"কৃষ্ণসায়র ফুলমেলা"(কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি পর্ব: 53)

in আমার বাংলা ব্লগ15 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি পর্ব: 53

GridArt_20251220_074446334.jpg

কৃষ্ণসায়র পার্ক,বর্ধমানের এক অন্যতম জায়গা।আর সেই পার্কে গতবছর ফুলমেলা হয়েছিল।ইউনিভার্সিটির বন্ধু-বান্ধবীদের সঙ্গে আমিও গিয়েছিলাম সেই মেলা ঘুরতে।যেটা ছিল নানান রঙিন ফুলের সমাহারে ফুলমেলা।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার সত্যিকারের ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তেমনি আবার ফুলের পাশাপাশি মানুষ তার সৃজনশীলতা প্রকাশ করেছে নানা প্রাকৃতিক সৌন্দর্য্য উপস্থাপন করে।তো আমি আজ সেই প্রাকৃতিক সৌন্দর্য্য এর ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে এই ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---

কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251220_072718.jpg

এটি একটি মানুষের তৈরি প্রাকৃতিক দৃশ্য।ঠিক যেন একফালি সৃজনশীলতা ধরা দিয়েছে তার এই ছোট্ট উদ্যোগে।বাক্সবন্দী করার মতোই বড় কিছুকে ছোট্ট জায়গায় বন্দি করে তারই সুন্দরতা বুঝানোর একটুকরো প্রচেষ্টা।মানুষ তার মন থেকে সজ্জিত করে ফুটিয়ে তুলেছে নিজস্ব সত্ত্বাগুলোকে।গাছের উপর ঘর,সিঁড়ি এবং দোলনা সবই তৈরি করা হয়েছে এখানে।

IMG_20251220_072745.jpg

এগুলো হচ্ছে সুন্দর ফুলদানী।যা খুবই যত্ন করে ডিজাইন করা হয়েছে।আর ফুলগুলো একেবারেই সত্যিকারের মতোই লাগছে দেখতে।ঘর সাজানোর জন্য এই মাটির পাত্রগুলি খুবই উপর্যুক্ত।যেগুলো বেশ শৌখিন,ছোট-বড় অনেক পাত্র -ই ছিল।

IMG_20251220_072956.jpg

এটি হচ্ছে আরেকটি দৃশ্য।যেটিকে কাঁচের জারের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে।যেখানে ফুল,পাখি,পাথর,মাটি,পাতাবাহার ও বিভিন্ন ধরনের সাকুলেন্ট ও ক্যাকটাস দিয়ে সজ্জিত করা হয়েছে। প্রত্যেকটি দৃশ্যই বেশ আকর্ষণীয় ছিল।আর এগুলোর গায়ে ওই মানুষের নামও লেখা ছিল।

IMG_20251220_072803.jpg

IMG_20251220_072831.jpg

এটি একটি ছবি তোলার জন্য ডেকোরেশন করা ছিল মেলার মধ্যে।মানুষ তার মন মতো ছবি ক্যাপচার করতে পারবে এখানে।তাই আমার বন্ধু- বান্ধবীরা মিলে এখানে কয়েকটি ছবি ক্যাপচার করেছিলাম।আর্টিফিশিয়াল ফুল ও লতাপাতা দিয়ে সুসজ্জিত ছিল জায়গাটি।

IMG_20251220_072912.jpg

এখানে অনেক হনুমান থাকে।গাছের ডালে কিংবা নীচে যারা পুরো পরিবার নিয়ে বসে থাকে।আর মানুষ খাবার হাতে করে নিয়ে গেলেই টুপ করে দৌড়ে নিয়ে পালিয়ে যায় গাছের মাথায়।ওদের বসতি এইখানের বড় বড় গাছে।

IMG_20251220_072929.jpg

এটি একটি সন্ধ্যার পূর্ব মুহুর্তের দৃশ্য।যেটি সূর্য অস্ত যাবার সময়।নারিকেল গাছের ফাক দিয়ে শেষ আলোক রশ্নি উকি দিচ্ছিল।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।