সবুজ আশা বোনা 🍃💚 ছাদবাগানের ফটোগ্রাফি।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি আশাকরি আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
নিজের হাতে গাছ লাগানো মানে শুধু মাটিতে একটা চারা বসানো নয়, বরং নিজের জীবনে সবুজ আশার বীজ বোনা।এই ছোট্ট চারা গুলোর ভেতর লুকিয়ে থাকে বড় স্বপ্ন, ধৈর্যের শিক্ষা আর নতুন দিনের বিশ্বাস।যেমন করে গাছ ধীরে ধীরে বড় হয়, ঠিক তেমনি আমাদের জীবনেও ধীরে ধীরে আশা, শক্তি আর শান্তি গড়ে ওঠে।একটা গাছ, এক মুঠো মাটি, আর অসীম ভালোবাসা,এটাই জীবনের সবচেয়ে সুন্দর চর্চা।
গাছ লাগানো আমার সবচেয়ে প্রিয় একটি শখ বলতে পারেন।সেই কবে থেকে গাছ লাগনো শুরু করেছি তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমার মনে নেই।তবে বহুবছর ধরে এই কাজটি আমি করে আসছি।কখনো বা ঘরের এককোণে কখনো বারান্দায় আবার যদি সুযোগ থাকে তাহলে ছাদে গাছ লাগাই।আগে যখন ঢাকা শহরে থাকতাম তখন রুমের সাথে ছোট্ট বারান্দায় খুব কষ্ট করে অনেক ধরণের গাছ লাগতাম এভাবেই আমার শখের বাগান করা শুরু হয়।
এবার খুবই ভাগ্যক্রমে ভালো বাড়িওয়ালা পেয়েছি যারা কি-না কখনোই ছাদে ওঠেন না আর আমি ছাড়া অন্য কোনো ভাড়াটিয়াও ছাদে কখনোই ওঠে না।আর আমি সেই সুযোগটাকেই লুফে নিয়েছি।প্রথম প্রথম একটু ভয়ে ভয়ে কয়েকটা গাছ লাগালাম একদিন বাড়িওয়ালা ভাই ছাদে উঠে গাছ গুলো দেখে আমাকে জিজ্ঞেস করলেন এগুলো কি আপনি লাগিয়েছেন?আমি বললাম হ্যাঁ,কোনো সমস্যা ভাই?তখন উনি বললেন সমস্যা হবে কেনো আপনি গাছ লাগান এটা খুবই ভালো কথা এই কথা শুনে তো মনে মনে খুবই খুশি হলাম।আর তারপর থেকে পুরো ছাদ আমার দখলে।যখন যা মন চায় তাই লাগাই।তবে সেই সাথে পরিস্কারের দায়িত্বটাও আমি নিয়েছি।ব্যবহার আমি করছি তাই পরিস্কার করার দায়িত্বটাও আমাকেই নিতে হবে।সারাদিন ছাদে ওঠা গাছের যত্ন নেওয়া সবকিছুই নিজের বাড়ির মতো করে করি,কেউ কিছু বলে না এটা আমার কাছে খুবই ভালো লাগে।
এবার ফুল গাছের পাশাপাশি ছোটখাটো সবজি বাগান করেছি পুঁইশাক,লাউশাক,পেঁয়াজকলি,ধনেপাতা,কলমিশাক এগুলো লাগিয়েছি সাথে কয়েকটা মরিচের গাছ।তারই কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি আশাকরি আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি-১
কাঁচামরিচ আমাদের দৈনন্দিন জীবন সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি জিনিস।যদিওবা আমার গাছের মরিচ দিয়ে প্রতিদিনের চাহিদা মেটানো সম্ভব নয়!গরম ভাতের সাথে নিজের গাছের একটা টাটকা কাঁচামরিচ তুলে এনে খাওয়ার যে তৃপ্তি তা কিন্তু বাজারের কেনা মরিচে পাওয়া যাবে না।সেই চিন্তা থেকেই মরিচ গাছ লাগানো হয়েছে।
ফটোগ্রাফি-২
কলমিশাক লাগানো হয়েছে।আজ সকালে গিয়ে দেখি দু'টো ফুল ফুটেছে।কলমিশাকের ফুল গুলো দেখতে এতোটাই চমৎকার লাগছিলো তাই সাথে সাথে ক্যামেরাবন্দী করে ফেললাম।

ফটোগ্রাফি-৩
ধনেপাতা গুলো এখনো অনেক ছোট কিন্তু এর সুঘ্রাণে মন জুড়িয়ে যায়।রান্নার সময় চট করে কয়েকটা পাতা তুলে এনে তরকারিতে দিলে কি যে ভালো লাগে।😊
ফটোগ্রাফি-৪
বর্তমান বাজারে পেঁয়াজের যে দাম তাতে করে এবার আমি বড়লোক হয়ে যাবো তাই নয় কি!😀
ফটোগ্রাফি-৫
পুঁইশাক গুলো এখনো অনেক ছোট তবে দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বড় হবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে।

আজ এতোটুকুই থাক!পরবর্তী সময়ে আবারও অন্যান্য গাছ গুলোর ফটোগ্রাফি শেয়ার করবো।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
OR











.gif)