প্রকৃতির কোলে শান্ত জীবন

ग्राम्य शांति और स्वाभाविक सौंदर्य.png

Image Created by OpenAI

গ্রামীণ জীবন সম্পর্কে কিছু আলোচনা করা যাক। গ্রামীণ জীবনযাপন খুবই সাদা-মাটা হয়ে থাকে। গ্রামের সবুজ মাঠ, পাখির ডাক আর নদীর কলতান যেন গ্রামীণ জীবনযাপনের সাথে অতোপ্রতোভাবে জড়িয়ে আছে, বলা যায় এইগুলো গ্রামীণ জীবনের মূল বিষয়। গ্রামের দিকে দেখা যায়, ভোরের আলো ফুটতেই সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে-কেউ যায় মাঠের কাজে আবার কেউ দেখা যায় বাড়ির পোষ্য প্রাণী নিয়ে মাঠে চলে যায়। এছাড়া গ্রামের দিকে ভোরের শিশিরভেজা ঘাসের স্পর্শে যেন একটা আলাদা অনুভূতি কাজ করে। গ্রামের মানুষের জীবন সাধারণ ভাবেই নানা ব্যস্ততার মাঝে কেটে যায়।

দুপুর গড়াতে না গড়াতেই খড় এবং মাটির তৈরি রান্নাঘরে রান্নার কাজ শুরু হয়ে যায়। মাটির চুলায় রান্না করার সময়ে ধোঁয়া উড়ে যাওয়া ইত্যাদি এইসব যেন আলাদা অনুভুতির বিষয়। এই বিষয়গুলো শহরে জীবনে তেমন কোনোকিছু না মনে হলেও কিন্তু গ্রামের সাধারণ জীবনযাপনে এইগুলো এক একটা অংশ। গ্রামের মানুষের মধ্যে মিলেমিশে থাকারও একটা বিষয় আছে, সবাই সহজেই মিলেমিশে থাকতে পছন্দ করে। গ্রামের মাঠেঘাটে বিকেল হতেই বাচ্চাদের নানা খেলায় মেতে উঠতে দেখা যায়।

গ্রামের দিকে নানা বিষয় লক্ষ্য করা যায়, অনেকের যেমন দেখা যায় নদীর ধারে বা বাড়ির পুকুরে বড়শি দিয়ে মাছ ধরায় মেতে ওঠে। তবে গ্রামের মানুষজন সারাদিনের কাজ শেষে সবাই আবার সন্ধ্যার সময়ে বিভিন্ন আড্ডায় মেতে ওঠে-কেউ চায়ের দোকানে আড্ডায় মেতে ওঠে, তো আবার কেউ তাসের আড্ডায় মেতে ওঠে। গ্রামীণ এই শান্ত জীবনের মাঝে নেই কোনো কোলাহল, নেই কোনো ঝামেলা। মানুষের মাঝে আছে শুধুই পরিশ্রম, মনভরা হাসি-আড্ডা আর প্রকৃতির মিষ্টি ছোঁয়া। আর এটাই মূলত গ্রামীণ জীবনের প্রকৃত সুখ।