নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ৩৯ তম পর্ব
★বিসমিল্লাহির রহমানির রহিম★
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
|---|
আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---
- নায়ক: আখম হাসান
- নায়িকা: সালমা খানম নাদিয়া
| ড্রামা | চিটার এন্ড জেন্টেলম্যান |
|---|---|
| রচনা ও পরিচালনা | সঞ্জিত সরকার |
| অভিনয়ে | আখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই। |
| সম্পাদনা | শেখ মোঃ বুরহান উদ্দিন |
| প্রযোজক | আব্দুল কুদ্দুস মিয়া |
| ব্যবস্থাপনা | জয় বিশ্বাস |
| গ্ৰাফিক্স | নাকিবুর রহমান টিটু |
| সহকারী পরিচালক | শরিফুল কবির মানিক |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ্য | ২১ মিনিট ৪০ সেকেন্ড |
| দেশ | বাংলাদেশ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী:
চিটার এন্ড জেন্টেলম্যান ধারাবাহিকটি শুরু থেকেই এক ধরনের বলিষ্ঠ চরিত্রচিত্র, মনস্তাত্ত্বিক টানাটানি এবং সামাজিক প্রসঙ্গকে নাট্যরূপে উপস্থাপনের চেষ্টা করেছে। ধারাবাহিকের মাঝামাঝি পর্যায়ে এসে ৩৯তম পর্বটি এমন একটি বাঁক যেখানে পূর্বের বীজগুলো ফুলে ওঠা বা ভাঙনের দিকে ঝুঁকতে পারে । তাই এই পর্বটি কেবল এক এপিসোড নয়। পুরো কাহিনির ভবিষ্যত গঠনে একটি সিদ্ধান্তকেন্দ্রিক পর্ব হিসেবে দেখা যায়। নিচে এ পর্বের বিষয়ে বিশদ বিশ্লেষণ দেওয়া হলো। প্লট, চরিত্র, থিম, নির্মাণশৈলী, অভিনয়, ও দর্শক প্রতিক্রিয়াসহ।
![]() |
|---|
এই পর্বটি মূলত কয়েকটি সমান্তরাল রেখা ধরে এগোতে পারে।একজন প্রধান চরিত্রের আত্মসন্দেহ বা বিশ্বাসপাল্টা।আরেকটি চরিত্রের সিদ্ধান্ত যা সম্পর্ক বা ক্ষমতা সুত্রকে নড়াচড়া করে দেয়, এবং একটি মাধ্যমিক সাবপ্লট যা সামাজিক বা নৈতিক প্রশ্ন তুলতে আসে। নাটকের নাম অনুযায়ী চিটার ও জেন্টেলম্যান বিশ্বাসঘাতকতা এবং নৈতিকতার দ্বিধাকে কেন্দ্র করে কাহিনি এগোয়।টানাপোড়েন, ষড়যন্ত্র, ও ব্যক্তিগত সম্মানের প্রশ্ন চলে সামনে। নোট নিম্নলিখিত বিবরণগুলো ধারাবাহিকের রীতিনীতির ওপর ভিত্তি করে বিশ্লেষণাত্মক অভিনয়ের মত সাজানো যদি আপনি চান।
![]() |
|---|
যে আমি সঠিক দৃশ্য-সিনেক্স বা সংলাপ বিশ্লেষণ করব, পরের বার পর্বের লিঙ্ক/টেক্সট যোগ করুন।এই পর্বে প্রধান চরিত্রটি অভ্যন্তরীণ সংকটের সম্মুখীন সে হয়তো কোনো বড় সিদ্ধান্ত নিয়েছে বা তার ওপর অপ্রত্যাশিত অভিযোগ এসেছে। চরিত্রটিকে মিশ্র অনুভূতি দেখাতে বলা হয়েছে।লজ্জা, লড়াই, এবং আত্ম-উন্নতির সংকল্প।ব্যক্তিগত ইতিহাসের ফ্ল্যাশব্যাক বা ছোট ছোট মোনোলগ আছে, যা চরিত্রের সিদ্ধান্তকে যৌক্তিক করে তোলে।প্রতিপক্ষের কৌশল, মিথ্যা বা কৌশলের ধীর-উন্মোচন এখানে চমক সৃষ্টি করে।
![]() |
|---|
প্রতিপক্ষকে সাফল্যের চুম্বক বা বিষাক্ত প্রলোভন হিসেবে দেখানো হলে, তার মনস্তত্ত্ব ও অনুপ্রেরণার মাইলফলক আলোকপাত করা হয়।মাধ্যমিক চরিত্ররা পর্বে গল্পের ভরসা জোগায়। কেউ একজন আমি-চিন্তা থেকে মুক্তির পথ দেখায়, আবার কেউ পক্ষপাত করে উত্তেজনা বাড়ায়। কিছু সাবপ্লট সরাসরি প্রধান কাহিনির সঙ্গে সংযুক্তি বাড়ায়।অন্যগুলো থিম্যাটিক শান্তিপূর্ণতা বা সামাজিক প্রশ্ন তুলতে কাজ করে।বিশ্বাস বনাম কৌতুক।নামেই নিহিত দ্বৈততা কাকে আমরা বিশ্বাস করব, আর কাকে চিটার বলব?
