||নাটক রিভিউ:-আপোষহীন||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-আপোষহীন আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট নিয়ে আসার।তো প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে নাটক রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার।আসলে বাংলা এইরকম রোমান্টিক নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আর আমি বেশির ভাগ মুশফিক আর ফারহানের নাটক অনেক দেখি।বলতে গেলে ফারহানের ভক্ত আমি এবং তার অভিনয় গুলো আমার কাছে বেশি ভালো লাগে।তো আজকে যে নাটক টি শেয়ার করব এই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগছিল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা।আশা করছি আমার নাটকের রিভিউ পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক।
| নাটকের নাম | আপোষহীন |
|---|---|
| অভিনয় | শামিম হোসেন, সামান্তা পারভেজ,আরো অনেকে |
| পরিচালক | মাহাফুজ ইসলাম |
| মুক্তির তারিখ | ১২ই নভেম্বর ২০২৫ |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ | ৩৯ |
নাটকের শুরুতেই নায়িকা এবং নায়ক তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। এবং এই ভালোবাসার কথা তারা তার বাবাকে জানানোর প্লান করছে।তো ঠিক পরের দিন নায়ক তার বাবার কাছে গিয়ে বসলো।এবং সে তার তাদের ভালোবাসার কথা তার বাবাকে জানালো। তো ছেলে কিন্তু এইদিকে বিসিএস ক্যাডার।তো তার বাবা যখন শুনল যে, সে বিসিএস ক্যাডার। তখন সে ভেবে নিলো যে সমস্যা নাই আমি এই বিয়েতে রাজি।কিন্তু তার বাবা বলল যে এই চাকরির টাকা দিয়ে কি সংসার চলে? নায়ক তখন বলল যে না, তবে কোন ভাবে চলা যায়।তখন তার বাবা সব খুলে বলল যে এইভাবে চললে কেউ বড়লোক হতে পারবে না। আসলেই তার বাবা একজন দুর্নীতিবাজ ছিলেন।এইজন্য সঙ্গে সঙ্গে নায়ক সে বিয়ের তে রাজি হলো না।এবং সেখান থেকে চলে গেলো।
তারপর শুরু হয়ে গেলো সব জায়গায় সে দুর্নীতিবাজ কে ধরার জন্য চেষ্টা করলো।তো এই দিকে যে তার ফ্রেন্ড ছিলো এবং নায়িকার ফ্রেন্ড তারাও কিন্তু দুর্নীতিবাজ ছিলেন। তখন একের পর এক সবার কাছে গেলো। প্রথমে গেলো নায়িকার এক ফ্রেন্ডের দোকানে।সেখানে গিয়ে সে চেকিং শুরু করলো।কিন্তু এই দিকে নায়িকাকে জানানো হলো যে তার বয়ফ্রেন্ড দোকানে এসে ঝামেলা শুরু করছে। আসলেই তার দোকানে কিছু মাদকদ্রব্য জিনিস পাওয়া গেছে। যখন সেগুলো পেয়ে গেলো হাতে নাতে তখন তার সামনে দিয়ে তাকে পুলিশ নিয়ে গেলো।কিন্তু এদিকে নায়িকা তাকে ভুল বুঝতেছে, কেনো সে আমার সাথে এমন করতেছে। আসলে সে তাকে কোন কিছু করতেছে না। সে চাচ্ছে যারা দুর্নীতিবাজ আছে তাদের কে উচিত শিক্ষা দেওয়া।
তো এভাবে যখন বেশ কয়েকদিন চলে গেলো তখন নায়িকার বাবা সিদ্ধান্ত নিলো যে আমি আমার মেয়েকে অন্য জনের সাথে বিয়ে দিয়ে দিবো।ঠিক যখন ছেলে তাকে দেখতে আসছে তখন এই নায়ক সেখানে উপস্থিত হলো।কারণ যে ছেলের সঙ্গে তার বাবা বিয়ে ঠিক করতেছে, সেই ছেলেও ছিল একজন দুর্নীতিবাজ এবং সে একজন আসামি।তার নামে অনেক গুলো কেস রয়েছে।তো সঙ্গে সঙ্গেই সেই ছেলেকে পুলিশ নিয়ে গেলো।কিন্তু এখানেও নায়িকা তাকে ভুল বুঝলো, কারণ নায়িকার বিয়ে ভেঙে গেছে তাই।আসলে সে কিন্তু একজন মাদক ব্যবসায়ী থেকে রক্ষা করলো তাকে। এরপর নায়িকা বলল যে তুমি আমার কাছে কি চাও। তখন বলল যে তোমার বাবার সাথে কে কে আরো জড়িত আছে তারা স্যালেন্ডার করুক। আমি সব কিছু মেনে নিব এবং তোমার বাবাকে সহিসালামতে ঘরে পৌঁছে দিবো।
তো যখন তার বাবা সব কিছু বলার জন্য রেডি হল সেই রাতে তার গ্রুপের কয়েকজন লোক এসে তাকে মেরে ফেললো।কারণ তারা চায় না যে সবকিছু সে পুলিশের কাছে বলে দেওক।তো মেরে ফেলার পরের দিন সকালে তার মেয়ে দেখতে পায় এবং তার মেয়ে অনেক কান্নাকাটি করে।সঙ্গে সঙ্গে নায়ক সেখানে উপস্থিত হয়। তখন নায়িকা বলে যে এবার তুমি তোমার পাওয়ার দেখাও,এতো কিছু করলে এবার আমার বাবাকে যারা মারছে তাদের শাস্তি দেও।যখনই নায়ক পুলিশের কাছ থেকে কয়েক জন পুলিশ চাইলো, তখনই বলে দিল যে তোমার ট্রান্সফার হয়ে গেছে।পাওয়ার এখানেই শেষ তার। নায়িকা বলে দেখছো,এই পৃথিবীতে দুর্নীতি বাজ দিয়েই ভরা।ভালো কিছু করতে গেলেই তারা খারাপ হয়ে যায়। নাটক টি এখানেই শেষ হয়ে যায়।
নাটক টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।তবে এই নাটকটা পুরো শিক্ষানীয় একটি নাটক।আসলেই আমাদের সমাজে কিছু কিছু লোক রয়েছে তাদের পাওয়ারের ক্ষমতায় তারা অনেক কিছু করতে পারে। কিন্তু কিছু কিছু মানুষ যখন ভালো কিছু করতে যায় তখন সে লোকটাও আর ভালো থাকে না, তাকেও খারাপ বানিয়ে ফেলে। যাই হোক পুরো নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।যারা যারা নাটকটি দেখেন নাই দেখে নিবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
| ডিভাইস | Tecno camon 20 |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
|---|

















আজকের ডেইলি টেস্ক প্রুফ।
https://x.com/Polashislam681/status/1989674617808851268?t=ceD05kfkYHCn5azBtXn0sQ&s=19