নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ৪০ তম পর্ব
★বিসমিল্লাহির রহমানির রহিম★
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
|---|
আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---
- নায়ক: আখম হাসান
- নায়িকা: সালমা খানম নাদিয়া
| ড্রামা | চিটার এন্ড জেন্টেলম্যান |
|---|---|
| রচনা ও পরিচালনা | সঞ্জিত সরকার |
| অভিনয়ে | আখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই। |
| সম্পাদনা | শেখ মোঃ বুরহান উদ্দিন |
| প্রযোজক | আব্দুল কুদ্দুস মিয়া |
| ব্যবস্থাপনা | জয় বিশ্বাস |
| গ্ৰাফিক্স | নাকিবুর রহমান টিটু |
| সহকারী পরিচালক | শরিফুল কবির মানিক |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ্য | ২১ মিনিট ৩৮ সেকেন্ড |
| দেশ | বাংলাদেশ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী:
হাস্যরস,ভুল–বোঝাবুঝি আর সম্পর্কের টানাপোড়েনের মিশেলে জমজমাট এক এপিসোড।জনপ্রিয় ধারাবাহিক নাটক চিটার এন্ড জেন্টেলম্যান এর ৪০তম পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত ছিল।মজা, উত্তেজনা আর চরিত্রগুলোর চমৎকার কেমিস্ট্রি দিয়ে ভরপুর।এই এপিসোডে গল্প শুধু এগোয়নি।বরং চরিত্রগুলোকে দর্শকের আরও কাছে নিয়ে এসেছে।
এপিসোডের প্রথম দিকেই দেখা যায় চরিত্রগুলোর মাঝে ছোট্ট ভুল–বোঝাবুঝি থেকে শুরু হয় বড় ধরনের কমেডি।চিটার তার স্বভাবসিদ্ধ দুষ্টুমি দিয়ে আবারও জেন্টেলম্যানকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়।তবে বিষয়টি হাস্যরসাত্মক হওয়ায় দর্শক বরাবরের মতোই মজা পেয়েছে।
৪০তম পর্বে সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল চিটার ও জেন্টেলম্যানের কথোপকথন।তাদের দুজনের বিপরীত চরিত্র।একজন বুদ্ধিতে চটপটে ও দুষ্ট।অন্যজন শান্ত ভদ্র ও নিয়মমাফিক।এই বৈপরীত্য থেকেই পুরো নাটকের কমেডি তৈরি হয়।এই এপিসোডে তাদের কথার খেলায় নতুন মাত্রা যোগ হয়েছে।বিশেষ করে ভুল তথ্য নিয়ে সৃষ্ট ঝামেলাগুলো দর্শককে হাসাতে বাধ্য করে।
এপিসোডের দ্বিতীয়ার্ধে গল্প কিছুটা সিরিয়াস দিকে মোড় নেয়।চিটারের পরিকল্পনা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।আর এ নিয়ে জেন্টেলম্যানের দুশ্চিন্তা বাড়তে থাকে।এই অংশগুলো শুধু নাটকীয়ই নয়।বরং গল্পকে পরবর্তী পর্বের জন্য ভালো প্রস্তুতি দেয়।
শেষ মুহূর্তে একটি ছোট্ট টুইস্ট পুরো এপিসোডের টোন পাল্টে দেয়।চিটার কি এবার সত্যিই ফেঁসে গেল?নাকি সবই তার আরেকটি মাস্টার প্ল্যান?এই প্রশ্ন মাথায় নিয়েই পর্ব শেষ হওয়ায় দর্শকদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।
চিটার চরিত্রের স্মার্ট এক্সপ্রেশন জেন্টেলম্যানের সিরিয়াস রিঅ্যাকশন।দুজনের অভিনয়ই এপিসোডের প্রাণ ছিল।সাপোর্টিং চরিত্ররাও হাস্যরস ধরে রাখায় গল্প প্রতিটি মিনিটেই প্রাণবন্ত ছিল।
আমার ব্যক্তিগত মতামত:
আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক🔗:
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
| Device | Motorola g34 5g |
|---|---|
| Camera | 52 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness


















X-promotion
[puss-promotion]
https://x.com/Ava1965358/status/1995084072495046697?t=U4CDpl0ZMNWKKIi-divxRQ&s=19
https://x.com/Ava1965358/status/1995083769238413699?t=qLDfNkmX7KGi_ctfGZIhcQ&s=19
https://x.com/Ava1965358/status/1995083118727053382?t=dn4JC-XS__8uGWSOB9x6XQ&s=19