করা শুনতে ভালো লাগলো। বেশি দারুন গেয়েছেন আপনি।