বিকেলের প্রকৃতির মাঝে ।
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে। আশা করি এই পোষ্টটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক।
বিকেল মানেই যেন এক অন্যরকম প্রশান্তি। সারাদিনের ব্যস্ততা শেষে যখন সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হারিয়ে যেতে শুরু করে তখন প্রকৃতিও যেন বদলে যায়। চারদিকের আলো রঙ আর হাওয়ায় মিশে যায় এক অদ্ভুত শান্তি। সাধারণত আমি বিকেলে বাইক নিয়ে বের হই গ্রামের পথে হাওয়ার ছোঁয়া উপভোগ করতে। কিন্তু আজ ইচ্ছে করেই বাইকটি রেখে পায়ে হেঁটে একটু প্রকৃতি দেখা অনুভব করা এইটাই ছিল পরিকল্পনা। হাঁটতে হাঁটতে বুঝলাম পায়ে হেঁটে ঘোরা আর বাইকে ঘোরা এই দুইয়ের অনুভূতি একেবারে আলাদা। যখন বাইকে থাকি তখন গতি থাকে চোখের সামনে দৃশ্যগুলো দ্রুত পাল্টে যায়। কিন্তু আজ প্রতিটা পদক্ষেপে থেমে থেমে প্রকৃতিকে দেখার শোনার আর অনুভব করার সুযোগ পেলাম। চারদিকের সবুজ মাঠ হালকা বাতাসে দুলছে ধানের শীষ আকাশে রঙের খেলা সব মিলিয়ে যেন এক জীবন্ত চিত্রকর্ম।
দূরে গাছের সারির ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল সূর্যাস্তের কমলা আভা। সূর্যের আলো যখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল তখন আকাশে ছড়িয়ে পড়ছিল নরম নীল আর গোলাপি রঙের ছোঁয়া। পাখিরা ফিরছে বাসায় গাছের ডালে ডালে তাদের কলকাকলিতে বিকেলের পরিবেশটা আরও মধুর হয়ে উঠেছিল। চারপাশে নিরবতা থাকলেও সেই নিরবতার মাঝেও ছিল প্রকৃতির এক সুমধুর সুর। গ্রামের রাস্তাগুলোতে হালকা কাদা পাশের খালে পানিভরা শাপলা আর কচুরিপানার মেলা। সেই সঙ্গে হাওয়ার মধ্যে মাটির গন্ধ যা মনকে প্রশান্ত করে দেয়। মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছিল শিশুদের হাসির শব্দ সব মিলিয়ে বিকেলের এক স্নিগ্ধ শান্ত আর প্রাণবন্ত পরিবেশ। আজকের এই হেঁটে দেখা বিকেল যেন মনে এক নতুন সতেজতা এনে দিল। বুঝতে পারলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সবসময় গতি নয় প্রয়োজন একটু থেমে যাওয়া। মাঝে মাঝে বাইক নয় পায়ে হেঁটে ঘোরা দরকার যাতে প্রতিটা দৃশ্য প্রতিটা মুহূর্ত আর প্রতিটা নিঃশ্বাসে গ্রামের বিকেলটা পুরোপুরি অনুভব করা যায়। এটাই ছিল আমার আজকের গল্প। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।

VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |









আসলে বিকেলে হেঁটে হেঁটে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। ফটোগ্রাফি গুলো দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না ভাই। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।