||নাটক রিভিউ:-মাধ্যমিকের বাধ্য মেয়ে||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-মাধ্যমিকের বাধ্য মেয়ে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট নিয়ে আসার।তো প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে নাটক রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার।আসলে বাংলা এইরকম রোমান্টিক নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আর আমি বেশির ভাগ মুশফিক আর ফারহানের নাটক অনেক দেখি।বলতে গেলে ফারহানের ভক্ত আমি এবং তার অভিনয় গুলো আমার কাছে বেশি ভালো লাগে।তো আজকে যে নাটক টি শেয়ার করব এই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগছিল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা।আশা করছি আমার নাটকের রিভিউ পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক।
| নাটকের নাম | মাধ্যমিকের বাধ্য মেয়ে |
|---|---|
| অভিনয় | খায়রুল বাশার,কেয়া পায়েল,আরো অনেকে |
| পরিচালক | মেহেদী রনি |
| মুক্তির তারিখ | ২২শে মে ২০২৫ |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ | ৪৩ |
নাটকের শুরুতেই নায়িকা প্রতিদিন স্বপ্নে তার বয় ফ্রেন্ড বাইক নিয়ে তার সামনে উপস্থিত হয় এটা দেখে।তো একদিন নায়িকা স্কুলে যাওয়ার সময় হঠাৎ করে নায়ক বাইক নিয়ে তার সামনে উপস্থিত হলো।এখন সে এই দৃশ্যটি দেখার পরে অবাক হয়ে গেলো।কারণ স্বপ্নে যখন এমন দৃশ্যটি দেখতো এবং বাস্তবে যখন এটা হতে লাগলো সে অনেক আশ্চর্য হলো।তখন সঙ্গে সঙ্গে সে তার প্রতি আসক্ত হয়।তখন স্কুলে যাওয়া বাদ দিয়ে সে সারাদিন বাইকে ঘুরে বেড়ায়।এভাবে আস্তে আস্তে যখন ঘুরে বেড়ানো শুরু হলো।ঠিক পরের দিন তাদের ফেসবুক আইডি দিয়ে কথা শুরু হলো।
এরপর থেকে নায়িকা প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে তার সঙ্গে বাইকে করে ঘুরে বেড়ায়।তো এভাবে তাদের মধ্যে একটি মায়া লাগা শুরু হলো।তো একদিন ছেলে তাকে বলছিল রাতে বাইরে বের হতে, কিন্তু সে বের হতে পারেনি।বাইরে যাওয়ার সময় মেয়ের বাবা দেখতে পায় আর সাথে সাথে তাকে বাসায় পাঠিয়ে দেয়।পরেরদিন সকালে যখন তারা দেখা করলো,তখন নায়ক বললো কেনো রাতে আসোনি?তখন তাকে সবকিছু খুলে বললো এবং নায়ক সিদ্ধান্ত নিলো আমি ঢাকায় গিয়ে ভালো কাজ করব এবং বড়লোক হবো।বড়লোক হয়ে তোমার বাবার সামনে তোমার আমার বিয়ের প্রস্তাব দিবো।
এইদিকে নায়ক যে একটি গ্যারেজে কাজ করে এটা কিন্তু নায়িকা জানতো না।তো একদিন নায়িকা এবং তার বাবা স্কুলে যাওয়ার সময় হঠাৎ করে তাদের বাইকটি নষ্ট হয়ে যায়।তার পাশেই ছিল তাদের গ্যারেজ এবং তারা সরাসরি তাদের গ্যারেজে যাওয়ার রওনা দিলো।তো সেখানে গিয়ে নায়িকা দেখে যে, সে গ্যারেজে কাজ করতেছে।এখন এই দৃশ্য টি দেখার পরে নায়িকা অনেক অবাক হয়ে গেলো।সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসলো,পরের দিন তারা দুজন আবার দেখা করলো।তো নায়ক তাকে বলে যে,তোমাকে সব বলতে চাইছিলাম কিন্তু বলতে পারিনি।তখন সঙ্গে সঙ্গে নায়িকা বাসায় আসলো এবং এসে দেখে তার বাবা তার জন্য বিয়ে ঠিক করে।
তো এইদিকে নায়ক তাকে বলছিল আমি ঢাকায় যাবো এবং পরে পরেই নায়ক ঢাকায় চলে যায় চাকরি করার জন্য।তো প্রথম প্রথম নায়িকা বিয়ে করার জন্য না করে, কিন্তু তার বাবা জোর করে হলেও তাকে বিয়ে দিবে।কারণ তার বাবা মা জানতে পারে যে, সে ওই ছেলের সঙ্গে সম্পর্ক জড়িয়ে ফেলছে।এখন নায়ক যখন জানতে পারে সঙ্গে সঙ্গে সে বাসায় চলে আসে এবং তার সঙ্গে দেখা করে রাতে।তার সঙ্গে দেখা করার এই দৃশ্যটি তার মা দেখতে পায়।আর তার বাবাও সেটা দেখতে পায়।তারপর তার বাবা পরের দিন তাকে বিয়ে দিয়ে দেয়।নাটকটি এখানে শেষ হয়ে গেলো।
নাটকটি আমার কাছে শুরুতে ভীষণ ভালো লেগেছে।তবে শেষে এরকম কাহিনী হবে এটা আমি ভাবতে পারিনি।যাইহোক সব মিলিয়ে নাটকটি অনেক সুন্দর ছিলো।আর কেয়া পায়েল ও খায়রুল বাশারের অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে।যাইহোক আপনারা যারা নাটকটি দেখেন নাই দেখে নিবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
| ডিভাইস | Tecno camon 20 |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
|---|


















আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/i/status/1997273317376700527
https://x.com/i/status/1997272739401675243
https://x.com/i/status/1997272099417899314
এরকম সুন্দর সুন্দর নাটকগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আর যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। আজকে আপনি দারুন একটা নাটকের রিভিউ নিয়ে সবার মাঝে হাজির হয়েছেন। পুরো কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ রিভিউ টা শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। রিভিউটি পরে খুবই ভালো লাগলো। তবে নাটকটি দেখা হয়নি। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ ।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।