ডিয়ার এক্স নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ19 days ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

ডিয়ার এক্স নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


Screenshot_20250728_191637_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামডিয়ার এক্স
পরিচালকজাকারিয়া সৌখিন
অভিনয়মুশফিক আর ফারহান, তানজিন তিশা সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ১৪ অক্টোবর ২০২৪

Screenshot_20250728_191654_YouTube.jpg

Screenshot_20250728_191711_YouTube.jpg

Screenshot_20250728_191725_YouTube.jpg

প্রথমে নাটকটি শুরু হয় এবং এখানে নায়ক একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছিল। এখানে নায়কের পাশাপাশি অনেক লোক এসেছিল৷ সবাই মিলে এখানে মজা করছিল৷ একই সাথে নায়ক এখানে নায়কও অনেক মজা করছিল৷ এখানে সে নায়িকাকে দেখতে পায়৷ নায়িকাকে দেখার পরে তার ভালো লেগে যায়৷ তবে নায়িকার সাথে তার প্রথম দেখা খুব ভালোভাবে হয়নি৷ তার সাথে একটু ঝগড়া নিয়েই নায়কের নায়িকার সাথে দেখা হয়৷ এর পরবর্তীতে অন্য একজন মেয়ে নায়ককে পছন্দ করে। সে যখন নায়ককে পছন্দ করে তখন সে অনেক ধরনের কথাবার্তা নায়ককে বলার চেষ্টা করে৷ তবে সেখানে নায়কের সাথে যখন সে কথাবার্তা বলে তখনও নায়ক নায়িকার প্রেমে মগ্ন ছিল। সে যে বর্ণনাগুলো দিচ্ছিল সেগুলো নায়িকার জন্যই দিচ্ছিল৷ কিন্তু যে মেয়েটি তার সাথে কথাবার্তা বলছিল সে ভেবেছিল যে তার জন্যই নায়ক এই কথাগুলো বলছে৷ তবে শেষ পর্যন্ত নায়ক দেখতে পায় যে ওই মেয়েটির সাথে সে কথা বলছে৷ তখন নায়ক সেখান থেকে চলে যায়৷

Screenshot_20250728_191742_YouTube.jpg

Screenshot_20250728_191802_YouTube.jpg

Screenshot_20250728_191810_YouTube.jpg

এরপর কিছুদিন যাবত বিয়ের অনুষ্ঠানে তারা সবাই থাকার পরে যখন সবাই সেখান থেকে চলে যাওয়ার মুহূর্ত তৈরি হয় তখন সেখানে নায়কের সাথে নায়িকার কথাবার্তা হয়৷ তারা একে অপরের সাথে খুব সুন্দর কথাবার্তা বলতে থাকে। সুন্দর সময় তারা পার করতে থাকে। এর পরবর্তীতে নায়ক তাকে বলে যে সে যেহেতু এখন এখান থেকে চলে যাবে। পরবর্তীতে তারা যেন যোগাযোগ করতে পারে এরকম কোন মাধ্যম যেন তারা তৈরি করে নেয়। তখনই নায়িকার সাথে নায়কের ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়৷ ধীরে ধীরে এই সম্পর্ক গভীর ভালোভাবেই তৈরি হয়ে যেতে থাকে৷ তারা যখন অন্যান্য জায়গায় চলে যায় তখনও তারা একে অপরের সাথে দেখা করে। নায়ক তার ভালোবাসার কথা নায়িকার কাছে প্রকাশ করে৷ খুব ভালোভাবে তারা একে অপরের সাথে কথাবার্তা বলতে থাকে৷

Screenshot_20250728_191823_YouTube.jpg

Screenshot_20250728_191837_YouTube.jpg

Screenshot_20250728_191930_YouTube.jpg

তবে তাদের এই সম্পর্ক খুব ভালোভাবে বেশিদিন টিকেও না৷ খুবই অল্প সময়ের মধ্যেই তাদের এই সম্পর্ক নষ্ট হয়ে গেল৷ কারণ নায়ক বলেছিল যে সে এখন আর দেশে থাকতে পারবে না৷ সে অন্য কোথাও চলে যাবে৷ তখন নায়িকাও তাকে আর এখানে ধরে রাখতে পারেনি৷ যার ফলে তাদের সম্পর্ক এখানে শেষ হয়ে যায়৷ নায়কও এখান থেকে চলে যায়৷ তখন একে অপরের সাথে যোগাযোগ করা পুরোপুরি বন্ধ হয়ে যায়৷ তবে শেষ পর্যন্ত একদিন যখন নায়িকা অফিসে যাচ্ছিল তখনই নায়ক আবারও নায়িকাকে কল করে৷ সে বলে যে সে দেশে চলে এসেছে৷ এখনই তার সাথে দেখা করতে হবে৷ তখন তারা দুজন দুজনের সাথে দেখা করে৷ অনেক ধরনের কথাবার্তা বলতে থাকে৷ তাদের আগের যে সম্পর্ক রয়েছে সেটি আবার তারা ভালোভাবে তৈরি করে নেয় ৷ এভাবেই তাদের সম্পর্কে আবার জোড়া লেগে যায়৷

আমার ব্যক্তিগত মতামত।

খুব সুন্দর হয়েছে নাটকটি এবং নাটকের মধ্যে যেভাবে এত চমৎকারভাবে সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে তা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে৷ এখানে তাদের দুজনের সম্পর্ক খুব ভালোভাবে তৈরি হয়৷ তারা একে অপরের সাথে খুব সুন্দর ভাবে তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছিল৷ তবে একটা সময় পর নায়ক এখান থেকে চলে যাওয়ার পরে তাদের সম্পর্ক ভালোভাবে টিকে থাকে না৷ এর পরবর্তীতে যখন শেষ পর্যন্ত আবারও নায়ক নায়িকার কাছে ফিরে আসে এবং তাদের এই সম্পর্কে আবারো তৈরি হয়ে যায় তখনই তারা একে অপরের ভালোবাসার সম্পর্ক তৈরি করে নেয়৷ আসলে বাস্তব জীবনে আমরা এরকম অনেক কিছুই দেখতে পাই৷ অনেক সময় অনেক কিছুই হওয়ার কারণে অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায়৷ তবে শেষ পর্যন্ত তারা দুজনেই আবার মিলে যায় এবং তাদের সম্পর্ক ঠিক হয়ে যায়।

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৮/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Loading...
 19 days ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।ফারহানের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার শেয়ার করা নাটকটি আমি অনেক আগে দেখেছি।আপনার পোস্টের মাধ্যমে নাটকটির রিভিউ পড়ে আমার খুব ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 18 days ago 

নাটক দেখতে ভালই লাগে আমার কাছে। তবে সময়ের অভাবে এখন খুব বেশি নাটক দেখা হয় না। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। নাটকটি আমার দেখা হয়নি। তবে রিভিউ পড়ে নাটকটি আমার কাছে ভালো লেগেছে। চেষ্টা করব সময় করে নাটকটি দেখার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের শেয়ার করার জন্য।

 18 days ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।।