আমার করা কিছু ফটোগ্রাফি ||

in #myphotography2 years ago (edited)
আসসালামু আলাইকুম / আদাব ❤️

স্টিমিট আমার বাংলা ব্লগের পরিবারের সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আমি স্টিমিটে আমার বাংলা ব্লগে আমার প্রথম ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। আর আমার কোন ভুল ত্রুটি হলে আশা করি সবাই তা আমায় দরিয়ে দিবেন।

আমারদের গ্রামের বাড়ির পাশে এই ছবিটি তুলা। ঐ দুরের বাড়িটি আমাদের এক ভাইয়ের। বাড়িটি মাঝে মাঝে দেখলে মনে হয় চারপাশের ধান খেতের মাঝে যেন এক বাড়ি ভেসে আছে। দেখলে মনে হয় চারপাশের ধান খেতের মাঝে যেন এক বাড়ি ভেসে আছে।


Messenger_creation_44b5b941-89ca-4faa-a996-dc2f0147cb40.jpeg



একদিন ভাইদের সাথে চা খেতে যাওয়ার সময় এই ছবিটি তুলেছিলাম। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মোর
আছে যেখানে আমরা মাঝে মাঝেই চা খেতে যাই। এই ধান খেতে অনেক পানি জমা থাকে। তাই আমাদের এক ভাই ধানের সাথে এইখানে মাছ ছেরে রেখেছিল।

Picsart_24-03-25_11-44-35-694.jpg
এই ছবিটি আমার কাছে খুব প্রিয়। কারন এই ছবিটি তুলার সময় আকাশের যে রুপ ছিল তা ছিল দেখার মত। তাই আপনাদের সাথে আমার তুলাএই ছবিটি তুলে ধরলাম।


Messenger_creation_4341ab29-3574-4054-9f8a-aa6a90b841e8.jpeg

এই জায়গাটি আমদের বাড়ির সামনের স্কুল মাঠের। এই মাঠে কত খেলা যে খেলেছি, জীবনের অনেক স্ম্রীতি জরিয়ে আছে এই মাঠের সাথে।


Messenger_creation_8cfbad51-f1d8-4843-b151-938f1300847b.jpeg

এই ছবিটি তুলেছিলাম শীতের শেষ দিকে। যখন মাঠের সব ধান কাটা শেষ। পরে রয়েছে শুধু ফাকা মাঠ। যত চচোখ যায় শুধু ফাকা মাঠ। এই ফাকা মাঠেরও এক আলাদা সুন্দর রূপ আছে।

আশা করি সবার কাছে আমার তুলা ছবি গুলা ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile