আমার করা কিছু রেনডম ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগlast year
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG20241211171625.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এটি হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বসুন্ধরা যাওয়ার রোড। এই রাস্তাটি একদম নতুন হয়েছে। কিছুদিন আগেই এই রোডে যাতায়াত শুরু হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এর একদম সামনে এসে বসুন্ধরার এই রোডটি শেষ হয়েছে। রোডের মাঝে এরকম পোলের মতো সারি সারি সাজিয়ে ২পাশে এরকম চমৎকার লাইটিং যা অনেক বেশি সুন্দর ও চোখে পড়ার মতো। ইউনিভার্সিটি এর মেইন গেইট থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG20241211163859.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি ইউনিভার্সিটি এর তৃতীয় তলা থেকে করেছিলাম। আমার ইউনিভার্সিটিতে ক্লাস ছিল সকাল ১১ টা থেকে বিকেল ৪'৩০ মিনিট পর্যন্ত। ক্লাস শেষ হওয়ার পর যখন আমি ভার্সিটির তৃতীয় তলা থেকে নিচের দিকে নামতে যাবো তখনই আমার চোখে পরে পড়ন্ত সূর্য। পড়ন্ত বিকেলের সূর্য আমার কাছে অনেক ভালো লাগে। পড়ন্ত বিকেলের এই সৌন্দর্য তুলে ধরতেই মূলত এই ফটোগ্রাফিটি করা।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG20241211132617.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এটি হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মসজিদ মসজিদে আল মুস্তাফা। এটি আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে অবস্থিত। এই মসজিদটি ইতোমধ্যেই অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ইউনিভার্সিটি এর মাঠ থেকে মসজিদটির ফটোগ্রাফি করে নিয়েছিলাম। এই মসজিদটি ও একদম নতুন হয়েছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG20241204182624.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এটি আমাদের ইউনিভার্সিটিটির একদম মেইনগেটের সামনে। ইউনিভার্সিটি মেন গেটের পাশে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর এই মিনারটি অবস্থিত। একদিন ইউনিভার্সিটিতেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর যখন আমি বাসায় ফিরছিলাম তখন বাগান বিলাস ফুলের গাছসহ ইউনিভার্সিটির এই মিনারটির ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করে নেই।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20241212_224504.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি করেছি আমি ভার্সিটির গ্যালারি থেকে। ক্লাস ব্রেক এর সময় আমি ও আমার বন্ধুরা মিলে ভার্সিটির গ্যালারিতে বসে আড্ডা দেই। গ্যালারিতে বসে আড্ডা দেওয়ার সময় গ্যালারির এক প্রান্ত থেকে এই ফটোগ্রাফিটি ক্যাপচার করি। আশা করি আমার করা ফটোগ্রাফিটি আপনাদের সবাইকে ভালো লেগেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:--৬

IMG20241209200646.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location

ফটোগ্রাফিটিতে আপনারা যেটি দেখতে পারছেন এটি হলো ঢাকা ইউনিভার্সিটি এর কার্জন হলের একটি অংশ। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের স্বনামধন্য একটি ইউনিভার্সিটি। এবং ঢাকা ইউনিভার্সিটি এর কার্জন হল বেশ জনপ্রিয় একটি জায়গা। কার্জন হলের যেই অংশটির ফটোগ্রাফি আমি করেছি এটি হলো ঢাকা ইউনিভার্সিটি মৎস্যবিজ্ঞান বিভাগ। আমি কিছুদিন আগে ফ্রেন্ডদের সাথে ঢাকা ইউনিভার্সিটি গিয়েছিলাম সেখানেই ফটোগ্রাফি করছি।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 last year 

1000036462.jpg

1000036468.jpg

1000036490.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ওয়াও ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনাদের ইউনিভার্সিটি থেকে বসুন্ধরা যাওয়ার রোডের ল্যাম্পপোস্ট গুলো চমৎকার। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 last year 

তোমার ইউনিভার্সিটি আশপাশটা ভীষণ সুন্দর। সবকটি ছবি দারুন সুন্দর লাগলো।। তুমি খুব সুন্দরভাবে যত্ন করে ছবিগুলো তুলেছ। এই ব্লগে দেওয়া প্রত্যেকটি ছবি তোমার ইউনিভার্সিটির সৌন্দর্যকে প্রকাশ করেছে। এখন শুধু ভালো করে পড়াশোনা করো। ব্যাস তাহলেই দেখবে সব সাফল্য এসে তোমার কাছে জড়ো হবে।

 last year 

দোয়া রেখো যেন সফল হতে পারি।

 last year 

কী সুন্দর সব ছবি শেয়ার করেছেন আপনি আমাদের সাথে। প্রতিটা ছবিই অসাধারণ হয়েছে। কাকে ছেড়ে কাকে দেখি? প্রতিটি ছবিই তাকিয়ে থাকার মতো সুন্দর হয়েছে।

 last year 

অসংখ্য ধন্যবাদ।

 last year 

বসুন্ধরা রোডে লাইটিং এর ফটোগ্রাফি টা বেশ চমৎকার লেগেছে। প্রত্যেকটা লাইট খুবই সুন্দর লাগছে দেখতে। আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। বাগান বিলাস ফুলের গাছ সহ আপনাদের ইউনিভার্সিটি মিনারের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার কাছে। সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার করা ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

বাহ্ খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন তো আপনি। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি দেখতে অনেক বেশি ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো করলে অনেক সুন্দর লাগে। আপনার ফটোগ্রাফি মাঝে মধ্যে আমার দেখা হয়। এরকম ফটোগ্রাফি গুলো যত দেখি ততই আমার ভালো লাগে।

 last year 

আমার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগলো।

 last year 

রাস্তাটা দেখে বোঝার উপায় নেই এটা বাংলাদেশের। বেশ সুন্দর। কার্জন হলের ফটোগ্রাফি টা বেশ সুন্দর করেছেন ভাই। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। সবমিলিয়ে চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আজকে আপনি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো এমনিতে অসাধারণ হয়। বিশেষ করে প্রথম রাস্তার ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে। এবং মসজিদে আল মুস্তাফা এর ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। সত্যি বলতে আপনি অসাধারণ ফটোগ্রাফি করে সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু।