অঘোষিত সেমিফাইনালে জয় আসবে তো?
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কা তিন ম্যাচে পেয়েছে একটি জয়। সমান ম্যাচ খেলে বাংলাদেশও জিতেছে এক ম্যাচ। আগামীকাল শুক্রবার নিদাহাস ট্রফিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি তাই হয়ে গেছে অঘোষিত ‘সেমিফাইনাল’।
এই ম্যাচে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। তাই দুই দলের কাছে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের আগে সাকিব আল হাসানের হঠাৎ অন্তর্ভুক্তিই বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ ম্যাচটিকে কতটা গুরুত্ব দিচ্ছে। বিশ্বসেরা অলরাউন্ডার আজই শ্রীলঙ্কার বিমানে চেপেছেন, এরই মধ্যে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর।
শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে টপ অর্ডারের দারুণ ব্যাটিং বাংলাদেশকে গড়ে দিয়েছিল জয়ের ভিত। গতকাল বুধবার ভারতের বিপক্ষে সেই টপঅর্ডারের নিদারুণ ব্যর্থতাই ম্যাচ থেকে পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। সঙ্গে বোলিংয়ের বেশ কিছু সমস্যাও চোখে পড়েছে। পুরো সিরিজটাতেই বৈচিত্র্যময় বোলিংয়ের অভাবটা বেশ ভুগিয়ে চলেছে তাসকিন-মুস্তাফিজদের।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিয়মিত অধিনায়কের উপস্থিতি অবশ্য স্বস্তিই বয়ে আনছে বাংলাদেশ শিবিরে। ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোটে পড়েছিলেন সাকিব। এরপর থেকেই বাংলাদেশ দলে আর দেখা মেলেনি বিশ্বসেরা অলরাউন্ডারের। সাকিবের অভাবটা বাংলাদেশ দল অবশ্য ভালোই টের পেয়েছে শেষ দুই মাসে। তাই আগামীকালের ম্যাচের আগে দলপতির অন্তর্ভুক্তি আত্মবিশ্বাসটা ফিরিয়ে দিচ্ছে অনেকটাই।
সাকিব ছাড়াও শেষ দুই ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখানো মুশফিকুর রহিমের দিকে থাকছে পাদপ্রদীপের আলোটা। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে ৩৫ বলে অপরাজিত ৭২ রানে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ৫৫ বলে ৭২ রান করে ছিলেন পরাজিতই। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচে চার অর্ধশতক হাঁকানো শ্রীলঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান কুশল মেন্ডিসের দিকেও থাকবে সবার চোখ
শেষ ম্যাচে ২১৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে পাওয়া জয়ে স্বাগতিকদের চেয়ে এগিয়ে থাকছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে অমন পরাজয়ের পর লঙ্কানরা যে প্রতিশোধের বিষে নীল করতে চাইবে মাহমুদউল্লাহদের, তেমনটা অনুমেয়ই।
আগামীকাল কলম্বোতে নিদাহাস ট্রফির ষষ্ঠ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
গতকাল বুধবার বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।