![]() |
|---|
পর্বটি এ প্রশ্নকে নানাবিধ পরিস্থিতিতে পরীক্ষা করে।মানুষের মুখোশ। সামাজিক ভদ্রতার আড়ালের নৈতিক দুর্বলতাকে তুলে ধরার চেষ্টা আছে । প্রতিটি হাসির নিচে লুকানো উদ্দেশ্য কি? শক্তি যখন আসে, তখন ব্যক্তিগত দায়বদ্ধতা কতটা দেখা যায় ।এ নিয়ে নাটকীয় দ্বন্দ্ব দেখা যায়।আদর্শ বনাম বাস্তবতা। জেন্টেলম্যান হিসেবে আচরণ করা আর সত্যিকারের সংবেদনশীলতা প্রদর্শনের মধ্যে সেতুবন্ধন গড়া বা ভাঙার মুহূর্তগুলো ছিল আখ্যানের কেন্দ্রবিন্দুতে।প্রধান অভিনেতা/অভিনেত্রী তাঁদের চরিত্রের জটিলতা যথার্থভাবে উপস্থাপন করেছেন।ছোট ছোট মাইক্রো-অভিনয়ে চরিত্রের অভ্যন্তরীণ পরিবর্তন স্পষ্ট।
![]() |
|---|
বিশেষ করে একজন বা দুজন পার্শ্বচরিত্র ।তাঁদের ছোট অভিনয় দিয়ে পর্বটিকে শক্ত করেছে।দূর্বল দিক কিছু টাইমিং ও ডেলিভারিতে অতিরিক্ত কড়া-কড়া ভাব পাওয়া যায় ।এতে স্বাভাবিকতা কমে যায়।৩৯তম পর্বটি ধারাবাহিককে একটি নতুন কেলেঙ্কারির দিকে নিয়ে যেতে পারে ।যদি নির্মাতারা সাবলীলভাবে এই ধারা বজায় রাখে। এবং সাবপ্লটগুলোর গভীরতা বাড়ায়।তবে পরবর্তী পর্বগুলোতে ক্রমশ আরও বেশি তীব্রতা দেখা যাবে। অন্যদিকে যদি গতির সমস্যা ঠিক না করা হয়। দর্শকদের আগ্রহ হ্রাস পেতে পারে।তবে সামগ্রিকভাবে এই পর্বটি চরিত্র ও থিমের দিক থেকে ধারাবাহিককে শক্ত করে।চরিত্রদের অতীত আরেকটু ব্যাখ্যা করে দিলে সাবপ্লটগুলো প্রাসঙ্গিকতা পাবে।গতিকে ভারসাম্য করে নাটকীয় ক্ষণগুলোকে আরও প্রভাবশালী করা প্রয়োজন।যারা চিটার চরিত্রের অন্তরন্তর পরীক্ষা করে দেখছে। তাঁদের গতিবিকাশে নীতিবোধ বা অনুতাপের কিছু দৃশ্য যোগ করলে গল্পটি আরও মানবিক হবে।
![]() |
|---|
আমার ব্যক্তিগত মতামত:
আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন । আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক🔗:
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
| Device | Motorola g34 5g |
|---|---|
| Camera | 52 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness


















X-promotion
Puss-promotion
খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটক গুলোর রিভিউ করে থাকেন। চমৎকার একটি নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ।