বেক্কল না সোজা নাটকের রিভিউ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| বেক্কল না সোজা নাটকের রিভিউ। |
|---|
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
|---|
| নাটকের নাম | বেক্কল না সোজা |
|---|---|
| পরিচালক | আদি বাসি মিজান |
| অভিনয় | নীলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, সাঈদুর রহমান পাভেল, মানসী প্রকৃতি সহ আরো অনেকে |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ৩১ অক্টোবর ২০২৪ |
আপনারা এই নাটকের নাম শুনে বুঝতে পেরে গিয়েছেন যে নাটকটি কেমন হবে৷ প্রথমে নাটকটি শুরু হয় এবং এখানে নায়ক এবং তার ভাইকে দেখানো হয়৷ সে এবং তার ভাই একেবারে বোকা ছিল৷ তারা এতটাই বোকা ছিল যে তারা কোন কিছুই সঠিকভাবে বুঝতো না৷ সবকিছুই তারা বোকার মত কাজ করতো৷ ঠিক তেমনি এখানেও তারা তার মায়ের সাথে যখন কথাবার্তা বলছিল তখন তিনি তাদেরকে সবকিছু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পরেও তারা সবকিছুই বলদের মতো বুঝে ছিল৷ এর পরবর্তীতে তারা বলে যে তারা এখানে থাকবে না৷ তারা বাহিরে যাবে৷ শহরে গিয়ে তারা দুজনে একসাথে একটি হোটেলে উঠবে৷ সেখানে হোটেলের রুমের দাম হোটেলের ম্যানেজার সঠিক বলার পরেও তারা নিজেরা নিজেদেরকে চালাক মনে করে সেই দামকে দ্বিগুণ করে নেয়৷ তবে ম্যানেজার তাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পরেও তারা তাদের মতো করে বুঝে এবং তারা দ্বিগুণ দাম দিয়ে সেখানে উঠে যায়৷
এর পরবর্তীতে তারা দুইজন দুজনের প্রতি অনেক বেশি খেয়াল রাখে৷ কারণ তারা দুজনই বোকা ছিল ৷ যার ফলে তারা একে অপরের খেয়াল সবসময় রাখতো৷ তবুও তারা একে অপরের কাছ থেকে অনেকটা দূরে সরে যেত৷ একদিন যখন নায়ক কিছু একটা নেওয়ার জন্য দোকানে গিয়েছিল তখন সেখানে তার কাছ থেকে তার মোবাইল একজন ব্যক্তি কথা বলার ভান করে সেখান থেকে নিয়ে চলে যায়৷ অন্যদিকে যখন তার ভাই রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল তখন একজন মেয়ে তাকে প্রতারণা করে এবং তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল৷ তখন সে নিজেকে চালাক প্রমাণ করার জন্য তাকে নিয়ে পুলিশ স্টেশনে যায়৷ পুলিশ স্টেশন থেকে তারা আবার সেখানে চলে আসে৷ অন্যদিকে নায়কও কি করবে কিছু বুঝতে পারছিল না৷ তখন সে যখন রাস্তার পাশে বসে বসে কান্না করছিল তার মোবাইলের জন্য, তখন একজন মেয়ে তার কাছে আসে এবং তাকে নিয়ে সেখান থেকে চলে যায়৷
তারা দুজনেই যখন নারীর খপ্পরে পড়ে যায় তখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না৷ তারা দুজনেই দুজনকে পছন্দ করে ফেলে৷ এর পরবর্তীতে তারা বিয়ে করার জন্য কাজী অফিসে যায়৷ প্রথমে নায়ক এবং নায়িকা সেখানে যায়৷ এর পরবর্তীতে তার ভাই এবং তার ভাইয়ের পছন্দের মেয়েটিও সেখানে চলে যায়৷ এর পরবর্তীতে তারা দুজন যখন সেখানে যায় তখন তাদের দুজনের একসাথে বিয়ে সম্পন্ন হয়৷ তারা দুজনে সেখান থেকে বাসায় চলে আসার পরে তাদের মা জিজ্ঞাসা করতে থাকে যে তারা এরকম বলদের কাছে কেন এসেছে৷ তখন তারা বলে যে তাদেরকে ভালো লাগার কারণে তারা এখানে চলে এসেছে৷ এখন তারা সবাই একসাথে থাকবে৷ এর পরবর্তীতে ওই বলদ দুই ছেলে সুন্দর দুইজন বউ পেয়ে যায় এবং তাদের জীবন সুন্দরভাবে চলতে থাকে এবং এভাবে নাটকটি শেষ হয়৷
আমার ব্যক্তিগত মতামত।
খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ প্রথমে নাটকের মধ্যে দুজন ভাই তাদের বোকামির কারণে বিভিন্ন কাজে নিজেদেরকে ক্ষতি করে ফেলত। এভাবে তারা ক্ষতি করতে করতে এতটাই ক্ষতি করেছিল যে তারা একটা সময় পর নিজেদের চালাক মনে করার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা পয়সার ক্ষতি করেছিল৷ তার পাশাপাশি দুজনেই দুই মেয়ের খপ্পরে পড়ে যায় এবং তাদেরকে বিয়ে করে বাসায় নিয়ে আসে৷ যখন তারা বাসায় আসে তখন নায়কের মা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তারা এরকম বড়দের কাছে কেন এসেছে৷ তখন তারা কিছুই বলে না৷ তারা সুন্দর সংসার চালিয়ে নিয়ে যেতে থাকে৷ আসলে বাস্তব জীবনে আমরা এরকম অনেক কিছুই দেখতে পাই৷ অনেক সময় দেখা যায় যে বলদ যারা থাকে তারা সুন্দর বউ পেয়ে যায় এবং সুন্দর জীবন যাপন করতে থাকে।
| আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
|---|
৯.৮/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR


ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | নাটক রিভিউ । |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
.png)













🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
ভাই আপনি দারুণ একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। যদিও নাটক টি আমার দেখা হয়নি তবে খুব শীগ্রই নাটক টি দেখে নিবো।নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।